নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রায় ৩০ ঘণ্টার ভ্রমণ ঝক্কির পর গতকাল নিউজিল্যান্ড সময় দুপুর ১টায় ক্রাইস্টচার্চে পৌঁছানোর কথা জানিয়েছেন বাংলাদেশ দলের প্রথম ভাগে যাওয়া এক ক্রিকেটার। ভ্রমণক্লান্তিও বোঝা গেছে তাঁর কথায়।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহকারী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ সাত কোচিং স্টাফ দ্বিতীয় ভাগে গতকাল রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
দ্বিতীয় ভাগের ক্রিকেটাররাও স্থানীয় সময় কাল দুপুরে পৌঁছানোর কথা ক্রাইস্টচার্চে। লিংকনে পরশু নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র ওয়ানডে প্রস্তুতি ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচ। পুরো এক দিনও বিশ্রাম নেওয়ার সময় নেই। বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের একাদশ করা তাই একটু চ্যালেঞ্জিং। তাঁরা না খেললে সেখানে প্রস্তুতি ম্যাচে ধার করে খেলোয়াড় নিতে হবে বাংলাদেশ দলকে। তবে এমনটি না হওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিসিবির এক সূত্র। প্রথমভাগে সেখানে পৌঁছেছেন সব মিলিয়ে ৯ ক্রিকেটার।
নিউজিল্যান্ডে যাবেন বাংলাদেশের আরও একভাগ ক্রিকেটার। বিসিএলের দ্বিতীয় রাউন্ডের পর টি-টোয়েন্টি দলের রনি তালুকদার, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান যাবেন তৃতীয় ভাগে। তাঁদের সঙ্গে থাকছেন শামীম হোসেনও।
বাংলাদেশের যেখানে প্রস্তুতি ম্যাচের একাদশ গঠন নিয়েই দুশ্চিন্তা, সেখানে নির্ভার নিউজিল্যান্ড একাদশ। নিউজিল্যান্ড একাদশ আজ তাদের ১২ সদস্যের নাম প্রকাশ করেছে। নিউজিল্যান্ড একাদশকে নেতৃত্ব দেবেন ভরত পপলি। তিনি খেলেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে। তিন জন করে খেলোয়াড় আছেন নর্দার্ন ডিসট্রিকটস, ওটাগো ও অকল্যান্ডের। দুই খেলোয়াড় ওয়েলিংটনের এবং এক ক্রিকেটার সেন্ট্রাল ডিসট্রিকটসের।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড একাদশের দল:
ভরত পপলি (নর্দার্ন ডিস্ট্রিকটস)
জ্যাকব ভুলা (ওয়েলিংটন)
জ্যাকব কামিং (ওটাগো)
জো ফিল্ড (সেন্ট্রাল ডিস্ট্রিকটস)
জেমস হার্টশর্ন (ওয়েলিংটন)
জ্যারড ম্যাকে (ওটাগো)
সন্দীপ প্যাটেল (নর্দার্ন ডিস্ট্রিকটস)
নিকিথ পেরেরা (অকল্যান্ড)
বেন পোমারে (নর্দার্ন ডিস্ট্রিকটস)
সম্রাট সিং (অকল্যান্ড)
কুইন সুন্দে (অকল্যান্ড)
জামাল টড (ওটাগো)
প্রায় ৩০ ঘণ্টার ভ্রমণ ঝক্কির পর গতকাল নিউজিল্যান্ড সময় দুপুর ১টায় ক্রাইস্টচার্চে পৌঁছানোর কথা জানিয়েছেন বাংলাদেশ দলের প্রথম ভাগে যাওয়া এক ক্রিকেটার। ভ্রমণক্লান্তিও বোঝা গেছে তাঁর কথায়।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহকারী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ সাত কোচিং স্টাফ দ্বিতীয় ভাগে গতকাল রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
দ্বিতীয় ভাগের ক্রিকেটাররাও স্থানীয় সময় কাল দুপুরে পৌঁছানোর কথা ক্রাইস্টচার্চে। লিংকনে পরশু নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র ওয়ানডে প্রস্তুতি ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচ। পুরো এক দিনও বিশ্রাম নেওয়ার সময় নেই। বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের একাদশ করা তাই একটু চ্যালেঞ্জিং। তাঁরা না খেললে সেখানে প্রস্তুতি ম্যাচে ধার করে খেলোয়াড় নিতে হবে বাংলাদেশ দলকে। তবে এমনটি না হওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিসিবির এক সূত্র। প্রথমভাগে সেখানে পৌঁছেছেন সব মিলিয়ে ৯ ক্রিকেটার।
নিউজিল্যান্ডে যাবেন বাংলাদেশের আরও একভাগ ক্রিকেটার। বিসিএলের দ্বিতীয় রাউন্ডের পর টি-টোয়েন্টি দলের রনি তালুকদার, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান যাবেন তৃতীয় ভাগে। তাঁদের সঙ্গে থাকছেন শামীম হোসেনও।
বাংলাদেশের যেখানে প্রস্তুতি ম্যাচের একাদশ গঠন নিয়েই দুশ্চিন্তা, সেখানে নির্ভার নিউজিল্যান্ড একাদশ। নিউজিল্যান্ড একাদশ আজ তাদের ১২ সদস্যের নাম প্রকাশ করেছে। নিউজিল্যান্ড একাদশকে নেতৃত্ব দেবেন ভরত পপলি। তিনি খেলেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে। তিন জন করে খেলোয়াড় আছেন নর্দার্ন ডিসট্রিকটস, ওটাগো ও অকল্যান্ডের। দুই খেলোয়াড় ওয়েলিংটনের এবং এক ক্রিকেটার সেন্ট্রাল ডিসট্রিকটসের।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড একাদশের দল:
ভরত পপলি (নর্দার্ন ডিস্ট্রিকটস)
জ্যাকব ভুলা (ওয়েলিংটন)
জ্যাকব কামিং (ওটাগো)
জো ফিল্ড (সেন্ট্রাল ডিস্ট্রিকটস)
জেমস হার্টশর্ন (ওয়েলিংটন)
জ্যারড ম্যাকে (ওটাগো)
সন্দীপ প্যাটেল (নর্দার্ন ডিস্ট্রিকটস)
নিকিথ পেরেরা (অকল্যান্ড)
বেন পোমারে (নর্দার্ন ডিস্ট্রিকটস)
সম্রাট সিং (অকল্যান্ড)
কুইন সুন্দে (অকল্যান্ড)
জামাল টড (ওটাগো)
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৮ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
৯ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
১২ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১৫ ঘণ্টা আগে