ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দেশে পা রাখামাত্রই ভারতীয় ক্রিকেট দলকে কীভাবে আপ্যায়ন করা হয়, সেটা অতীতে অনেকবার দেখা গেছে। তারকা ক্রিকেটারদের একনজর দেখতে বিমানবন্দরে প্রবাসী ভারতীয়দের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের ভিড় দেখা যায়। তবে এবার ইংল্যান্ড সফরের শুরুতে যা হলো, সেটা চমকে দেওয়ার মতো।
শুবমান গিলের নেতৃত্বে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে লন্ডনে গতকাল পা রেখেছে ভারতীয় ক্রিকেট দল। লন্ডন বিমানবন্দরে নামামাত্রই নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, প্রধান কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক গিল, সহ-অধিনায়ক ঋষভ পন্তসহ ক্রিকেটাররা হাসিমুখে একে অপরের সঙ্গে গল্প করছেন। কিন্তু ভারতীয় একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, কোনো গণমাধ্যমকর্মী বা ভক্ত-সমর্থক দেখা যায়নি। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে কোনো এক সাংবাদিককে বলতে শোনা যায়, ‘আমি তেমন কোনো আমেজ দেখলাম না। ন্যূনতম একজন ভক্ত কিংবা কোনো গণমাধ্যমকর্মীকে দেখলাম না।’
ভারত সবশেষ বিদেশে টেস্ট খেলেছে ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে। সেই সিরিজে দেখা গেছে, বিমানবন্দর থেকে অনুশীলন পর্যন্ত কোহলি-রোহিতদের সঙ্গে ভক্ত-সমর্থক ও গণমাধ্যমকর্মী থাকতেন। অ্যাডিলেডে গত বছরের নভেম্বরে কোহলির সঙ্গে এমনটা ঘটেছে। তবে এবারের ইংল্যান্ড সফরে ভারতকে আসতে হয়েছে কোহলি-রোহিতদের মতো তারকাদের ছাড়াই। মে মাসে এক সপ্তাহের ব্যবধানে টেস্টকে বিদায় জানিয়েছেন কোহলি ও রোহিত। দুজনেই সামাজিক মাধ্যমে ক্রিকেটের রাজকীয় সংস্করণ থেকে অবসর নিয়েছেন। ভারতীয় দুই তারকা ক্রিকেটার না আসাতেই হয়তো বিমানবন্দরে ভক্ত-সমর্থক, গণমাধ্যমকর্মীরা আসেননি।
২০ জুন শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্টের ভেন্যু এজবাস্টন, লর্ডস, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ও লন্ডনের দ্য ওভাল। শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই।
রোহিত-কোহলি সবশেষ বোর্ডার গাভাস্কার সিরিজেই টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন। টেস্ট থেকে রোহিত অবসর নেওয়ায় অধিনায়কের শূন্যস্থান গিল পূরণ করেছেন। গিলের নেতৃত্বাধীন ইংল্যান্ড সিরিজের দলে সাই সুদর্শন, নীতিশ কুমার রেড্ডির মতো তরুণেরা আছেন। এই সিরিজ দিয়ে ৮ বছর পর টেস্টে ফিরেছেন করুণ নায়ার।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দেশে পা রাখামাত্রই ভারতীয় ক্রিকেট দলকে কীভাবে আপ্যায়ন করা হয়, সেটা অতীতে অনেকবার দেখা গেছে। তারকা ক্রিকেটারদের একনজর দেখতে বিমানবন্দরে প্রবাসী ভারতীয়দের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের ভিড় দেখা যায়। তবে এবার ইংল্যান্ড সফরের শুরুতে যা হলো, সেটা চমকে দেওয়ার মতো।
শুবমান গিলের নেতৃত্বে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে লন্ডনে গতকাল পা রেখেছে ভারতীয় ক্রিকেট দল। লন্ডন বিমানবন্দরে নামামাত্রই নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, প্রধান কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক গিল, সহ-অধিনায়ক ঋষভ পন্তসহ ক্রিকেটাররা হাসিমুখে একে অপরের সঙ্গে গল্প করছেন। কিন্তু ভারতীয় একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, কোনো গণমাধ্যমকর্মী বা ভক্ত-সমর্থক দেখা যায়নি। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে কোনো এক সাংবাদিককে বলতে শোনা যায়, ‘আমি তেমন কোনো আমেজ দেখলাম না। ন্যূনতম একজন ভক্ত কিংবা কোনো গণমাধ্যমকর্মীকে দেখলাম না।’
ভারত সবশেষ বিদেশে টেস্ট খেলেছে ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে। সেই সিরিজে দেখা গেছে, বিমানবন্দর থেকে অনুশীলন পর্যন্ত কোহলি-রোহিতদের সঙ্গে ভক্ত-সমর্থক ও গণমাধ্যমকর্মী থাকতেন। অ্যাডিলেডে গত বছরের নভেম্বরে কোহলির সঙ্গে এমনটা ঘটেছে। তবে এবারের ইংল্যান্ড সফরে ভারতকে আসতে হয়েছে কোহলি-রোহিতদের মতো তারকাদের ছাড়াই। মে মাসে এক সপ্তাহের ব্যবধানে টেস্টকে বিদায় জানিয়েছেন কোহলি ও রোহিত। দুজনেই সামাজিক মাধ্যমে ক্রিকেটের রাজকীয় সংস্করণ থেকে অবসর নিয়েছেন। ভারতীয় দুই তারকা ক্রিকেটার না আসাতেই হয়তো বিমানবন্দরে ভক্ত-সমর্থক, গণমাধ্যমকর্মীরা আসেননি।
২০ জুন শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্টের ভেন্যু এজবাস্টন, লর্ডস, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ও লন্ডনের দ্য ওভাল। শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই।
রোহিত-কোহলি সবশেষ বোর্ডার গাভাস্কার সিরিজেই টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন। টেস্ট থেকে রোহিত অবসর নেওয়ায় অধিনায়কের শূন্যস্থান গিল পূরণ করেছেন। গিলের নেতৃত্বাধীন ইংল্যান্ড সিরিজের দলে সাই সুদর্শন, নীতিশ কুমার রেড্ডির মতো তরুণেরা আছেন। এই সিরিজ দিয়ে ৮ বছর পর টেস্টে ফিরেছেন করুণ নায়ার।
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৭ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে