Ajker Patrika

বাংলাদেশকে খোঁচা দেওয়া বাসিতের মন্তব্য এখন পাকিস্তানের ক্ষেত্রে খাটছে

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ০৯
বাংলাদেশকে খোঁচা দেওয়া বাসিতের মন্তব্য এখন পাকিস্তানের ক্ষেত্রে খাটছে

বৃষ্টিবাধায় রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে একটু আগেভাগেই খেলা শেষ হয়েছে। দিনের খেলা আগেভাগে শেষ হওয়ার পরও যে অবস্থানে বাংলাদেশ আছে, কাল শেষ দিনে খেলা ঠিকঠাক হলে পাকিস্তানের বিপক্ষে আরেকটি টেস্ট জয় কঠিন হওয়ার কথা নয়। বাংলাদেশের আর লাগে ১৪৩ রান, হাতে ১০ উইকেট। দুই ওপেনার জাকির হাসান অপরাজিত ৩১ ও সাদমান ইসলাম উইকেটে আছেন ৯ রানে। 

বৃষ্টির আভাস পেয়েই জাকির আজ মেরে খেলছিলেন, যেন খেলা থেমে যাওয়ার আগে কাজ অনেকটা এগিয়ে রাখা যায়। ক্রিকেটীয় যুক্তি বলবে, এই লক্ষ্য পেরিয়ে যাওয়াই উচিত বাংলাদেশের। আর সেটি হলেই প্রথমবারের মতো পাকিস্তানকে ধবলধোলাই করার সুযোগ পাবে বাংলাদেশ। কিন্তু শেষ দিনের খেলা ঠিকঠাক হবে কি না সেটি নিয়েই যত অনিশ্চয়তা। এই মুহূর্তে রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টির পূর্বাভাস আছে কালও। আগামীকাল সকালে বর্জ্রপাতসহ বৃষ্টি হতে পারে। অথবা অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন ও হালকা শীতল পরিবেশ থাকবে।

এমনটা হলে খুশিই হওয়ার কথা পাকিস্তানিদের! বৃষ্টিবাধায় শেষ দিন ভেসে গেলে অন্তত এই টেস্ট ম্যাচটা হারতে হচ্ছে না। ম্যাচ যদি ড্রও হয়, সিরিজ হার থেকে পাকিস্তানের বাঁচার সুযোগ নেই। বাংলাদেশ এরই মধ্যে সিরিজটা ১-০ ব্যবধানে এগিয়ে। 

অথচ এই সিরিজের আগে খুবই তাচ্ছিল্যের সুরে পিসিবির সাবেক নির্বাচক বাসিত আলী তাঁর ইউটিউব চ্যানেলে বলেছিলেন, ‘শুধু বৃষ্টিই বাঁচাতে পারে বাংলাদেশকে। নাহলে কোনো তুলনাই হয় না। হোম কন্ডিশনে পাকিস্তানের বড় সুবিধা। পাকিস্তান বাংলাদেশকেই বাংলাদেশে টেস্টে হারিয়ে এসেছে।’ 

এখন যে দৃশ্য দাঁড়িয়েছে রাওয়ালপিন্ডিতে, তাতে বৃষ্টি যেন বাংলাদেশকে নয়, বাঁচাতে পারে শুধুই পাকিস্তানকে! আর তাঁর কথা নিয়েই এখন ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অবশ্য যদি ‘ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা’ ধরেও কাল বাংলাদেশ চমকে দিয়ে হেরেও যায়, তবু এই সিরিজটা দল ও ব্যক্তিগত পারফরম্যান্সে বিশেষ স্মরণীয় হয়ে থাকবে শান্তদের কাছে—সিরিজটা অন্তত হারতে হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত