Ajker Patrika

এশিয়া কাপের ধারাভাষ্যে নেই আতহার, আছেন শামীম 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৮: ৫১
এশিয়া কাপের ধারাভাষ্যে নেই আতহার, আছেন শামীম 

শ্রীলঙ্কা ও পাকিস্তানে ‘হাইব্রিড’ মডেলে হতে যাওয়া এবার এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে নেই আতহার আলী খান। টুর্নামেন্টের সম্প্রচারে দায়িত্ব থাকা স্টার স্পোর্টস আজ ১৪ জনের যে ইংরেজি ধারাভাষ্যকরের তালিকা প্রকাশ করেছে, সেখানে নেই আতহারের নাম। তবে বাংলাদেশ থেকে যাচ্ছেন আরেক ধারাভাষ্যকর শামীম আশরাফ চৌধুরী। 

গত দুই যুগে আন্তর্জাতিক ক্রিকেটে ‘ভয়েস অব বাংলাদেশ’ হিসেবে প্রতিষ্ঠা পাওয়া আতহারের এশিয়া কাপে ধারাভাষ্যকর হিসেবে অনুপস্থিত থাকার এমন অভিজ্ঞতা হয়েছে সর্বশেষ ২০১০ সালে। এবার এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে না থাকার বিষয়টি নিয়ে আজ দুপুরে আজকের পত্রিকাকে আতহার বললেন, ‘না, এবার আমি নেই (ধারাভাষ্যে)। এটা আসলে সম্প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত।’ 

আতহারের ঠিক বিপরীত খবর শামীমের। অনেক দিন পর তিনি যাচ্ছেন বিদেশে এশিয়া কাপের ধারাভাষ্য দিতে। শামীম বললেন, ‘১৯৮৮ সালে রেডিওতে এশিয়া কাপের ধারাভাষ্যকর হিসেবে আমার শুরু। বিদেশের মাঠে সর্বশেষ ২০১০ এশিয়া কাপ করেছি। আর এবার করছি। এটা বিদেশের মাঠে আমার তৃতীয় এশিয়া কাপ। ১৫ দিন আগে ওরা আমাকে নিশ্চিত করেছে।’

আপাতত পাঁচটি ম্যাচে ধারাভাষ্য দেওয়ার কথা শামীমের। বাংলাদেশের গ্রুপ পর্বের দুটি ম্যাচ তো আছেই। বাংলাদেশ সুপার ফোরে উঠলে ফাইনালেও তাঁকে দেখা যেতে পারে। শামীম কদিন আগে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপেও ধারাভাষ্য দিয়েছিলেন। এশিয়া কাপে ধারাভাষ্য দিতে তিনি শ্রীলঙ্কায় যাবেন আগামী ৩০ আগস্ট।  
   
এশিয়া কাপের ধারাভাষ্যকর প্যানেল
রবি শাস্ত্রী (ভারত), ওয়াসিম আকরাম (পাকিস্তান), গৌতম গম্ভীর (ভারত), ওয়াকার ইউনিস (পাকিস্তান), অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে), মারভান আতাপাত্তু (শ্রীলঙ্কা), ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া), আমির সোহেল (পাকিস্তান), দীপ দাসগুপ্ত (ভারত), ডোমিনিক কর্ক (ইংল্যান্ড), বাজিদ খান (পাকিস্তান), সঞ্জয় মাঞ্জেরেকার (ভারত), শামীম আশরাফ চৌধুরী (বাংলাদেশ), রোশন অভয়সিঙ্গে (শ্রীলঙ্কা)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত