Ajker Patrika

নাফিস ইকবালকে নেওয়া হচ্ছে থাইল্যান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১১: ১০
নাফিস ইকবালকে নেওয়া হচ্ছে থাইল্যান্ডে

অসুস্থ হয়ে গতকাল থেকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল। তাঁর অসুস্থতা প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, নাফিসের সেরিব্রেল ভেনাস থ্রম্বোসিস অর্থাৎ তাঁর মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধে আছে। এটা বিরল একটা রোগ (রেয়ার ডিসঅর্ডার)।

আজ রাতে বিসিবি সূত্রে জানা গেছে, নাফিসকে উন্নত চিকিৎসা করাতে নেওয়া হচ্ছে থাইল্যান্ড। কবে নেওয়া হবে থাইল্যান্ডের ব্যাংককে, সেটি অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। স্বস্তির খবর, এই মুহূর্তে স্থিতিশীল অবস্থায় আছেন তিনি। রোগটা বিরল হলেও নাফিস দ্রুত সেরে উঠবেন বলেই আশা দেবাশীষের, ‘যেসব প্যারামিটার দেখা হয়, সেগুলো সব ভালো আছে।

এখানকার চিকিৎসকেরা আশা করছেন, কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। এই মুহূর্তে তাকে এখানে ভর্তি করা হয়েছে। আরও কিছুদিন এখানে রাখা হবে। কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে চিকিৎসা চালানো হবে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এটা যদি আরও খারাপের দিকে না যায়, তাহলে এই সমস্যা পুরোপুরি ভালো হয়ে যাওয়া সম্ভব।’

নাফিসের সংবাদে কাল সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমের মতো তারকা ক্রিকেটাররা। চিন্তায় পড়ে গিয়েছিল পুরো ক্রিকেটাঙ্গনই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত