Ajker Patrika

বাংলাদেশের বিবর্ণ বোলিংয়ে ৪০০ পেরিয়ে মধ্যাহ্নবিরতিতে শ্রীলঙ্কা 

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১৪: ০০
বাংলাদেশের বিবর্ণ বোলিংয়ে ৪০০ পেরিয়ে মধ্যাহ্নবিরতিতে শ্রীলঙ্কা 

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। হতাশার এক সেশনই কাটল বাংলাদেশি বোলারদের। ২৮ ওভার বোলিং করে শুধু দিনেশ চাণ্ডিমালকেই আউট করতে পেরেছে স্বাগতিকেরা। 

আউট হওয়ার আগে অবশ্য টেস্ট ক্যারিয়ারে ২৬তম ফিফটি তুলে নিয়েছেন চাণ্ডিমাল। ৫৯ রান করা শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটারকে ফিরিয়ে দিনের প্রথম উইকেট এনে দিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডারের উইকেট নেওয়ার আগে ৪ উইকেটে ৩১৪ রান নিয়ে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। 

দ্বিতীয় দিনের খেলা শুরু করতে নেমে দেখেশুনে জুটি বাড়াতে থাকেন গত দিনের দুই অপরাজিত ব্যাটার চাণ্ডিমাল ও ধনঞ্জয়া ডি সিলভা। পঞ্চম উইকেটে দুজনে মিলে ৮৬ রানের জুটি গড়েন। গত দিনের ৩৪ রানের সঙ্গে আজ ২৫ রান যোগ করতে পেরেছেন চাণ্ডিমাল। সতীর্থ আউট হলেও ক্রিজে আছেন দলের অধিনায়ক ধনঞ্জয়া। 

কামিন্দু মেন্ডিসকে নিয়ে ষষ্ঠ উইকেটে ইতিমধ্যে ৩৬ রানের জুটিও গড়েছেন ধনঞ্জয়া। টানা তিন ইনিংসে সেঞ্চুরি থেকে ৩০ রান দূরে আছেন শ্রীলঙ্কার অধিনায়ক। ধনঞ্জয়ার ৭০ রানের বিপরীতে সিলেট টেস্টের দুই ইনিংসের আরেক সেঞ্চুরিয়ান কামিন্দু অপরাজিত আছেন ১৭ রানে। প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৪১১ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত