Ajker Patrika

হলুদ কচ্ছপের ভবিষ্যদ্বাণী, জিতবে লিভারপুল

আপডেট : ২৭ মে ২০২২, ১৪: ০৬
হলুদ কচ্ছপের ভবিষ্যদ্বাণী, জিতবে লিভারপুল

বড় টুর্নামেন্টের আগে পশু-প্রাণীদের দিয়ে ভবিষ্যদ্বাণী করাটা এখন রীতিমতো প্রথা হয়ে গেছে। যেমন ২০১০ সালে পল নামের অক্টোপাসটি নির্ভুল ভবিষ্যদ্বাণী করে পেয়েছিল রাতারাতি খ্যাতি।

পলের দেখানো পথে এরপর হাতি, বিড়ালকে দিয়ে ভবিষ্যদ্বাণী করানো হয়েছে। সেই পথে হেঁটেছে স্পেনের বেনালমাইদেনা অঞ্চলের ৩০ বছরের এক হলুদ কচ্ছপ। কচ্ছপটির রায়, আগামীকাল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ২০১৮ সালে হারের প্রতিশোধ নেবে লিভারপুল। 

১৫ বছর আগে ক্যায়ম্যান আইল্যান্ড থেকে মালাগার বেনালমাইদেনা সি লাইফ অ্যাকোরিয়ামে আনা হয়েছিল কচ্ছপটিকে। অ্যাকোরিয়ামের পরিচালক মারিয়া মোরোনদোর দাবি, ১০০ কেজি ওজনের কচ্ছপটি তাদের ‘জুরাসিক টানেল’ অ্যাকোরিয়ামের মূল আকর্ষণ। অধিকাংশ দর্শকই এই কচ্ছপের অ্যাকোরিয়ামের সামনে ভিড় করে। এর সম্পর্কে জানতে চায়।

ভবিষ্যদ্বাণী জানার জন্য কচ্ছপটির পুকুরে ব্রকলির পাতা রেখে দুই মিটার দূরত্বে দুটি পাত্র রাখা হয়। দুই পাত্রে থাকে দুই প্রতিপক্ষের নাম। কচ্ছপটি যেই পাত্রের দিকে যাবে, ধরে নিতে হবে সেই দলটাই জিতবে। এবার যেমন কচ্ছপটি গেছে বাম পাশে, যেখানে ছিল লিভারপুলের নাম। অর্থাৎ কচ্ছপের রায় গেছে লিভারপুলের দিকে। যদিও অ্যাকোরিয়ামের পরিচালক মারিয়া মোরোনদো চান মিথ্যা হোক কচ্ছপের ভবিষ্যদ্বাণী। চ্যাম্পিয়নস লিগ জিতুক স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত