Ajker Patrika

স্ত্রী চেয়েছেন ৪ উইকেট, শামসি নিয়েছেন ৫টি

আপডেট : ০১ আগস্ট ২০২২, ২২: ৪৪
স্ত্রী চেয়েছেন ৪ উইকেট, শামসি নিয়েছেন ৫টি

ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে বড় অবদান রেখেছেন রেখেছেন তাবারেজ শামসি। তাঁর  উইকেটের স্পিন জাদুতে ৯০ রানের বিশাল ব্যবধানে হারে ইংলিশরা।

এমন পারফরম্যান্সের আগে শামসির স্ত্রী খাদিজা শরিফের চাওয়া ছিল ৪ উইকেট। কিন্তু সীমিত সংস্করণের ম্যাচটিতে স্ত্রীর চাওয়াকেও ছাড়িয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার এই স্পিনার। 

প্রথমবারের মতো টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫ উইকেট পেয়েছেন শামসি। সাধারণত ২০ ওভারের ম্যাচে ৫ উইকেট পাওয়া খুবই কঠিন। ম্যাচে সেই কঠিন কাজটিই করলেন স্ত্রীর চাওয়াতে। উইকেট নেওয়ার সময় তাঁর উদ্‌যাপনে ছিল বাড়তি আবেগ। ম্যাচ শেষে উচ্ছ্বাসের ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘ম্যাচের আগে যখন আমার স্ত্রী ৪ উইকেটের কথা বলছিল, তখন ওর দিকে অবাক দৃষ্টিতে চেয়েছিলাম। মনে হচ্ছিল যেন সুপার মার্কেটে উইকেট কেনা যায়। তাই উদ্‌যাপনে একটু বেশি উচ্ছ্বসিত ছিলাম।’ 

প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ৫ উইকেট পেয়েছে তাবারেজ শামসিইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে রেকর্ডও গড়েছেন শামসি। টি-টোয়েন্টিতে তিনি এখন দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারি। চায়নাম্যানের বর্তমান উইকেট  ৬৬টি। তিনি কাল ডেল স্টেইনকে ছাড়িয়ে গেছেন। সাবেক তারকা ফাস্ট বোলারের উইকেট ৬৪টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত