Ajker Patrika

বিসিবির বিতর্কিত কিউরেটর গামিনির ওপর খেপলেন মাঠকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৯: ৫৭
বিসিবির বিতর্কিত কিউরেটর গামিনির ওপর খেপলেন মাঠকর্মীরা

বিসিবির একটি সভাকক্ষে পরশু দুপুরে মিরপুরের কিউরেটর গামিনি ডি সিলভার উপস্থিতিতে জাতীয় লিগের প্রস্তুতি সভা করছিল গ্রাউন্ডস বিভাগ। এ সময় হুট করে সভায় ঢুকে পড়েন ২০ মাঠকর্মী। সারা দেশের সব মাঠকর্মীর পক্ষে কিছু দাবি-দাওয়া তুলে ধরেন তাঁরা।

সূত্র জানায়, মাঠকর্মীদের দাবি ছিল তাঁদের বেতন বৃদ্ধি, দীর্ঘদিন ঝুলে থাকা কর্মীদের চাকরি স্থায়ীকরণ, সাপ্তাহিক ও বার্ষিক ছুটি বাড়ানো। সঙ্গে গামিনির বিরুদ্ধে মাঠকর্মীদের প্রাপ্য বকশিশ বুঝিয়ে না দেওয়ার অভিযোগ ওঠে। গামিনির বাজে আচরণ নিয়ে তাঁরা ক্ষুব্ধ। প্রায়ই নাকি বাংলাদেশ নিয়েও তুচ্ছতাচ্ছিল্য করেন লঙ্কান কিউরেটর। গত বছর চীন সফরে তাঁর স্বদেশি কিউরেটরদের সামনে বাংলাদেশকে হেয় করে মন্তব্য করেছেন বলেও অভিযোগ এক মাঠকর্মীর।

মাঠকর্মীরা যখন গামিনির বিপক্ষে একের পর এক অভিযোগ করছিলেন, একপর্যায়ে লঙ্কান কিউরেটর বলে ওঠেন, ‘ওরা সবাই মিথ্যুক!’ সঙ্গে সঙ্গে চিৎকার করে প্রতিবাদ জানান সব মাঠকর্মী। দ্রুত বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

গতকাল গামিনির প্রসঙ্গ আসে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সংবাদ সম্মেলনেও। ফারুক বিষয়টি অবগত নন বলে জানান। ৬৩ বছর বয়সী বিতর্কিত গামিনির ভবিষ্যৎ নিয়ে ব্যাখ্যা দিতে হয়েছে তাঁকে। বিসিবি গামিনিকে চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জুন পর্যন্ত রেখে দেওয়ার পক্ষে। এক যুগের বেশি সময় বিসিবিতে কর্মরত গামিনির বর্তমান বেতন প্রায় সাড়ে ৫ হাজার ডলার (প্রায় ৬ লাখ টাকা)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত