Ajker Patrika

পূর্বাচল ‘শেখ হাসিনা স্টেডিয়ামে’র সাইট অফিস ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৯: ০৯
পূর্বাচল ‘শেখ হাসিনা স্টেডিয়ামে’র সাইট অফিস ভাঙচুর

পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। ‘দ্য বোট’ নামে পরিচিত স্টেডিয়ামের ভেতরে প্রকল্প অফিসের সাত থেকে আটটি রুম ভাঙচুর করা হয়।

নির্মাণাধীন স্টেডিয়ামে আজ সরেজমিনে দেখা যায়, প্রকল্প অফিসের জানালা-দরজার ভাঙা কাচ মেঝেতে পড়ে আছে। তবে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ সেখানে যাচ্ছেন। সে জন্য ভাঙা দরজা-জানালা মেরামতের কাজ চলছে। প্রকল্পের ভেন্যু সমন্বয়ক নাঈম হাসান বলেন, ‘৫ আগস্ট সরকারপতনের দিন স্থানীয় জনতা এ প্রকল্প অফিস ভাঙে। সরকারের এই স্টেডিয়াম নির্মাণের আগে অধিগ্রহণের জন্য স্থানীয় বাসিন্দাদের কাছে ভূমি দখলে নেয়। কিন্তু কাঙ্ক্ষিত মূল্য তাঁরা পাননি। এই ভেন্যুর প্রতি তাই ক্ষোভ ছিল তাঁদের। সেই ক্ষোভ থেকেই এ হামলা হতে পারে।’ 

ফারুকের সভাপতিত্বে বিসিবির পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড সভা হয়েছে ২৯ আগস্ট। সেই সভায় পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজের দরপত্র বাতিল করা হয়েছে। তবে সেখানে বিসিবির বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের জন্য একাধিক মাঠ প্রস্তুত করার লক্ষ্য নিয়ে আজ পূর্বাচলে যাচ্ছেন নতুন বিসিবি সভাপতি। সভাপতি হওয়ার পর এটিই হবে তাঁর প্রথম কোনো ভেন্যু পরিদর্শন। অদূর ভবিষ্যতে এখানে যেন বড়দের প্রিমিয়ার কিংবা জাতীয় লিগের মতো ম্যাচ আয়োজন করা যায়, তার জন্য ড্রেসিংরুম ও ছোট প্যাভিলিয়ন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে বোর্ড সভাপতির এই সফর বলে গতকাল জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস ম্যানেজার সৈয়দ আবদুল বাতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত