আইসিসি র্যাঙ্কিংয়ে দুই দিন আগে বিরল এক কীর্তি গড়েছিলেন জসপ্রীত বুমরা। প্রথম বোলার হিসেবে ক্রিকেটের তিন সংস্করণে শীর্ষে উঠার। তাঁর আগে ব্যাটার এবং অলরাউন্ডারে এমন রেকর্ড থাকলেও বোলারদের ছিল না।
রেকর্ডটা গড়ে ক্রিকেটের তিন বিভাগে সেই চক্র পূরণ করেছেন ভারতীয় পেসার বুমরা। তাঁর কীর্তির রেশ কাটতে না কাটতেই এবার আরেকটি বিরল রেকর্ড গড়লেন ডেভিড ওয়ার্নার। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ক্রিকেটের তিন সংস্করণের ১০০ তম ম্যাচে ফিফটি কিংবা তার বেশি রান করার রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার।
আজ হোবার্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এমন রেকর্ড গড়েছেন ওয়ার্নার। ব্যাটিং নেমেই অবশ্য রেকর্ড গড়েছিলেন তিনি। বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে সব সংস্করণে ১০০ তম ম্যাচ খেলতে নামার। বিশেষ দিনটাকেই আবার স্মরণীয় করে রাখলেন দুর্দান্ত এক রেকর্ডে। রেকর্ড গড়ার পথে ৩৬ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন বাঁহাতি ব্যাটার। ইনিংসটি সাজিয়েছেন ১২ চার ও ১ ছক্কায়।
এর আগে ওয়ানডে এবং টেস্টের শততম ম্যাচেও ফিফটি কিংবা তার বেশি রান করেছেন ওয়ার্নার। সংক্ষিপ্ত সংস্করণে ৭০ রানে থামলেও বাকি দুই ইনিংসে সেঞ্চুরি মেরেছেন তিনি। ২০১৭ সালে ভারতের বিপক্ষে যেদিন রেকর্ডটা গড়লেন সেদিন বিশ্বের অষ্টম ব্যাটার হিসেবে শততম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ওয়ার্নার। ১২৪ রানের ইনিংসটি ১২ চার ও ৪ ছক্কায় সাজিয়েছিলেন। পরে অবশ্য এই তালিকাটা দশজন ব্যাটারের হয়েছে।
টেস্টের শততম ম্যাচে আরও বড় কীর্তি গড়েছিলেন ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ১০ম ব্যাটার হিসেবে স্মরণীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর পর ইনিংসটিকে ডাবল সেঞ্চুরিতে নিয়ে যান তিনি। জো রুটের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন ৩৭ বছর বয়সী ব্যাটার।
বিশ্বের আর কোনো খেলোয়াড়ের তিন সংস্করণের শততম ম্যাচে ফিফটি কিংবা তার চেয়ে বেশি রান করার রেকর্ড নেই। থাকবে কেমনে? তিন সংস্করণে ১০০ করে ম্যাচ খেলার ব্যাটারই যে মাত্র তিনজন। সর্বপ্রথম সব সংস্করণে এই কীর্তি গড়েন নিউজিল্যান্ডের ব্যাটার রস টেলর। আর দ্বিতীয় ব্যাটার হিসেবে মাইলফলকটি স্পর্শ করেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি।
টেলর ওয়ানডের শততম টেস্টের প্রথম ইনিংসে ৪৪, দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ে নামেননি। দ্বিতীয় ইনিংসের মতো ঠিক একই রকম শততম ওয়ানডের দিন ব্যাটিংয়ে নামতে পারেননি। আর টি-টোয়েন্টির শততম ম্যাচে করেছিলেন ৫৩ রান। অন্যদিকে কোহলি টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৪৫ রান, দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামেননি। ওয়ানডে করেছেন ২২ রান। টি-টোয়েন্টির দিন করেছিলেন ৩৫ রান।
আইসিসি র্যাঙ্কিংয়ে দুই দিন আগে বিরল এক কীর্তি গড়েছিলেন জসপ্রীত বুমরা। প্রথম বোলার হিসেবে ক্রিকেটের তিন সংস্করণে শীর্ষে উঠার। তাঁর আগে ব্যাটার এবং অলরাউন্ডারে এমন রেকর্ড থাকলেও বোলারদের ছিল না।
রেকর্ডটা গড়ে ক্রিকেটের তিন বিভাগে সেই চক্র পূরণ করেছেন ভারতীয় পেসার বুমরা। তাঁর কীর্তির রেশ কাটতে না কাটতেই এবার আরেকটি বিরল রেকর্ড গড়লেন ডেভিড ওয়ার্নার। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ক্রিকেটের তিন সংস্করণের ১০০ তম ম্যাচে ফিফটি কিংবা তার বেশি রান করার রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার।
আজ হোবার্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এমন রেকর্ড গড়েছেন ওয়ার্নার। ব্যাটিং নেমেই অবশ্য রেকর্ড গড়েছিলেন তিনি। বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে সব সংস্করণে ১০০ তম ম্যাচ খেলতে নামার। বিশেষ দিনটাকেই আবার স্মরণীয় করে রাখলেন দুর্দান্ত এক রেকর্ডে। রেকর্ড গড়ার পথে ৩৬ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন বাঁহাতি ব্যাটার। ইনিংসটি সাজিয়েছেন ১২ চার ও ১ ছক্কায়।
এর আগে ওয়ানডে এবং টেস্টের শততম ম্যাচেও ফিফটি কিংবা তার বেশি রান করেছেন ওয়ার্নার। সংক্ষিপ্ত সংস্করণে ৭০ রানে থামলেও বাকি দুই ইনিংসে সেঞ্চুরি মেরেছেন তিনি। ২০১৭ সালে ভারতের বিপক্ষে যেদিন রেকর্ডটা গড়লেন সেদিন বিশ্বের অষ্টম ব্যাটার হিসেবে শততম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ওয়ার্নার। ১২৪ রানের ইনিংসটি ১২ চার ও ৪ ছক্কায় সাজিয়েছিলেন। পরে অবশ্য এই তালিকাটা দশজন ব্যাটারের হয়েছে।
টেস্টের শততম ম্যাচে আরও বড় কীর্তি গড়েছিলেন ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ১০ম ব্যাটার হিসেবে স্মরণীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর পর ইনিংসটিকে ডাবল সেঞ্চুরিতে নিয়ে যান তিনি। জো রুটের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন ৩৭ বছর বয়সী ব্যাটার।
বিশ্বের আর কোনো খেলোয়াড়ের তিন সংস্করণের শততম ম্যাচে ফিফটি কিংবা তার চেয়ে বেশি রান করার রেকর্ড নেই। থাকবে কেমনে? তিন সংস্করণে ১০০ করে ম্যাচ খেলার ব্যাটারই যে মাত্র তিনজন। সর্বপ্রথম সব সংস্করণে এই কীর্তি গড়েন নিউজিল্যান্ডের ব্যাটার রস টেলর। আর দ্বিতীয় ব্যাটার হিসেবে মাইলফলকটি স্পর্শ করেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি।
টেলর ওয়ানডের শততম টেস্টের প্রথম ইনিংসে ৪৪, দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ে নামেননি। দ্বিতীয় ইনিংসের মতো ঠিক একই রকম শততম ওয়ানডের দিন ব্যাটিংয়ে নামতে পারেননি। আর টি-টোয়েন্টির শততম ম্যাচে করেছিলেন ৫৩ রান। অন্যদিকে কোহলি টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৪৫ রান, দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামেননি। ওয়ানডে করেছেন ২২ রান। টি-টোয়েন্টির দিন করেছিলেন ৩৫ রান।
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে