নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রীলঙ্কা ও পাকিস্তানে ‘হাইব্রিড’ মডেলে হতে যাওয়া এবার এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে নেই আতহার আলী খান। টুর্নামেন্টের সম্প্রচারে দায়িত্ব থাকা স্টার স্পোর্টস আজ ১৪ জনের যে ইংরেজি ধারাভাষ্যকরের তালিকা প্রকাশ করেছে, সেখানে নেই আতহারের নাম। তবে বাংলাদেশ থেকে যাচ্ছেন আরেক ধারাভাষ্যকর শামীম আশরাফ চৌধুরী।
গত দুই যুগে আন্তর্জাতিক ক্রিকেটে ‘ভয়েস অব বাংলাদেশ’ হিসেবে প্রতিষ্ঠা পাওয়া আতহারের এশিয়া কাপে ধারাভাষ্যকর হিসেবে অনুপস্থিত থাকার এমন অভিজ্ঞতা হয়েছে সর্বশেষ ২০১০ সালে। এবার এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে না থাকার বিষয়টি নিয়ে আজ দুপুরে আজকের পত্রিকাকে আতহার বললেন, ‘না, এবার আমি নেই (ধারাভাষ্যে)। এটা আসলে সম্প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত।’
আতহারের ঠিক বিপরীত খবর শামীমের। অনেক দিন পর তিনি যাচ্ছেন বিদেশে এশিয়া কাপের ধারাভাষ্য দিতে। শামীম বললেন, ‘১৯৮৮ সালে রেডিওতে এশিয়া কাপের ধারাভাষ্যকর হিসেবে আমার শুরু। বিদেশের মাঠে সর্বশেষ ২০১০ এশিয়া কাপ করেছি। আর এবার করছি। এটা বিদেশের মাঠে আমার তৃতীয় এশিয়া কাপ। ১৫ দিন আগে ওরা আমাকে নিশ্চিত করেছে।’
আপাতত পাঁচটি ম্যাচে ধারাভাষ্য দেওয়ার কথা শামীমের। বাংলাদেশের গ্রুপ পর্বের দুটি ম্যাচ তো আছেই। বাংলাদেশ সুপার ফোরে উঠলে ফাইনালেও তাঁকে দেখা যেতে পারে। শামীম কদিন আগে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপেও ধারাভাষ্য দিয়েছিলেন। এশিয়া কাপে ধারাভাষ্য দিতে তিনি শ্রীলঙ্কায় যাবেন আগামী ৩০ আগস্ট।
এশিয়া কাপের ধারাভাষ্যকর প্যানেল
রবি শাস্ত্রী (ভারত), ওয়াসিম আকরাম (পাকিস্তান), গৌতম গম্ভীর (ভারত), ওয়াকার ইউনিস (পাকিস্তান), অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে), মারভান আতাপাত্তু (শ্রীলঙ্কা), ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া), আমির সোহেল (পাকিস্তান), দীপ দাসগুপ্ত (ভারত), ডোমিনিক কর্ক (ইংল্যান্ড), বাজিদ খান (পাকিস্তান), সঞ্জয় মাঞ্জেরেকার (ভারত), শামীম আশরাফ চৌধুরী (বাংলাদেশ), রোশন অভয়সিঙ্গে (শ্রীলঙ্কা)।
শ্রীলঙ্কা ও পাকিস্তানে ‘হাইব্রিড’ মডেলে হতে যাওয়া এবার এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে নেই আতহার আলী খান। টুর্নামেন্টের সম্প্রচারে দায়িত্ব থাকা স্টার স্পোর্টস আজ ১৪ জনের যে ইংরেজি ধারাভাষ্যকরের তালিকা প্রকাশ করেছে, সেখানে নেই আতহারের নাম। তবে বাংলাদেশ থেকে যাচ্ছেন আরেক ধারাভাষ্যকর শামীম আশরাফ চৌধুরী।
গত দুই যুগে আন্তর্জাতিক ক্রিকেটে ‘ভয়েস অব বাংলাদেশ’ হিসেবে প্রতিষ্ঠা পাওয়া আতহারের এশিয়া কাপে ধারাভাষ্যকর হিসেবে অনুপস্থিত থাকার এমন অভিজ্ঞতা হয়েছে সর্বশেষ ২০১০ সালে। এবার এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে না থাকার বিষয়টি নিয়ে আজ দুপুরে আজকের পত্রিকাকে আতহার বললেন, ‘না, এবার আমি নেই (ধারাভাষ্যে)। এটা আসলে সম্প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত।’
আতহারের ঠিক বিপরীত খবর শামীমের। অনেক দিন পর তিনি যাচ্ছেন বিদেশে এশিয়া কাপের ধারাভাষ্য দিতে। শামীম বললেন, ‘১৯৮৮ সালে রেডিওতে এশিয়া কাপের ধারাভাষ্যকর হিসেবে আমার শুরু। বিদেশের মাঠে সর্বশেষ ২০১০ এশিয়া কাপ করেছি। আর এবার করছি। এটা বিদেশের মাঠে আমার তৃতীয় এশিয়া কাপ। ১৫ দিন আগে ওরা আমাকে নিশ্চিত করেছে।’
আপাতত পাঁচটি ম্যাচে ধারাভাষ্য দেওয়ার কথা শামীমের। বাংলাদেশের গ্রুপ পর্বের দুটি ম্যাচ তো আছেই। বাংলাদেশ সুপার ফোরে উঠলে ফাইনালেও তাঁকে দেখা যেতে পারে। শামীম কদিন আগে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপেও ধারাভাষ্য দিয়েছিলেন। এশিয়া কাপে ধারাভাষ্য দিতে তিনি শ্রীলঙ্কায় যাবেন আগামী ৩০ আগস্ট।
এশিয়া কাপের ধারাভাষ্যকর প্যানেল
রবি শাস্ত্রী (ভারত), ওয়াসিম আকরাম (পাকিস্তান), গৌতম গম্ভীর (ভারত), ওয়াকার ইউনিস (পাকিস্তান), অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে), মারভান আতাপাত্তু (শ্রীলঙ্কা), ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া), আমির সোহেল (পাকিস্তান), দীপ দাসগুপ্ত (ভারত), ডোমিনিক কর্ক (ইংল্যান্ড), বাজিদ খান (পাকিস্তান), সঞ্জয় মাঞ্জেরেকার (ভারত), শামীম আশরাফ চৌধুরী (বাংলাদেশ), রোশন অভয়সিঙ্গে (শ্রীলঙ্কা)।
লন্ডনের ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট শেষ মুহূর্তে অনেক রোমাঞ্চ ছড়িয়েছে। গতকাল পঞ্চম দিনে ৬ রানের নাটকীয় জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতায় শেষ করল ভারত।
৩৯ মিনিট আগেএশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ হয়ে গেছে কদিন আগেই। ৩৫ দিন পর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপের আগে এই সময় যথেষ্ট মনে হলেও এখনই বড় দুশ্চিন্তায় পড়ে গেছে পাকিস্তান ক্রিকেট দল।
১ ঘণ্টা আগেগাস অ্যাটকিনসন বোল্ড হতেই ভারতীয় ক্রিকেট দলের উদযাপন শুরু। ইংল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া মোহাম্মদ সিরাজকে নিয়ে তখন প্রশংসার বাণী শোনাচ্ছেন ধারাভাষ্যকার মাইকেল আথারটন। লন্ডনের ওভালে গতকাল পঞ্চম দিনে ৬ রানের নাটকীয় জয়ে সিরিজ বাঁচিয়েছে ভারত।
২ ঘণ্টা আগেবয়স মাত্র ১৮ হলেও লামিনে ইয়ামাল তাঁর পায়ের জাদুতে মুগ্ধ করছেন ভক্ত-সমর্থকদের। অল্প বয়সেই গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। বার্সেলোনার ‘ওয়ান্ডারকিড’ নামে পরিচিত এই ফুটবলারকে নিয়ে বানানো হয়েছে একটি দেয়ালচিত্র। সেই দেয়ালচিত্র নষ্ট হতেও অবশ্য বেশি সময় লাগেনি।
৩ ঘণ্টা আগে