ক্রীড়া ডেস্ক
মাহেলা জয়বর্ধনে, তিলকারত্নে দিলশান শ্রীলঙ্কার জার্সিতে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন ২০১০ ও ২০১১ সালে। এরপর গত দেড় দশকে কত কিছুরই তো পরিবর্তন হয়েছে। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লঙ্কানদের সেঞ্চুরি সংখ্যা আটকে ছিল এই দুইয়ে। অবশেষে নেলসনে আজ লঙ্কানদের ফুরোল ১৪ বছরের অপেক্ষা।
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নেলসনে আজ মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। আগেই সিরিজ হেরে বসা লঙ্কানদের জন্য ম্যাচটি ছিল ধবলধোলাই এড়ানোর মিশন। সেই ম্যাচেই সেঞ্চুরি করলেন পেরেরা। তাঁর সেঞ্চুরিতে ‘হাই স্কোরিং থ্রিলারে’ ৭ রানের রুদ্ধশ্বাস জয় পায় লঙ্কানরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ পর্যন্ত নিউজিল্যান্ড জিতে নিল ২-১ ব্যবধানে।
টস জিতে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে শ্রীলঙ্কা। ৯.২ ওভারে ৩ উইকেটে ৮৩ রান করে লঙ্কানরা। এরপর চতুর্থ উইকেটে অধিনায়ক চারিথ আসালাঙ্কার সঙ্গে ৪৫ বলে ১০০ রানের জুটি গড়তে অবদান রাখেন পেরেরা। ১৭তম ওভারের পঞ্চম বলে আসালাঙ্কাকে ফিরিয়ে জুটি ভাঙেন গ্লেন ফিলিপস।
চতুর্থ উইকেটের বিধ্বংসী জুটি ভাঙার পর দ্রুতই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন পেরেরা। ১৮তম ওভারে জ্যাকব ডাফিকে পিটিয়ে লঙ্কানরা নেয় ২৩ রান। যার মধ্যে পেরেরার একার রানই ২২। সেই ওভারে তিন ছক্কা মারেন লঙ্কান এই বাঁহাতি ব্যাটার। তিন অঙ্ক পেরেরা ছুঁয়েছেন ওভারের শেষ বলে কাভারের ওপর দিয়ে ছক্কা মেরে। সেঞ্চুরি করতে তাঁর লেগেছে ৪৪ বল। শ্রীলঙ্কার তৃতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন পেরেরা। তাঁর ঝোড়ো সেঞ্চুরিতে লঙ্কানরা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে করে ২১৮ রান।
২১৯ রানের লক্ষ্যে নেমে তাণ্ডব চালাতে থাকে নিউজিল্যান্ড। ৪৫ বলে ৮১ রানের উদ্বোধনী জুটি গড়েন রাচীন রবীন্দ্র ও টিম রবিনসন। অষ্টম ওভারের দ্বিতীয় বলে রবিনসনকে ফিরিয়ে জুটি ভাঙেন বিনুরা ফার্নান্দো। লঙ্কানদের আক্রমণাত্মক বোলিংয়ে এরপর চোখে সর্ষেফুল দেখতে থাকে নিউজিল্যান্ড। ১৬.২ ওভারে ৭ উইকেটে ১৭০ রানে পরিণত হয় কিউইরা। এমন পরিস্থিতিতে শেষ ২২ বলে ৪৯ রানের সমীকরণ মেলাতে আপ্রাণ চেষ্টা করে স্বাগতিকেরা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২১১ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস। অষ্টম উইকেটে জাকারি ফুলকস ও স্যান্টনারের ২২ বলে ৪১ রানের অবিচ্ছেদ্য জুটিটা ব্যবধানটাই কমাতে পেরেছে।
নিউজিল্যান্ডের ইনিংস সর্বোচ্চ ৬৯ রান করেন রাচীন। ৩৯ বলের ইনিংসে ৫ চার ও ৪ ছক্কা মেরেছেন এই বাঁহাতি ব্যাটার। শ্রীলঙ্কার আসালাঙ্কা নিয়েছেন ৩ উইকেট। তবে বোলিংয়ে মুক্ত হস্তে রান বিলিয়েছেন। ৪ ওভারে দিয়েছেন ৫০ রান। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কুশল পেরেরা। ৪৬ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি।
নিউজিল্যান্ডের মাঠে সবশেষ টি-টোয়েন্টি শ্রীলঙ্কা জেতে ২০২৩ সালে। তবে ২ বছর আগে অকল্যান্ডে কিউইদের বিপক্ষে জয়টি লঙ্কানরা পায় সুপার ওভারে। মূল ম্যাচের হিসেব করলে এমনটা সবশেষ হয়েছে ২০০৬ সালে। ১৯ বছর আগে ওয়েলিংটনে টি-টোয়েন্টিতে কিউইদের ১৯ রানে হারিয়েছিল লঙ্কানরা।
মাহেলা জয়বর্ধনে, তিলকারত্নে দিলশান শ্রীলঙ্কার জার্সিতে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন ২০১০ ও ২০১১ সালে। এরপর গত দেড় দশকে কত কিছুরই তো পরিবর্তন হয়েছে। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লঙ্কানদের সেঞ্চুরি সংখ্যা আটকে ছিল এই দুইয়ে। অবশেষে নেলসনে আজ লঙ্কানদের ফুরোল ১৪ বছরের অপেক্ষা।
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নেলসনে আজ মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। আগেই সিরিজ হেরে বসা লঙ্কানদের জন্য ম্যাচটি ছিল ধবলধোলাই এড়ানোর মিশন। সেই ম্যাচেই সেঞ্চুরি করলেন পেরেরা। তাঁর সেঞ্চুরিতে ‘হাই স্কোরিং থ্রিলারে’ ৭ রানের রুদ্ধশ্বাস জয় পায় লঙ্কানরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ পর্যন্ত নিউজিল্যান্ড জিতে নিল ২-১ ব্যবধানে।
টস জিতে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে শ্রীলঙ্কা। ৯.২ ওভারে ৩ উইকেটে ৮৩ রান করে লঙ্কানরা। এরপর চতুর্থ উইকেটে অধিনায়ক চারিথ আসালাঙ্কার সঙ্গে ৪৫ বলে ১০০ রানের জুটি গড়তে অবদান রাখেন পেরেরা। ১৭তম ওভারের পঞ্চম বলে আসালাঙ্কাকে ফিরিয়ে জুটি ভাঙেন গ্লেন ফিলিপস।
চতুর্থ উইকেটের বিধ্বংসী জুটি ভাঙার পর দ্রুতই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন পেরেরা। ১৮তম ওভারে জ্যাকব ডাফিকে পিটিয়ে লঙ্কানরা নেয় ২৩ রান। যার মধ্যে পেরেরার একার রানই ২২। সেই ওভারে তিন ছক্কা মারেন লঙ্কান এই বাঁহাতি ব্যাটার। তিন অঙ্ক পেরেরা ছুঁয়েছেন ওভারের শেষ বলে কাভারের ওপর দিয়ে ছক্কা মেরে। সেঞ্চুরি করতে তাঁর লেগেছে ৪৪ বল। শ্রীলঙ্কার তৃতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন পেরেরা। তাঁর ঝোড়ো সেঞ্চুরিতে লঙ্কানরা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে করে ২১৮ রান।
২১৯ রানের লক্ষ্যে নেমে তাণ্ডব চালাতে থাকে নিউজিল্যান্ড। ৪৫ বলে ৮১ রানের উদ্বোধনী জুটি গড়েন রাচীন রবীন্দ্র ও টিম রবিনসন। অষ্টম ওভারের দ্বিতীয় বলে রবিনসনকে ফিরিয়ে জুটি ভাঙেন বিনুরা ফার্নান্দো। লঙ্কানদের আক্রমণাত্মক বোলিংয়ে এরপর চোখে সর্ষেফুল দেখতে থাকে নিউজিল্যান্ড। ১৬.২ ওভারে ৭ উইকেটে ১৭০ রানে পরিণত হয় কিউইরা। এমন পরিস্থিতিতে শেষ ২২ বলে ৪৯ রানের সমীকরণ মেলাতে আপ্রাণ চেষ্টা করে স্বাগতিকেরা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২১১ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস। অষ্টম উইকেটে জাকারি ফুলকস ও স্যান্টনারের ২২ বলে ৪১ রানের অবিচ্ছেদ্য জুটিটা ব্যবধানটাই কমাতে পেরেছে।
নিউজিল্যান্ডের ইনিংস সর্বোচ্চ ৬৯ রান করেন রাচীন। ৩৯ বলের ইনিংসে ৫ চার ও ৪ ছক্কা মেরেছেন এই বাঁহাতি ব্যাটার। শ্রীলঙ্কার আসালাঙ্কা নিয়েছেন ৩ উইকেট। তবে বোলিংয়ে মুক্ত হস্তে রান বিলিয়েছেন। ৪ ওভারে দিয়েছেন ৫০ রান। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কুশল পেরেরা। ৪৬ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি।
নিউজিল্যান্ডের মাঠে সবশেষ টি-টোয়েন্টি শ্রীলঙ্কা জেতে ২০২৩ সালে। তবে ২ বছর আগে অকল্যান্ডে কিউইদের বিপক্ষে জয়টি লঙ্কানরা পায় সুপার ওভারে। মূল ম্যাচের হিসেব করলে এমনটা সবশেষ হয়েছে ২০০৬ সালে। ১৯ বছর আগে ওয়েলিংটনে টি-টোয়েন্টিতে কিউইদের ১৯ রানে হারিয়েছিল লঙ্কানরা।
স্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
২ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ভারত-পাকিস্তান ম্যাচটা আন্তর্জাতিক ক্রিকেটের না হলেও ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল বেশি। কারণ, দুই চিরপ্রতিদ্বন্দ্বী যখন কালেভদ্রে মুখোমুখি হয়, তখন তাদের ম্যাচ মানেই ভিন্ন আবহ। কিন্তু এবার শেষ মুহূর্তে পানি ঢেলে দিয়েছে ভারত চ্যাম্পিয়নস।
২ ঘণ্টা আগেবিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন।
৩ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের পর বাংলাদেশ দল এখন ফুরফুরে মেজাজে। লিটন দাস, পারভেজ হোসেন ইমনরা সিরিজ জয় থেকে কেবল এক ম্যাচ দূরে। ঠিক তার বিপরীত অবস্থা এখন পাকিস্তান দলের। বাংলাদেশের কাছে হারের পর কঠোর সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানিরা।
৪ ঘণ্টা আগে