নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক ক্রিকেটে একেবারে নতুন নাহিদ রানা। হাসান মাহমুদ অবশ্য বেশ কিছু সীমিত ওভারের ম্যাচ খেলেছেন। তবে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট ছিল দুজনের জন্যই সাদা পোশাকে দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশকে সেই টেস্ট জেতাতে দুই পেসারই রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। আর সেটি সম্ভব হয়েছে পারস্পরিক সহযোগিতায়।
মাত্র দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা নাহিদকে অভিজ্ঞতা দিয়ে বেশ সাহায্য করেছেন দলের অন্য দুই পেসার শরীফুল ইসলাম ও হাসান। আজ বিসিবির ভিডিও বার্তায় সেই অভিজ্ঞতা তুলে ধরলেন তিনি, ‘ভাইয়ের (হাসান) সঙ্গে বোলিং করে অনেক ভালো লেগেছে। যখন আমি বোলিং করি, শুরুর দিকে একটু ব্যাকফুটে ছিলাম। ভাইয়া ও শরীফুল ভাই দুজনে মিলে বুঝিয়েছে, লাইন-লেন্থ ঠিক করে বোলিং করতে। আমি যখন এক স্পেলের পর আরেক স্পেলে বোলিংয়ে আসছি, দুজনে বুদ্ধি দিয়েছে। এটা-ওটা করলে কী হয় এসব বলে অনেক সাহায্য করেছে।’
সতীর্থ পেসারকে নিয়ে আশাবাদী হাসানও। সেই ভিডিও বার্তায় তিনিও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের চাপটাই ভিন্ন। সে হিসেবে ও (নাহিদ) খুব তাড়াতাড়ি খাপ খাইয়ে নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে। যত তাড়াতাড়ি ও খাপ খাইয়ে নিতে পারবে, ওর জন্য ভালো। আমরা চেষ্টা করছি, ওকে যত গোছানো যায় ম্যাচের মধ্যে। ওকে সাহস দেওয়া, অনুপ্রাণিত করা, সবকিছু মিলিয়ে ও যাতে ম্যাচে ভালো করতে পারে এটাই চেষ্টা করি।’
বাংলাদেশি পেসাররা রাওয়ালপিন্ডি টেস্টে উইকেট নিয়েছে ৭টি। অনুশীলনে ভালো করার প্রভাবটাই ম্যাচে রাখতে পেরেছেন মনে করেন হাসান, ‘আমরা পেসাররা সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করেছি অনুশীলনে, এর প্রভাবটাই আসলে ম্যাচে পড়েছে। দেখা গেছে, দুই পাশ থেকে আমি শরীফুল বোলিং করছি, পরে রানা আসল। ও আমাদেরকেও সাহায্য করেছে। দলের জন্য তার অনেক অবদান ছিল।’
আন্তর্জাতিক ক্রিকেটে একেবারে নতুন নাহিদ রানা। হাসান মাহমুদ অবশ্য বেশ কিছু সীমিত ওভারের ম্যাচ খেলেছেন। তবে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট ছিল দুজনের জন্যই সাদা পোশাকে দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশকে সেই টেস্ট জেতাতে দুই পেসারই রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। আর সেটি সম্ভব হয়েছে পারস্পরিক সহযোগিতায়।
মাত্র দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা নাহিদকে অভিজ্ঞতা দিয়ে বেশ সাহায্য করেছেন দলের অন্য দুই পেসার শরীফুল ইসলাম ও হাসান। আজ বিসিবির ভিডিও বার্তায় সেই অভিজ্ঞতা তুলে ধরলেন তিনি, ‘ভাইয়ের (হাসান) সঙ্গে বোলিং করে অনেক ভালো লেগেছে। যখন আমি বোলিং করি, শুরুর দিকে একটু ব্যাকফুটে ছিলাম। ভাইয়া ও শরীফুল ভাই দুজনে মিলে বুঝিয়েছে, লাইন-লেন্থ ঠিক করে বোলিং করতে। আমি যখন এক স্পেলের পর আরেক স্পেলে বোলিংয়ে আসছি, দুজনে বুদ্ধি দিয়েছে। এটা-ওটা করলে কী হয় এসব বলে অনেক সাহায্য করেছে।’
সতীর্থ পেসারকে নিয়ে আশাবাদী হাসানও। সেই ভিডিও বার্তায় তিনিও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের চাপটাই ভিন্ন। সে হিসেবে ও (নাহিদ) খুব তাড়াতাড়ি খাপ খাইয়ে নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে। যত তাড়াতাড়ি ও খাপ খাইয়ে নিতে পারবে, ওর জন্য ভালো। আমরা চেষ্টা করছি, ওকে যত গোছানো যায় ম্যাচের মধ্যে। ওকে সাহস দেওয়া, অনুপ্রাণিত করা, সবকিছু মিলিয়ে ও যাতে ম্যাচে ভালো করতে পারে এটাই চেষ্টা করি।’
বাংলাদেশি পেসাররা রাওয়ালপিন্ডি টেস্টে উইকেট নিয়েছে ৭টি। অনুশীলনে ভালো করার প্রভাবটাই ম্যাচে রাখতে পেরেছেন মনে করেন হাসান, ‘আমরা পেসাররা সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করেছি অনুশীলনে, এর প্রভাবটাই আসলে ম্যাচে পড়েছে। দেখা গেছে, দুই পাশ থেকে আমি শরীফুল বোলিং করছি, পরে রানা আসল। ও আমাদেরকেও সাহায্য করেছে। দলের জন্য তার অনেক অবদান ছিল।’
নারী কাবাডি বিশ্বকাপের জন্য আজ দুপুর দেড়টায় সংবাদ সম্মেলেনে দল ঘোষণা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কিন্তু বিকেল তিনটার পর শুনল বিশ্বকাপ স্থগিতের খবর। এনিয়ে দ্বিতীয়বার পেছাল বিশ্বকাপের সূচি।
২০ মিনিট আগেফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
৩৯ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
২ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগে