সিরিজের প্রথম দুই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করলেও তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডার্ক লুইস পদ্ধতিতে ১১৯ রানের জয়ে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল ভারত।
সেই সঙ্গে শিখর ধাওয়ানের নেতৃত্বে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছে টিম ইন্ডিয়ার তরুণ দল। ক্যারিবিয়ান দ্বীপে ওয়ানডেতে এটি ভারতের সর্বোচ্চ রানের জয়। দ্বিপক্ষীয় লড়াইয়ে উইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ টানা ১২তম সিরিজও জিতল ভারত। অন্যদিকে এ বছরের জুন থেকে জুলাই পর্যন্ত টানা ৯ ওয়ানডেতে হেরেছে ক্যারিবিয়ানরা।
দুই দলের লড়াইটা বেশ পুরোনো। ১৯৮৩ সালে উইন্ডিজকে হারিয়ে প্রথম ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। তারপর থেকে ক্রিকেট বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বী তারা। একই বছর উইন্ডিজের মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ শুরু করে ভারত। আর এবারই প্রথম তারা ক্যারিবিয়ান সফরে তিন ম্যাচের ওয়ানডেতে প্রথমবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেল।
সিরিজ বাঁচাতে হলে শেষ ম্যাচে জিততে হতো উইন্ডিজকে। কিন্তু এবার নিকোলাস পুরানের দল হেরেছে বাজেভাবে। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারতের ইনিংসের ২৪তম ওভারে বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচটি নামিয়ে আনা হয় ৪০ ওভারে। ৩৬ ওভারের সময় তাদের রান যখন ২২৫, তখন ফের বৃষ্টি নামে। এরপর আর ব্যাটিংয়ে নামতে পারেনি ভারত।
ডার্ক লুইস পদ্ধতিতে ৩৫ ওভারে উইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রান। সেই রান তাড়া করতে নেমে ২৬ ওভারে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় তারা। ব্রেন্ডন কিং ও পুরান ছাড়া স্বাগতিকদের আর কেউ বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেননি। দুজনের ব্যাট থেকে আসে সমান ৪২ রান। ২২ রান করেন উইকেটরক্ষক-ওপেনার শাই হোপ। ভারতের হয়ে ৪ উইকেট নেন যুজুবেন্দ্র চাহাল।
টিম ইন্ডিয়াকে বড় সংগ্রহ এনে দেন তিন টপ-অর্ডার ব্যাটার। তবে আশা জাগিয়েও বৃষ্টির কারণে সেঞ্চুরি করতে পারেননি শুবমান গিল। ৯৮ বলে ৯৮ রানে অপরাজিত থাকতে হয় ২২ বছর বয়সী ওপেনারকে। জয় পেলেও প্রথম সেঞ্চুরি হাতছাড়া হয়ে যাওয়ার তিক্ত-মধুর স্বাদ পেতে হলো গিলকে।
সিরিজের প্রথম দুই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করলেও তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডার্ক লুইস পদ্ধতিতে ১১৯ রানের জয়ে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল ভারত।
সেই সঙ্গে শিখর ধাওয়ানের নেতৃত্বে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছে টিম ইন্ডিয়ার তরুণ দল। ক্যারিবিয়ান দ্বীপে ওয়ানডেতে এটি ভারতের সর্বোচ্চ রানের জয়। দ্বিপক্ষীয় লড়াইয়ে উইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ টানা ১২তম সিরিজও জিতল ভারত। অন্যদিকে এ বছরের জুন থেকে জুলাই পর্যন্ত টানা ৯ ওয়ানডেতে হেরেছে ক্যারিবিয়ানরা।
দুই দলের লড়াইটা বেশ পুরোনো। ১৯৮৩ সালে উইন্ডিজকে হারিয়ে প্রথম ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। তারপর থেকে ক্রিকেট বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বী তারা। একই বছর উইন্ডিজের মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ শুরু করে ভারত। আর এবারই প্রথম তারা ক্যারিবিয়ান সফরে তিন ম্যাচের ওয়ানডেতে প্রথমবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেল।
সিরিজ বাঁচাতে হলে শেষ ম্যাচে জিততে হতো উইন্ডিজকে। কিন্তু এবার নিকোলাস পুরানের দল হেরেছে বাজেভাবে। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারতের ইনিংসের ২৪তম ওভারে বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচটি নামিয়ে আনা হয় ৪০ ওভারে। ৩৬ ওভারের সময় তাদের রান যখন ২২৫, তখন ফের বৃষ্টি নামে। এরপর আর ব্যাটিংয়ে নামতে পারেনি ভারত।
ডার্ক লুইস পদ্ধতিতে ৩৫ ওভারে উইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রান। সেই রান তাড়া করতে নেমে ২৬ ওভারে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় তারা। ব্রেন্ডন কিং ও পুরান ছাড়া স্বাগতিকদের আর কেউ বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেননি। দুজনের ব্যাট থেকে আসে সমান ৪২ রান। ২২ রান করেন উইকেটরক্ষক-ওপেনার শাই হোপ। ভারতের হয়ে ৪ উইকেট নেন যুজুবেন্দ্র চাহাল।
টিম ইন্ডিয়াকে বড় সংগ্রহ এনে দেন তিন টপ-অর্ডার ব্যাটার। তবে আশা জাগিয়েও বৃষ্টির কারণে সেঞ্চুরি করতে পারেননি শুবমান গিল। ৯৮ বলে ৯৮ রানে অপরাজিত থাকতে হয় ২২ বছর বয়সী ওপেনারকে। জয় পেলেও প্রথম সেঞ্চুরি হাতছাড়া হয়ে যাওয়ার তিক্ত-মধুর স্বাদ পেতে হলো গিলকে।
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
১ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগেবৃহস্পতিবার এমএলএস অল স্টার গেমে মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে ৩-১ গোলে জেতে এমএলএস অল স্টার। কিন্তু ম্যাচের আগে সেখান থেকে নিজেকে সরিয়ে নেন লিওনেল মেসি ও তাঁর ক্লাব সতীর্থ জর্দি আলবা। এ কারণে মেজর লিগ সকারে এক ম্যাচ নিষিদ্ধ হলেন দুই তারকা ফুটবলার।
৩ ঘণ্টা আগে