Ajker Patrika

মাঠে নামার আগে দুঃসংবাদ পেল মোস্তাফিজরা

আপডেট : ০৮ মে ২০২২, ১৬: ১০
মাঠে নামার আগে দুঃসংবাদ পেল মোস্তাফিজরা

করোনা যেন দিল্লি ক্যাপিটালসের পিছু ছাড়ছে না। গত মাসে কোচিং স্টাফসহ দিল্লির চারজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। ফের মোস্তাফিজুর রহমানের দলে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই কিছুটা ধাক্কায় খেলেন ঋষভ পন্তরা। 

ভারতের সংবাদমাধ্যমের খবর, দিল্লি ক্যাপিটালসের এক নেট বোলার করোনায় আক্রান্ত হয়েছেন।  সেই খেলোয়াড়ের সঙ্গে আরও এক বোলার রুম ভাগাভাগি করে থাকতেন । এ অবস্থায় আইপিএলের নিয়ম অনুযায়ী সব খেলোয়াড় ও স্টাফের করোনা পরীক্ষা করানো হবে। 

করোনায় আক্রান্ত নেট বোলার ও তাঁর রুমমেটকে আইসোলেশনে রাখা হয়েছে। করোনা পরীক্ষার ফল না আসা পর্যন্ত দিল্লির বাকি ক্রিকেটার ও সদস্যদেরও নিজেদের ঘরেই থাকতে হবে।

এদিকে আজ মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সিএসকের বিপক্ষে  নামার কথা দিল্লির। এখন পর্যন্ত  দশ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে আছেন মোস্তাফিজরা।

এর আগে দিল্লির মিচেল মার্শ করোনায় আক্রান্ত হয়েছিলেন। সঙ্গে রিকি পন্টিংয়ের পরিবারের সদস্য এবং টিম সেইফার্ট করোনায় আক্রান্ত হন। করোনার আতঙ্কে দিল্লির দুটি ম্যাচ পুনে থেকে সরিয়ে আনা হয়েছিল মুম্বাইয়ে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত