Ajker Patrika

প্রাথমিক দলে নেই সাকিব

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৭: ৪৬
প্রাথমিক দলে নেই সাকিব

২০২৩ বিশ্বকাপের পর গত ছয় মাসেও আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত হতে পারেননি সাকিব আল হাসান। কখনো চোট, কখনো নিজ থেকেই বিরতি নিয়েছেন। সবশেষ শ্রীলঙ্কা সিরিজে মাত্র একটি টেস্ট খেলেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে যে প্রাথমিক দল দিয়েছে বিসিবি, সেখানে নেই সাকিবের নাম।

 

বিসিবির দেওয়া ১৭ সদস্যের প্রাথমিক দলে অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ আছেন দলের নিয়মিত মুখ। এই দলে আছেন কখনোই আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলা তানজিদ হাসান তামিম। ২০২৪ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ছন্দে থাকা পারভেজ হোসেন ইমন সুযোগ পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রাথমিক দলে। ৫৮৫ রান করে ডিপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছেন ইমন।

 লম্বা বিরতির পর প্রাথমিক দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে আইপিএল নিয়ে ব্যস্ত থাকা মোস্তাফিজুর রহমানকে নেওয়া হয়নি প্রাথমিক দলে। বাংলাদেশের বাঁহাতি পেসার ১ মে পর্যন্ত অনাপত্তিপত্র পেয়েছেন। দেশে ফিরবেন ২ মে। তাসকিন আহমেদের নেতৃত্বে পেস বোলিং আক্রমণে থাকছেন শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিবের মতো তারকারা। পাশাপাশি সাইফউদ্দিন, সৌম্য সরকারের পেস বোলিং অলরাউন্ড পারফরম্যান্স তো রয়েছেই।   

বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ৩ মে। চট্টগ্রামে ৩, ৫ ও ৭ মে বাংলাদেশ-জিম্বাবুয়ে খেলবে প্রথম তিন টি-টোয়েন্টি। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং তৃতীয় টি-টোয়েন্টি বেলা ৩টায় শুরু হবে। মিরপুরে ১০ ও ১২ মে হবে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। মুখোমুখি ২০ ম্যাচের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ১৩ ম্যাচ, জিম্বাবুয়ে ৭ ম্যাচ জিতেছে।

 

বাংলাদেশ প্রাথমিক দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, জাকের আলী অনিক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত