নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফ পর্বে গ্যালারিতে ফিরছে দর্শক। নির্দিষ্ট কিছু টিকিট ছাড়বে টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বঞ্চিত হচ্ছেন সাধারণ দর্শকেরা। স্টেডিয়ামে তাদের প্রবেশের অনুমতি নেই।
করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের প্রভাব ঠেকাতে এবারের বিপিএলের রবিন লিগ রাউন্ড হয়েছে রুদ্ধদ্বার স্টেডিয়ামে। পরিস্থিতি কিছুটা অনুকূলে আসায় তিন-চার হাজার টিকিট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এসব টিকিট থাকবে সাধারণ দর্শকদের নাগালের বাইরে।
বিসিবির একটি সূত্রের খবর, টুর্নামেন্টে অংশ নেওয়া প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি পাবে ৩০০ টিকিট। এসব টিকিট বোর্ডের কাছ থেকে কিনে নেবে তারা। টিকিটের মূল্য হবে ৫০০-১০০০ টাকা। বাকি টিকিট অবশ্য সৌজন্যমূলক। বিসিবি, সরকার, স্টেক হোল্ডার সংশ্লিষ্টদের মধ্যে অবশিষ্ট টিকিট বণ্টন করা হবে।
তবে স্টেডিয়ামে আগত বিশেষ দর্শকদের মানতে হবে স্বাস্থ্যবিধি। থাকতে হবে করোনা টিকার ডাবল ডোজের সনদ। স্টেডিয়ামজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকবেন এসব দর্শক। আজ সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।
তানভীর আহমেদ বলেছেন, ‘আমাদের প্রেসিডেন্ট (নাজমুল হাসান পাপন) আন্তরিক চেষ্টায় আমরা কিছু সংখ্যক দর্শকের খেলা দেখার অনুমতি পেয়েছি। তিন-চার হাজার দর্শক থাকবে। বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সে জন্য টিকিটগুলো বিক্রি করতে হচ্ছে না। যেসব ফ্র্যাঞ্চাইজি অংশ নিয়েছে, আমাদের সঙ্গে যারা আছেন তারা দর্শকদের কাছে টিকিট পৌঁছে দেব। সামাজিক দূরত্ব মেনে পুরো স্টেডিয়ামে ছড়িয়ে খেলে দেখতে পারবেন দর্শকেরা।’
আগামীকাল দুপুরে এলিমিনেটর ম্যাচে তারুণ্যের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে।
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফ পর্বে গ্যালারিতে ফিরছে দর্শক। নির্দিষ্ট কিছু টিকিট ছাড়বে টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বঞ্চিত হচ্ছেন সাধারণ দর্শকেরা। স্টেডিয়ামে তাদের প্রবেশের অনুমতি নেই।
করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের প্রভাব ঠেকাতে এবারের বিপিএলের রবিন লিগ রাউন্ড হয়েছে রুদ্ধদ্বার স্টেডিয়ামে। পরিস্থিতি কিছুটা অনুকূলে আসায় তিন-চার হাজার টিকিট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এসব টিকিট থাকবে সাধারণ দর্শকদের নাগালের বাইরে।
বিসিবির একটি সূত্রের খবর, টুর্নামেন্টে অংশ নেওয়া প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি পাবে ৩০০ টিকিট। এসব টিকিট বোর্ডের কাছ থেকে কিনে নেবে তারা। টিকিটের মূল্য হবে ৫০০-১০০০ টাকা। বাকি টিকিট অবশ্য সৌজন্যমূলক। বিসিবি, সরকার, স্টেক হোল্ডার সংশ্লিষ্টদের মধ্যে অবশিষ্ট টিকিট বণ্টন করা হবে।
তবে স্টেডিয়ামে আগত বিশেষ দর্শকদের মানতে হবে স্বাস্থ্যবিধি। থাকতে হবে করোনা টিকার ডাবল ডোজের সনদ। স্টেডিয়ামজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকবেন এসব দর্শক। আজ সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।
তানভীর আহমেদ বলেছেন, ‘আমাদের প্রেসিডেন্ট (নাজমুল হাসান পাপন) আন্তরিক চেষ্টায় আমরা কিছু সংখ্যক দর্শকের খেলা দেখার অনুমতি পেয়েছি। তিন-চার হাজার দর্শক থাকবে। বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সে জন্য টিকিটগুলো বিক্রি করতে হচ্ছে না। যেসব ফ্র্যাঞ্চাইজি অংশ নিয়েছে, আমাদের সঙ্গে যারা আছেন তারা দর্শকদের কাছে টিকিট পৌঁছে দেব। সামাজিক দূরত্ব মেনে পুরো স্টেডিয়ামে ছড়িয়ে খেলে দেখতে পারবেন দর্শকেরা।’
আগামীকাল দুপুরে এলিমিনেটর ম্যাচে তারুণ্যের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে।
ডিপ মিড উইকেটে শামীম হোসেন পাটোয়ারী ক্যাচটা ধরতেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শোনা যায় গর্জন। মিরপুরে দর্শকদের এই উচ্ছ্বাস যে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের উচ্ছ্বাস। সেই সিরিজ জয়টাও এল এক ম্যাচ হাতে রেখেই। তবে জাকের আলী অনিক এখানেই থামতে চান না।
২ মিনিট আগেটি-টোয়েন্টি তো দূরে থাক। আন্তর্জাতিক ক্রিকেটেই এ বছরে বাংলাদেশের শুরুটা হয়েছিল বেশ বাজে। জিততেই যেন ভুলে গিয়েছিল দলটি। মাত্র এক মাসের মধ্যেই বদলে গেল দলটি। যে টি-টোয়েন্টিতেই বাংলাদেশ অনেক পিছিয়ে, সেই সংস্করণে এখন নিয়মিত ম্যাচ জিতছে তারা।
৩৬ মিনিট আগেবাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৯ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
১২ ঘণ্টা আগে