২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না। টুর্নামেন্টটি হবে সংযুক্ত আরব আমিরাতে। ইংল্যান্ড নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিদার নাইটের মতে, বিশ্বকাপ আয়োজন করতে না পারা বাংলাদেশের জন্য ব্যর্থতা।
বৈষম্যবিরোধী আন্দোলনে সরকারের পতনের ব্যাপারটিই যে বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরে যাওয়ার অন্যতম কারণ সেটা না বললেও চলছে। কারণ বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে আইসিসি বিকল্প ভেন্যুর খোঁজ করছিল। এ ছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ অনেক দেশের সরকার বাংলাদেশ ভ্রমণ নিয়ে নিষেধাজ্ঞা দেওয়ায় ভেন্যু বদলের সিদ্ধান্ত নেয় আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থা নতুন আয়োজক হিসেবে বেছে নেয় আরব আমিরাতকে। লর্ডসে গতকাল ইংল্যান্ড-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের প্রথম দিনে স্কাই স্পোর্টসকে নাইট বলেন, ‘ঘরের মাঠে বাংলাদেশ বিশ্বকাপ আয়োজন করতে পারছে না। এটি সত্যিই বাংলাদেশ দলের জন্য বিব্রতকর ব্যাপার। তবে আমার মতে এটাই সঠিক সিদ্ধান্ত। কন্ডিশন হালকা ভিন্ন হবে। তবে অতটা না।’
আরব আমিরাতের শারজা ও দুবাইয়ে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে দুবাইয়ে দর্শক ধারণক্ষমতা ২৫ হাজার, শারজায় ১৬ হাজার মানুষ বসে খেলা দেখতে পারেন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান, বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দুটিসহ এশিয়ার ম্যাচগুলোতে অনেক দর্শক হয়েছে স্টেডিয়ামে। তবে নাইটের অতীত অভিজ্ঞতা বলছে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হলে দর্শক আরও বেশি হতো। কারণ ১০ বছর আগে বাংলাদেশে আয়োজিত মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন ইংলিশ এই নারী ক্রিকেটার।
বিশ্বকাপের মতো আসরে দর্শকসংখ্যা নিয়ে বেশি চিন্তার কারণও দেখেন না নাইট। ইংল্যান্ডের নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেছেন, ‘বাংলাদেশে দর্শক সংখ্যা আরও বেশি থাকত। সেখানে ২০১৪ বিশ্বকাপ খেলেছি। আমরা অনেক দর্শক দেখেছিলাম। বিশেষ করে সিলেটে। দর্শকদের উপস্থিতিতে খেলা আমাদের এক রকম অভ্যাসে পরিণত হয়েছে। এ ব্যাপারে আমরা কথা বলব। তবে এটা বিশ্বকাপ। ভাবার জন্য অত কিছু নাই।’
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরবে না। বাংলাদেশে অস্থির পরিস্থিতির কারণে ভারত, শ্রীলঙ্কা, আরব আমিরাত, জিম্বাবুয়েসহ অনেকের নামই আয়োজকের নাম হিসেবে শোনা যাচ্ছিল। যদিও ভারত তা নাকচ করে দিয়েছিল। এমনকি অস্ট্রেলিয়া নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক অ্যালিস হিলিও বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। পরে ভেন্যু বদলের সঙ্গে সঙ্গে আইসিসি সূচিতেও পরিবর্তন আনে।
আরও পড়ুন:
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না। টুর্নামেন্টটি হবে সংযুক্ত আরব আমিরাতে। ইংল্যান্ড নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিদার নাইটের মতে, বিশ্বকাপ আয়োজন করতে না পারা বাংলাদেশের জন্য ব্যর্থতা।
বৈষম্যবিরোধী আন্দোলনে সরকারের পতনের ব্যাপারটিই যে বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরে যাওয়ার অন্যতম কারণ সেটা না বললেও চলছে। কারণ বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে আইসিসি বিকল্প ভেন্যুর খোঁজ করছিল। এ ছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ অনেক দেশের সরকার বাংলাদেশ ভ্রমণ নিয়ে নিষেধাজ্ঞা দেওয়ায় ভেন্যু বদলের সিদ্ধান্ত নেয় আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থা নতুন আয়োজক হিসেবে বেছে নেয় আরব আমিরাতকে। লর্ডসে গতকাল ইংল্যান্ড-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের প্রথম দিনে স্কাই স্পোর্টসকে নাইট বলেন, ‘ঘরের মাঠে বাংলাদেশ বিশ্বকাপ আয়োজন করতে পারছে না। এটি সত্যিই বাংলাদেশ দলের জন্য বিব্রতকর ব্যাপার। তবে আমার মতে এটাই সঠিক সিদ্ধান্ত। কন্ডিশন হালকা ভিন্ন হবে। তবে অতটা না।’
আরব আমিরাতের শারজা ও দুবাইয়ে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে দুবাইয়ে দর্শক ধারণক্ষমতা ২৫ হাজার, শারজায় ১৬ হাজার মানুষ বসে খেলা দেখতে পারেন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান, বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দুটিসহ এশিয়ার ম্যাচগুলোতে অনেক দর্শক হয়েছে স্টেডিয়ামে। তবে নাইটের অতীত অভিজ্ঞতা বলছে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হলে দর্শক আরও বেশি হতো। কারণ ১০ বছর আগে বাংলাদেশে আয়োজিত মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন ইংলিশ এই নারী ক্রিকেটার।
বিশ্বকাপের মতো আসরে দর্শকসংখ্যা নিয়ে বেশি চিন্তার কারণও দেখেন না নাইট। ইংল্যান্ডের নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেছেন, ‘বাংলাদেশে দর্শক সংখ্যা আরও বেশি থাকত। সেখানে ২০১৪ বিশ্বকাপ খেলেছি। আমরা অনেক দর্শক দেখেছিলাম। বিশেষ করে সিলেটে। দর্শকদের উপস্থিতিতে খেলা আমাদের এক রকম অভ্যাসে পরিণত হয়েছে। এ ব্যাপারে আমরা কথা বলব। তবে এটা বিশ্বকাপ। ভাবার জন্য অত কিছু নাই।’
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরবে না। বাংলাদেশে অস্থির পরিস্থিতির কারণে ভারত, শ্রীলঙ্কা, আরব আমিরাত, জিম্বাবুয়েসহ অনেকের নামই আয়োজকের নাম হিসেবে শোনা যাচ্ছিল। যদিও ভারত তা নাকচ করে দিয়েছিল। এমনকি অস্ট্রেলিয়া নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক অ্যালিস হিলিও বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। পরে ভেন্যু বদলের সঙ্গে সঙ্গে আইসিসি সূচিতেও পরিবর্তন আনে।
আরও পড়ুন:
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১০ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১৩ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
১৪ ঘণ্টা আগে