Ajker Patrika

কোহলিদের লড়াইয়ের প্রশংসা করলেন ইনজামাম

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ভারত–পাকিস্তানের মাঝে বৈরিতা থাকলেও পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা বরাবরই ভারতীয় ক্রিকেটের গুণমুগ্ধ। এ তালিকায় ওপরের দিকেই আছেন দেশটির সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামাম–উল–হক। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দুর্দান্ত জয়ের পর বিরাট কোহলিদের প্রশংসায় ভাসাতে তাই সময় নিলেন না সাবেক এই পাকিস্তান অধিনায়ক। 

এ সময় ইনজামামের প্রশংসার কেন্দ্রে ছিলেন টেলএন্ডার হিসেবে খেলতে নেমে ৫৬ রানে অপরাজিত থাকা মোহাম্মদ শামি। জসপ্রীত বুমরার সঙ্গে শামির জুটিটিই গতকাল লর্ডস টেস্টে ভারতকে জয়ের ভিত গড়ে দেয়। ৯ম উইকেট জুটিতে এই দুজন যোগ করেন হার না মানা ৮৯ রান। এরপর ভারতের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২০ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। 

এমন পারফরম্যান্সের পর শামির প্রশংসা করে ইনজামাম বলেন, ‘আপনি যদি কোনো দলের শক্তি বুঝতে চান, তবে আপনাকে জানতে হবে দলটির টেলএন্ডারের ব্যাটিং শক্তি কেমন। তারা লড়াই করলে আপনি শক্তিটা বুঝতে পারবেন। ভারতের ওপরের ব্যাটসম্যানরা না পারলেও শামি ঠিকই ৫০ করতে পেরেছে। সে লড়াই করেছে এবং তার জুটিটাই ইংল্যান্ডকে হারানোর মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।’ 

এ সময় ইনজি আরও যোগ করে বলেন, ‘বোলাররা প্রথম টেস্টে খুব ভালো বোলিং করেছে। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের তারা যেভাবে চাপে রেখেছে তা দেখার মতো ছিল। তবে এই ম্যাচে তারা কোনো সুযোগ হাতছাড়া করেনি। যার দারুণ ফলও পেল তারা। নতুন যেসব খেলোয়াড় এসেছে তারা দারুণ করছে। ইতিবাচক ক্রিকেট খেলেছে। টেস্টে আপনি কখনো জিতবেন আবার কখনো হারবেন। কিন্তু আমাকে যেটা মুগ্ধ করে তা হলো আগ্রাসী মনোভাব। এটাই আসল বিষয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত