ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরে রাখার মিশনে নামবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ সামনে রেখে দলটি সবার আগে ঘোষণা করেছিল স্কোয়াড। এবার ক্রিকেটাররা কোন ডিজাইনের জার্সি পরে বিশ্বকাপে খেলতে নামবেন তা উন্মোচন করল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপের ডিজাইন করা জার্সিতে থাকছে আদিবাসীদের ছোঁয়া। এবারই প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্টে আদিবাসীদের নকশাযুক্ত জার্সিতে খেলতে নামবে অস্ট্রেলিয়া। জার্সিটির ডিজাইন করেছেন আন্টি ফিওনা ক্লার্ক ও কোর্টনি হেগান। তাঁদের শিল্পকর্মটিতে ফুটে উঠেছে আদিবাসী ও টোরেস স্ট্রেইট আইল্যান্ডের পতাকা।
জার্সির কলার ও হাতাতে কালো রং ব্যবহৃত হয়েছে। সামনের অংশের ওপরে ডান পাশে বিশ্বকাপ ও বাঁ-পাশে অস্ট্রেলিয়ার লোগোকে জায়গা দেওয়া হয়েছে। এই দুই লোগোর নিচে ও আদিবাসী নকশার মাঝে লেখা হয়েছে অস্ট্রেলিয়ার নাম। আর হলুদ রংকে ব্যাকগ্রাউন্ডে রেখে আদিবাসী শিল্পকর্মটি সামনে-পেছনে পুরো জার্সিজুড়ে নকশা করা হয়েছে। আর ট্রাউজার তৈরি করা হয়েছে কালো রঙে। ক্যাপে থাকছে আদিবাসী ও টোরেস স্ট্রেইট আইল্যান্ডের নিজস্ব পতাকার রংও।
জার্সির নকশাকারী হ্যাগেন বলেছেন, ‘জার্সিটি আদিবাসী ও টোরেস স্ট্রেইট আইল্যান্ডের জনগণের প্রতিনিধিত্ব করবে। অস্ট্রেলিয়ার ফার্স্ট নেশনস পতাকার রঙে ফুটিয়ে তোলা হয়েছে।’
অন্য ডিজাইনকারী ক্লার্কের প্রপিতামহ জেমস কুজেন্স আবার ১৮৬৬ সালে এমসিজিতে ল্যান্ডমার্ক ম্যাচে আদিবাসী একাদশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। এই ডিজাইনার বলেছেন, ‘সামগ্রিক নকশাটি করা হয়েছে ব্যক্তি, সম্প্রদায়, দল ও আমাদের চারপাশে যা বিদ্যমান যেমন নদী, জমি ইত্যাদিকে একত্রে অন্তর্ভুক্ত করে।’
আগামী ১৬ অক্টোবর শুরু হবে অস্ট্রেলিয়াতে অষ্টমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ। ‘এ’ গ্রুপে স্বাগতিকদের সঙ্গে আছে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ইংল্যান্ড। প্রথম রাউন্ড থেকে আরও দুটি দল যুক্ত হবে এই গ্রুপে।
ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরে রাখার মিশনে নামবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ সামনে রেখে দলটি সবার আগে ঘোষণা করেছিল স্কোয়াড। এবার ক্রিকেটাররা কোন ডিজাইনের জার্সি পরে বিশ্বকাপে খেলতে নামবেন তা উন্মোচন করল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপের ডিজাইন করা জার্সিতে থাকছে আদিবাসীদের ছোঁয়া। এবারই প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্টে আদিবাসীদের নকশাযুক্ত জার্সিতে খেলতে নামবে অস্ট্রেলিয়া। জার্সিটির ডিজাইন করেছেন আন্টি ফিওনা ক্লার্ক ও কোর্টনি হেগান। তাঁদের শিল্পকর্মটিতে ফুটে উঠেছে আদিবাসী ও টোরেস স্ট্রেইট আইল্যান্ডের পতাকা।
জার্সির কলার ও হাতাতে কালো রং ব্যবহৃত হয়েছে। সামনের অংশের ওপরে ডান পাশে বিশ্বকাপ ও বাঁ-পাশে অস্ট্রেলিয়ার লোগোকে জায়গা দেওয়া হয়েছে। এই দুই লোগোর নিচে ও আদিবাসী নকশার মাঝে লেখা হয়েছে অস্ট্রেলিয়ার নাম। আর হলুদ রংকে ব্যাকগ্রাউন্ডে রেখে আদিবাসী শিল্পকর্মটি সামনে-পেছনে পুরো জার্সিজুড়ে নকশা করা হয়েছে। আর ট্রাউজার তৈরি করা হয়েছে কালো রঙে। ক্যাপে থাকছে আদিবাসী ও টোরেস স্ট্রেইট আইল্যান্ডের নিজস্ব পতাকার রংও।
জার্সির নকশাকারী হ্যাগেন বলেছেন, ‘জার্সিটি আদিবাসী ও টোরেস স্ট্রেইট আইল্যান্ডের জনগণের প্রতিনিধিত্ব করবে। অস্ট্রেলিয়ার ফার্স্ট নেশনস পতাকার রঙে ফুটিয়ে তোলা হয়েছে।’
অন্য ডিজাইনকারী ক্লার্কের প্রপিতামহ জেমস কুজেন্স আবার ১৮৬৬ সালে এমসিজিতে ল্যান্ডমার্ক ম্যাচে আদিবাসী একাদশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। এই ডিজাইনার বলেছেন, ‘সামগ্রিক নকশাটি করা হয়েছে ব্যক্তি, সম্প্রদায়, দল ও আমাদের চারপাশে যা বিদ্যমান যেমন নদী, জমি ইত্যাদিকে একত্রে অন্তর্ভুক্ত করে।’
আগামী ১৬ অক্টোবর শুরু হবে অস্ট্রেলিয়াতে অষ্টমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ। ‘এ’ গ্রুপে স্বাগতিকদের সঙ্গে আছে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ইংল্যান্ড। প্রথম রাউন্ড থেকে আরও দুটি দল যুক্ত হবে এই গ্রুপে।
প্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
২৮ মিনিট আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় তাঁর স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। ছন্দে থাকা বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্দ্রে রাসেল জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। জ্যামাইকায় বাংলাদেশ সময় আজ সকালে তাঁর বিদায়বেলায় গার্ড অব অনার দেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
৩ ঘণ্টা আগে