হংকংয়ের মংকং গ্রাউন্ডে আজ রীতিমতো চীনকে নিয়ে ছেলেখেলা করেছে জাপান। ইস্ট এশিয়া কাপের ম্যাচটিতে জাপানের ক্রিকেটাররা মেরেছেন একের পর এক বাউন্ডারি। চীনকে ছন্নছাড়া করার ম্যাচে রেকর্ডের বন্যা বইয়ে দিল জাপান।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জাপান অধিনায়ক কেন্দেল কাদাওয়াকি ফ্লেমিং। তিনি ব্যাটিং করেছেন ওপেনার হিসেবে। আরেক ওপেনার লাচলান ইমামোতো লাকেকে নিয়ে পুরো ২০ ওভার ব্যাটিং করেছেন ফ্লেমিং। কোনো উইকেট না হারিয়ে ২০ ওভারে জাপান করেছে ২৫৮ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে যেকোনো উইকেটেই এটাই সর্বোচ্চ রানের জুটি। তাতে ভেঙে গেছে আফগানিস্তানের পাঁচ বছরের পুরোনো রেকর্ড। দুই আফগান ওপেনার ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি হজরতউল্লাহ জাজাই ও উসমান ঘানি গড়েছিলেন ২৩৬ রানের জুটি। আফগানদের উদ্বোধনী জুটির রেকর্ড ছিল দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচ জুটিই উদ্বোধনী জুটিতে।
জাপানের ২৫৮ রানের রেকর্ডের দিনে আজ সেঞ্চুরি করেন দুই ওপেনার ফ্লেমিং ও লাকে। লাকের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা প্রথম সেঞ্চুরি। ৬৮ বলে ৮ চার ও ১২ ছক্বায় করেন ১৩৪ রান। অন্যদিকে ৫৩ বলে ৩ চার ও ১১ ছক্বায় ১০৯ রান করেন ফ্লেমিং। জাপানি অধিনায়কের এটা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি।
২৫৯ রান তাড়া করতে নেমে চীন পাত্তাই পায়নি জাপানের কাছে। ১৬.৫ ওভারে ৭৮ রানে অলআউট হয়েছে চীন। ১৮০ রানের জয় জাপানের ইতিহাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের জয়। রানের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড জাপানের এর আগে হয়েছে ২০২২ সালে। ২০২২ সালে ইন্দোনেশিয়াকে ৭৫ রানে হারিয়েছিল জাপান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের সেরা পাঁচ জুটি:
কেন্দেল কাদাওয়াকি ফ্লেমিং-লাচলান ইয়ামতো লাকেকে (জাপান): ২৫৮ *; প্রতিপক্ষ: চীন; ১ম উইকেট; ২০২৪
হজরতউল্লাহ জাজাই-উসমান ঘানি (আফগানিস্তান): ২৩৬; প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ১ম উইকেট; ২০১৯
অ্যারন ফিঞ্চ-ডার্চি শর্ট (অস্ট্রেলিয়া): ২২৩; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ১ম উইকেট; ২০১৮
সাবাউন দাভিজি-দাইলান স্টেইন (চেক প্রজাতন্ত্র): ২২০; প্রতিপক্ষ: বুলগেরিয়া; ১ম উইকেট; ২০২২
লুইস ব্রুস-অবিনাশ পাই (জিব্রাল্টার): ২১৩ *; প্রতিপক্ষ: বুলগেরিয়া; ১ম উইকেট; ২০২২
হংকংয়ের মংকং গ্রাউন্ডে আজ রীতিমতো চীনকে নিয়ে ছেলেখেলা করেছে জাপান। ইস্ট এশিয়া কাপের ম্যাচটিতে জাপানের ক্রিকেটাররা মেরেছেন একের পর এক বাউন্ডারি। চীনকে ছন্নছাড়া করার ম্যাচে রেকর্ডের বন্যা বইয়ে দিল জাপান।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জাপান অধিনায়ক কেন্দেল কাদাওয়াকি ফ্লেমিং। তিনি ব্যাটিং করেছেন ওপেনার হিসেবে। আরেক ওপেনার লাচলান ইমামোতো লাকেকে নিয়ে পুরো ২০ ওভার ব্যাটিং করেছেন ফ্লেমিং। কোনো উইকেট না হারিয়ে ২০ ওভারে জাপান করেছে ২৫৮ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে যেকোনো উইকেটেই এটাই সর্বোচ্চ রানের জুটি। তাতে ভেঙে গেছে আফগানিস্তানের পাঁচ বছরের পুরোনো রেকর্ড। দুই আফগান ওপেনার ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি হজরতউল্লাহ জাজাই ও উসমান ঘানি গড়েছিলেন ২৩৬ রানের জুটি। আফগানদের উদ্বোধনী জুটির রেকর্ড ছিল দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচ জুটিই উদ্বোধনী জুটিতে।
জাপানের ২৫৮ রানের রেকর্ডের দিনে আজ সেঞ্চুরি করেন দুই ওপেনার ফ্লেমিং ও লাকে। লাকের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা প্রথম সেঞ্চুরি। ৬৮ বলে ৮ চার ও ১২ ছক্বায় করেন ১৩৪ রান। অন্যদিকে ৫৩ বলে ৩ চার ও ১১ ছক্বায় ১০৯ রান করেন ফ্লেমিং। জাপানি অধিনায়কের এটা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি।
২৫৯ রান তাড়া করতে নেমে চীন পাত্তাই পায়নি জাপানের কাছে। ১৬.৫ ওভারে ৭৮ রানে অলআউট হয়েছে চীন। ১৮০ রানের জয় জাপানের ইতিহাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের জয়। রানের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড জাপানের এর আগে হয়েছে ২০২২ সালে। ২০২২ সালে ইন্দোনেশিয়াকে ৭৫ রানে হারিয়েছিল জাপান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের সেরা পাঁচ জুটি:
কেন্দেল কাদাওয়াকি ফ্লেমিং-লাচলান ইয়ামতো লাকেকে (জাপান): ২৫৮ *; প্রতিপক্ষ: চীন; ১ম উইকেট; ২০২৪
হজরতউল্লাহ জাজাই-উসমান ঘানি (আফগানিস্তান): ২৩৬; প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ১ম উইকেট; ২০১৯
অ্যারন ফিঞ্চ-ডার্চি শর্ট (অস্ট্রেলিয়া): ২২৩; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ১ম উইকেট; ২০১৮
সাবাউন দাভিজি-দাইলান স্টেইন (চেক প্রজাতন্ত্র): ২২০; প্রতিপক্ষ: বুলগেরিয়া; ১ম উইকেট; ২০২২
লুইস ব্রুস-অবিনাশ পাই (জিব্রাল্টার): ২১৩ *; প্রতিপক্ষ: বুলগেরিয়া; ১ম উইকেট; ২০২২
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৩ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৫ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৬ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৮ ঘণ্টা আগে