ক্রীড়া ডেস্ক
সিরিজের প্রথম দুই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করলেও তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডার্ক লুইস পদ্ধতিতে ১১৯ রানের জয়ে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল ভারত।
সেই সঙ্গে শিখর ধাওয়ানের নেতৃত্বে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছে টিম ইন্ডিয়ার তরুণ দল। ক্যারিবিয়ান দ্বীপে ওয়ানডেতে এটি ভারতের সর্বোচ্চ রানের জয়। দ্বিপক্ষীয় লড়াইয়ে উইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ টানা ১২তম সিরিজও জিতল ভারত। অন্যদিকে এ বছরের জুন থেকে জুলাই পর্যন্ত টানা ৯ ওয়ানডেতে হেরেছে ক্যারিবিয়ানরা।
দুই দলের লড়াইটা বেশ পুরোনো। ১৯৮৩ সালে উইন্ডিজকে হারিয়ে প্রথম ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। তারপর থেকে ক্রিকেট বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বী তারা। একই বছর উইন্ডিজের মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ শুরু করে ভারত। আর এবারই প্রথম তারা ক্যারিবিয়ান সফরে তিন ম্যাচের ওয়ানডেতে প্রথমবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেল।
সিরিজ বাঁচাতে হলে শেষ ম্যাচে জিততে হতো উইন্ডিজকে। কিন্তু এবার নিকোলাস পুরানের দল হেরেছে বাজেভাবে। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারতের ইনিংসের ২৪তম ওভারে বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচটি নামিয়ে আনা হয় ৪০ ওভারে। ৩৬ ওভারের সময় তাদের রান যখন ২২৫, তখন ফের বৃষ্টি নামে। এরপর আর ব্যাটিংয়ে নামতে পারেনি ভারত।
ডার্ক লুইস পদ্ধতিতে ৩৫ ওভারে উইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রান। সেই রান তাড়া করতে নেমে ২৬ ওভারে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় তারা। ব্রেন্ডন কিং ও পুরান ছাড়া স্বাগতিকদের আর কেউ বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেননি। দুজনের ব্যাট থেকে আসে সমান ৪২ রান। ২২ রান করেন উইকেটরক্ষক-ওপেনার শাই হোপ। ভারতের হয়ে ৪ উইকেট নেন যুজুবেন্দ্র চাহাল।
টিম ইন্ডিয়াকে বড় সংগ্রহ এনে দেন তিন টপ-অর্ডার ব্যাটার। তবে আশা জাগিয়েও বৃষ্টির কারণে সেঞ্চুরি করতে পারেননি শুবমান গিল। ৯৮ বলে ৯৮ রানে অপরাজিত থাকতে হয় ২২ বছর বয়সী ওপেনারকে। জয় পেলেও প্রথম সেঞ্চুরি হাতছাড়া হয়ে যাওয়ার তিক্ত-মধুর স্বাদ পেতে হলো গিলকে।
সিরিজের প্রথম দুই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করলেও তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডার্ক লুইস পদ্ধতিতে ১১৯ রানের জয়ে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল ভারত।
সেই সঙ্গে শিখর ধাওয়ানের নেতৃত্বে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছে টিম ইন্ডিয়ার তরুণ দল। ক্যারিবিয়ান দ্বীপে ওয়ানডেতে এটি ভারতের সর্বোচ্চ রানের জয়। দ্বিপক্ষীয় লড়াইয়ে উইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ টানা ১২তম সিরিজও জিতল ভারত। অন্যদিকে এ বছরের জুন থেকে জুলাই পর্যন্ত টানা ৯ ওয়ানডেতে হেরেছে ক্যারিবিয়ানরা।
দুই দলের লড়াইটা বেশ পুরোনো। ১৯৮৩ সালে উইন্ডিজকে হারিয়ে প্রথম ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। তারপর থেকে ক্রিকেট বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বী তারা। একই বছর উইন্ডিজের মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ শুরু করে ভারত। আর এবারই প্রথম তারা ক্যারিবিয়ান সফরে তিন ম্যাচের ওয়ানডেতে প্রথমবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেল।
সিরিজ বাঁচাতে হলে শেষ ম্যাচে জিততে হতো উইন্ডিজকে। কিন্তু এবার নিকোলাস পুরানের দল হেরেছে বাজেভাবে। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারতের ইনিংসের ২৪তম ওভারে বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচটি নামিয়ে আনা হয় ৪০ ওভারে। ৩৬ ওভারের সময় তাদের রান যখন ২২৫, তখন ফের বৃষ্টি নামে। এরপর আর ব্যাটিংয়ে নামতে পারেনি ভারত।
ডার্ক লুইস পদ্ধতিতে ৩৫ ওভারে উইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রান। সেই রান তাড়া করতে নেমে ২৬ ওভারে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় তারা। ব্রেন্ডন কিং ও পুরান ছাড়া স্বাগতিকদের আর কেউ বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেননি। দুজনের ব্যাট থেকে আসে সমান ৪২ রান। ২২ রান করেন উইকেটরক্ষক-ওপেনার শাই হোপ। ভারতের হয়ে ৪ উইকেট নেন যুজুবেন্দ্র চাহাল।
টিম ইন্ডিয়াকে বড় সংগ্রহ এনে দেন তিন টপ-অর্ডার ব্যাটার। তবে আশা জাগিয়েও বৃষ্টির কারণে সেঞ্চুরি করতে পারেননি শুবমান গিল। ৯৮ বলে ৯৮ রানে অপরাজিত থাকতে হয় ২২ বছর বয়সী ওপেনারকে। জয় পেলেও প্রথম সেঞ্চুরি হাতছাড়া হয়ে যাওয়ার তিক্ত-মধুর স্বাদ পেতে হলো গিলকে।
শেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
১ মিনিট আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৫ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৫ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৬ ঘণ্টা আগে