Ajker Patrika

জিম্বাবুয়ের বিপক্ষে হারের কাঁপাকাঁপি পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক    
দ্রুত ৬ উইকেট হারানো পাকিস্তানের যন্ত্রণা বাড়াল বৃষ্টি। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট
দ্রুত ৬ উইকেট হারানো পাকিস্তানের যন্ত্রণা বাড়াল বৃষ্টি। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

বুলাওয়েতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। তারপরও সিকান্দার রাজা (৩৯) ও টেলএন্ডার রিচার্ড এনগারাভার (৪৮) কার্যকরী দুটি ইনিংসের সৌজন্যে ২০৫ রান তোলে তারা।

২০৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে হাঁটু কাঁপাকাঁপি শুরু হয় পাকিস্তানের। ৫৮ রানেই ৬ উইকেট হারিয়েছে অতিথিরা। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহরা নেই এই সিরিজে। তাঁদের ছাড়া সবশেষ ওয়ানডে সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে তাদেরই মাঠে উড়িয়ে দেওয়া পাকিস্তান যেন খেই হারাল। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ১৯ রানে অপরাজিত আছেন।

রিজওয়ানের সঙ্গে রানের খাতা খোলার অপেক্ষায় আছেন আমির জামাল। দলের কঠিন পরিস্থিতির মধ্যে পাকিস্তানের যন্ত্রণা বাড়িয়ে দিল বৃষ্টি। সফরকারীদের স্কোর ২১ ওভার ৬ উইকেটে ৬০ রান হতেই শুরু হয়েছে বৃষ্টি। গ্রাউন্ডসম্যানরা ঢেকে দিয়েছেন উইকেট।

বুলাওয়ে স্টেডিয়ামে ফ্লাডলাইটের ব্যবস্থাও নেই। বৃষ্টি যদি থামেও আকাশ পরিষ্কার থাকাও জরুরি। যদি শেষ পর্যন্ত খেলা আর না হয়, তবে পাকিস্তানের জন্য অপেক্ষা করছে নিশ্চিত হার। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে এ অবস্থায় পাকিস্তানের স্কোর যদি ১৪১ হতো, তাহলে তারা জিতত। কিন্তু পাকিস্তানের স্কোর এর অর্ধেকও হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

উদ্দীপনের ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব মিহির কান্তির বিরুদ্ধে ৬ মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত