Ajker Patrika

হার কিংবা জিত স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা উড়ুক, মাশরাফির আহ্বান

আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১১: ০৪
হার কিংবা জিত স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা উড়ুক, মাশরাফির আহ্বান

২০২০ সালের ১১ মার্চ  সর্বশেষ মিরপুর  শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি ছিল। এরপর ৬১৭ দিন পর বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও দর্শক ফিরেছে মিরপুরে। কিন্তু এই দর্শকের মধ্যে কিছু বাংলাদেশি  দর্শক কাল প্রথম টি-টোয়েন্টিতে গ্যালারিতে পাকিস্তানের পতাকা উড়িয়েছে। অনেকের মতো বিষয়টি কোনোভাবেই মানতে পারেননি মাশরাফি বিন মর্তুজাও।

প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৪ উইকেটে হারার পর সামনে এসেছে বাংলাদেশিদের পাকিস্তান সমর্থক বনে যাওয়ার বিষয়টি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সরব অনেকেই । চুপ থাকতে পারেননি মাশরাফিও। সাবেক বাংলাদেশ অধিনায়ক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘খেলার সঙ্গে কোনো কিছু মেলানো যায় না এটা ঠিক। কিন্তু খেলাটা আমাদের দেশে আর খেলছে আমাদের দেশ। সেখানে অন্য যে দেশই খেলুক না কেন, তাদের পতাকা তাদের দেশের মানুষ ছাড়া আমাদের দেশের মানুষ ওড়াবে, এটা দেখে সত্যি কষ্ট লাগে। যে যাই বলুক ভাই, দেশটা কিন্তু আপনার।’

বাংলাদেশি দর্শকদের এমন কাণ্ডে মাশরাফির হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ম্যাচ হারের চেয়ে বরং এ বিষয়টি তাকে বেশি মর্মাহত করেছে। হার কিংবা জিত—সব সময় তাই বাংলাদেশি সমর্থকদের পাশে চেয়ে মাশরাফির আহ্বান, ‘আজ হয়নি তো  কাল হবে। নয়তো পরশু হবে। আপনারা পাশে না থাকলে আর হবেই না । হারি বা জিতি, স্টেডিয়ামে আমাদের দেশের পতাকা উড়ুক।  চিৎকার হোক শুধু বাংলাদেশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত