Ajker Patrika

৩০ ঘণ্টা ভ্রমণ ঝক্কির পরই শান্তদের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৬: ১০
৩০ ঘণ্টা ভ্রমণ ঝক্কির পরই শান্তদের ম্যাচ

প্রায় ৩০ ঘণ্টার ভ্রমণ ঝক্কির পর গতকাল নিউজিল্যান্ড সময় দুপুর ১টায় ক্রাইস্টচার্চে পৌঁছানোর কথা জানিয়েছেন বাংলাদেশ দলের প্রথম ভাগে যাওয়া এক ক্রিকেটার। ভ্রমণক্লান্তিও বোঝা গেছে তাঁর কথায়।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহকারী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ সাত কোচিং স্টাফ দ্বিতীয় ভাগে গতকাল রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

দ্বিতীয় ভাগের ক্রিকেটাররাও স্থানীয় সময় কাল দুপুরে পৌঁছানোর কথা ক্রাইস্টচার্চে। লিংকনে পরশু নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র ওয়ানডে প্রস্তুতি ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচ। পুরো এক দিনও বিশ্রাম নেওয়ার সময় নেই। বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের একাদশ করা তাই একটু চ্যালেঞ্জিং। তাঁরা না খেললে সেখানে প্রস্তুতি ম্যাচে ধার করে খেলোয়াড় নিতে হবে বাংলাদেশ দলকে। তবে এমনটি না হওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিসিবির এক সূত্র। প্রথমভাগে সেখানে পৌঁছেছেন সব মিলিয়ে ৯ ক্রিকেটার।

নিউজিল্যান্ডে যাবেন বাংলাদেশের আরও একভাগ ক্রিকেটার। বিসিএলের দ্বিতীয় রাউন্ডের পর টি-টোয়েন্টি দলের রনি তালুকদার, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান যাবেন তৃতীয় ভাগে। তাঁদের সঙ্গে থাকছেন শামীম হোসেনও।

বাংলাদেশের যেখানে প্রস্তুতি ম্যাচের একাদশ গঠন নিয়েই দুশ্চিন্তা, সেখানে নির্ভার নিউজিল্যান্ড একাদশ। নিউজিল্যান্ড একাদশ আজ তাদের ১২ সদস্যের নাম প্রকাশ করেছে। নিউজিল্যান্ড একাদশকে নেতৃত্ব দেবেন ভরত পপলি। তিনি খেলেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে। তিন জন করে খেলোয়াড় আছেন নর্দার্ন ডিসট্রিকটস, ওটাগো ও অকল্যান্ডের। দুই খেলোয়াড় ওয়েলিংটনের এবং এক ক্রিকেটার সেন্ট্রাল ডিসট্রিকটসের। 

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড একাদশের দল: 
ভরত পপলি (নর্দার্ন ডিস্ট্রিকটস) 
জ্যাকব ভুলা (ওয়েলিংটন) 
জ্যাকব কামিং (ওটাগো) 
জো ফিল্ড (সেন্ট্রাল ডিস্ট্রিকটস) 
জেমস হার্টশর্ন (ওয়েলিংটন) 
জ্যারড ম্যাকে (ওটাগো) 
সন্দীপ প্যাটেল (নর্দার্ন ডিস্ট্রিকটস) 
নিকিথ পেরেরা (অকল্যান্ড) 
বেন পোমারে (নর্দার্ন ডিস্ট্রিকটস) 
সম্রাট সিং (অকল্যান্ড) 
কুইন সুন্দে (অকল্যান্ড) 
জামাল টড (ওটাগো)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত