Ajker Patrika

অবশেষে জয়ের দেখা পেল ভারত

অবশেষে জয়ের দেখা পেল ভারত

টানা দুই হারের পর অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয়ের দেখা পেল ভারত। তৃতীয় ম্যাচে প্রোটিয়াদের ৪৮ রানে হারিয়েছে ঋষভ পান্তের দল। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৯ রান করে ভারত। জবাবে ৫ বল আগে ১৩১ রানেই গুটিয়ে যায় টেম্বা বাভুমার দল। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ব্যবধান ২-১ করল ভারত। 

বিশাখাপটনমে টস হেরে আগে ব্যাট করতে নামা ভারতকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়ড ও ঈশান কিষান। ১০ ওভারে দলকে এক শর কাছাকাছি পৌঁছে দিয়ে ফেরেন ঋতুরাজ। ৩৫ বলে ৫৭ রান করেন ঋতুরাজ। দলীয় ১২৮ রানে আউট হন শ্রেয়াস আইয়ার। ১৪ রানের বেশি করতে পারেননি এই ব্যাটার। 

 ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলা ইশানও ফেরেন দ্রুত। দলীয় ১৩১ রানে তাঁকে ফেরান তাবরাইজ শামসি। ৬ রান করে আউট হন অধিনায়ক পান্ত। তখন দলের রান ১৪৩। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ২১ বলে ৩১ রানের ঝোড়ো ব্যাটিংয়ে ১৭৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ভারত। 

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে দুই বোলার যুজবেন্দ্র চাহাল ও হার্শাল প্যাটেলের কোনো জবাবই ছিল না তাদের। হার্শাল ৪ ও চাহাল নেন ৩ উইকেট। প্রোটিয়াদের হয়ে হেইনরিখ ক্লাসেন করেন সর্বোচ্চ ২৯ রান। ম্যাচসেরা হয়েছে চাহাল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত