ক্রীড়া ডেস্ক
নাহিদ রানার গতি ও বাউন্স সামলাতে গিয়ে ব্যাটাররা যেন দিশেহারা হয়ে পড়েন। আন্তর্জাতিক ক্রিকেটে ১ বছর পূর্ণ না হতেই বিদেশি ক্রিকেটারদের প্রশংসায় ভাসছেন বাংলাদেশের তরুণ এই ক্রিকেটার। এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসও।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নাহিদ রানার ক্যারিয়ারের প্রথম কোনো আইসিসি ইভেন্ট। রাওয়ালপিন্ডিতে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বৈশ্বিক ইভেন্টে অভিষেক হয় তাঁর। কিউইদের ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলেই আইসিসি ইভেন্টে পেয়ে যান প্রথম উইকেট। নাহিদ রানার ঘণ্টায় ১৪৮.৯ কিলোমিটার গতির বল কাভার ড্রাইভ খেলতে গিয়ে কেইন উইলিয়ামসন কট বিহাইন্ড হয়েছেন। নিজের প্রথম দুই ওভারে ১১ রান খরচ করলেও ৯ ওভারে দিয়েছেন ৪৩ রান। তাঁর ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বলে বারবার পরাস্ত হয়েছেন কিউই ব্যাটাররা। রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ শেষে ‘ডিপি ওয়ার্ল্ড ড্রেসিংরুমে’ আলোচনায় বসেন ওয়াসিম, ওয়াকার ইউনিস, নিখিল চোপড়া, অজয় জাদেজারা। নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়ে ওয়াকার বলেন, ‘নাহিদ রানা খুবই ভয়ংকর। পেসের সঙ্গে বাউন্স কাজে লাগিয়েছে। যে উইকেটটা নিয়েছে, সেটা মোকাবিলা করা কঠিন ছিল।’
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট সিরিজ বাংলাদেশ জিতেছে এই রাওয়ালপিন্ডিতে। গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে তাসকিন আহমেদ, নাহিদ রানাদের গতিতে রীতিমতো খাবি খেয়েছিলেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। ছয় মাস পর গতকাল পরিচিত কন্ডিশনে তাসকিন, নাহিদ রানা আবারও দুর্দান্ত বোলিং করেছেন। দুই পেসার মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬ ওভার বোলিং করে ৭১ রানে নিয়েছেন ২ উইকেট। তাসকিন ২ ওভার মেডেনও দিয়েছেন। বাংলাদেশের পেস বোলিং আক্রমণের প্রশংসা করে ওয়াকার বলেন, ‘বাংলাদেশি পেসাররা দারুণ বোলিং করেছে। যেটা ওয়াসিম ভাই বললেন। রানার বোলিংয়ের পাশাপাশি তাসকিন তার অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। কোথায় বোলিং করতে হবে, সেটা সে বুঝতে পেরেছে।’
বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরুর আগে থেকেই আলোচনায় নাহিদ রানা। দুবাইয়ে গত ১৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তকে একাধিক উত্তর দিতে হয়েছিল রানার প্রসঙ্গে। যদিও ভারতের বিপক্ষে একাদশে সুযোগ মেলেনি রানার। রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ চলার সময় নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ইরফান পাঠান লেখেন, ‘নাহিদ রানা ভবিষ্যতে বাংলাদেশের সেরা এবং নির্ভরযোগ্য বোলার হতে পারে। উচ্চতার সঙ্গে গতি আছে তার। ক্রিকেটে তার শুরুটা হয়েছে দেরিতে, ক্রিকেট শুরু করেছেন দেরিতে, তার কোচদের এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে।’
বাংলাদেশের জার্সিতে ১০ ম্যাচ খেলে নাহিদ রানা নিয়েছেন ২৫ উইকেট। যার মধ্যে টেস্টেই তাঁর উইকেট ২০ টি। জ্যামাইকায় গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন। প্রথমবারের মতো টেস্টে ইনিংসে ৫ উইকেট শিকারের দিন বাংলাদেশ জিতেছিল ১০১ রানে। ধারাভাষ্যকক্ষে থাকা ইয়ান বিশপ বলেছিলেন, ‘এটি রানার প্রাপ্য। রানার চমৎকার পারফরম্যান্স। ৪৫ নম্বর (রানার জার্সি নম্বর), সামনের বছরগুলোতে তার দিকে চোখ রাখুন।’
নাহিদ রানার গতি ও বাউন্স সামলাতে গিয়ে ব্যাটাররা যেন দিশেহারা হয়ে পড়েন। আন্তর্জাতিক ক্রিকেটে ১ বছর পূর্ণ না হতেই বিদেশি ক্রিকেটারদের প্রশংসায় ভাসছেন বাংলাদেশের তরুণ এই ক্রিকেটার। এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসও।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নাহিদ রানার ক্যারিয়ারের প্রথম কোনো আইসিসি ইভেন্ট। রাওয়ালপিন্ডিতে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বৈশ্বিক ইভেন্টে অভিষেক হয় তাঁর। কিউইদের ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলেই আইসিসি ইভেন্টে পেয়ে যান প্রথম উইকেট। নাহিদ রানার ঘণ্টায় ১৪৮.৯ কিলোমিটার গতির বল কাভার ড্রাইভ খেলতে গিয়ে কেইন উইলিয়ামসন কট বিহাইন্ড হয়েছেন। নিজের প্রথম দুই ওভারে ১১ রান খরচ করলেও ৯ ওভারে দিয়েছেন ৪৩ রান। তাঁর ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বলে বারবার পরাস্ত হয়েছেন কিউই ব্যাটাররা। রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ শেষে ‘ডিপি ওয়ার্ল্ড ড্রেসিংরুমে’ আলোচনায় বসেন ওয়াসিম, ওয়াকার ইউনিস, নিখিল চোপড়া, অজয় জাদেজারা। নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়ে ওয়াকার বলেন, ‘নাহিদ রানা খুবই ভয়ংকর। পেসের সঙ্গে বাউন্স কাজে লাগিয়েছে। যে উইকেটটা নিয়েছে, সেটা মোকাবিলা করা কঠিন ছিল।’
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট সিরিজ বাংলাদেশ জিতেছে এই রাওয়ালপিন্ডিতে। গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে তাসকিন আহমেদ, নাহিদ রানাদের গতিতে রীতিমতো খাবি খেয়েছিলেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। ছয় মাস পর গতকাল পরিচিত কন্ডিশনে তাসকিন, নাহিদ রানা আবারও দুর্দান্ত বোলিং করেছেন। দুই পেসার মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬ ওভার বোলিং করে ৭১ রানে নিয়েছেন ২ উইকেট। তাসকিন ২ ওভার মেডেনও দিয়েছেন। বাংলাদেশের পেস বোলিং আক্রমণের প্রশংসা করে ওয়াকার বলেন, ‘বাংলাদেশি পেসাররা দারুণ বোলিং করেছে। যেটা ওয়াসিম ভাই বললেন। রানার বোলিংয়ের পাশাপাশি তাসকিন তার অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। কোথায় বোলিং করতে হবে, সেটা সে বুঝতে পেরেছে।’
বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরুর আগে থেকেই আলোচনায় নাহিদ রানা। দুবাইয়ে গত ১৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তকে একাধিক উত্তর দিতে হয়েছিল রানার প্রসঙ্গে। যদিও ভারতের বিপক্ষে একাদশে সুযোগ মেলেনি রানার। রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ চলার সময় নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ইরফান পাঠান লেখেন, ‘নাহিদ রানা ভবিষ্যতে বাংলাদেশের সেরা এবং নির্ভরযোগ্য বোলার হতে পারে। উচ্চতার সঙ্গে গতি আছে তার। ক্রিকেটে তার শুরুটা হয়েছে দেরিতে, ক্রিকেট শুরু করেছেন দেরিতে, তার কোচদের এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে।’
বাংলাদেশের জার্সিতে ১০ ম্যাচ খেলে নাহিদ রানা নিয়েছেন ২৫ উইকেট। যার মধ্যে টেস্টেই তাঁর উইকেট ২০ টি। জ্যামাইকায় গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন। প্রথমবারের মতো টেস্টে ইনিংসে ৫ উইকেট শিকারের দিন বাংলাদেশ জিতেছিল ১০১ রানে। ধারাভাষ্যকক্ষে থাকা ইয়ান বিশপ বলেছিলেন, ‘এটি রানার প্রাপ্য। রানার চমৎকার পারফরম্যান্স। ৪৫ নম্বর (রানার জার্সি নম্বর), সামনের বছরগুলোতে তার দিকে চোখ রাখুন।’
গতকাল বৃষ্টি অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুললেও ঝামেলায় ফেলে আফগানিস্তানকে। সেমিতে ওঠার জন্য ‘আকাশ-কুসুম’ সমীকরণের মুখেই পড়ে তারা, যেখানে সবকিছু নির্ভর করছিল ইংল্যান্ডের ওপর। কিন্তু দিনশেষে আসর থেকে ছিটকেই যেতে হলো আফগানিস্তানকে।
২ ঘণ্টা আগে৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে দেশের পুরোনো ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। লিগ শুরুর আগে আজ বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত হয় ডিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। তার আগে ডিপিএলে অংশগ্রহণকারী ১২ দলের অধিনায়ক, ক্লাব কর্মকর্তারা এবং আয়োজক সংস্থা সিসিডিএমের
২ ঘণ্টা আগেদ্রুত সময়ের মধ্যেই যেন বেশ বিকশিত আফগান ক্রিকেট। তাদের উন্নতিও বেশ চোখে পড়ার মতো। গত কয়েক বছরে আইসিসি ইভেন্টে তাদের পারফরম্যান্স আশা দেখাচ্ছে সামনে ভালো কিছুরই। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন মনে করেন, আফগানিস্তান আগামী এক দশকের মধ্যেই আইসিসি ট্রফি জিততে সক্ষম হবে। তবে এ জন্য তাদের ব্যক্
৩ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ৭ মার্চ তালিকার সংখ্যা কমিয়ে চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি। ব্রাজিলের ভক্তদের জন্য সুখবর হলো প্রাথমিক দলে রাখা হয়েছে নেইমারকে। প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন ৩৩ বছর বয়সী
৫ ঘণ্টা আগে