নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের বিপক্ষে খেলতে অবশেষে চলেই এল সিঙ্গাপুর ফুটবল দল। বাংলাদেশ সময় গতকাল রাত ১১টা ৩০ মিনিটে ঢাকা বিমানবন্দরে নেমেছে দলটি। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে পরশু তারা মুখোমুখি হবে।
ঢাকায় পা রাখার সঙ্গে সঙ্গেই ব্যস্ততা শুরু সিঙ্গাপুর ফুটবল দলের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বিকেল ৪টায় উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন ফিল্ডে অনুশীলন শুরু করবে সফরকারীরা। সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলবে অনুশীলন। ম্যাচের ভেন্যুতে সিঙ্গাপুর ফুটবল দল অনুশীলন করবে আগামীকাল। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে অনুশীলন। এই ভেন্যুতে পরশু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে গতকাল রওনা দেওয়ার আগে চাঙ্গি বিমানবন্দরে সিঙ্গাপুর দলের একটি বহর ছবি তুলেছে।
রাত পৌনে ১১টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ৪৫ মিনিট দেরি হয়েছে। সিঙ্গাপুর দলে যোগ দেওয়ার কথা ফারহান জুলকিফলির। গতি, ড্রিবলিং ও প্লেমেকিং সক্ষমতা দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য আছে জুলফিকলির। সিঙ্গাপুরের হয়ে ছয় ম্যাচে করেছেন ১ গোল।
সিঙ্গাপুর দলের ম্যানেজারসহ দুজন পরশু রাতেই ঢাকায় এসেছেন। ঢাকার জাতীয় স্টেডিয়াম গতকাল পরিদর্শন করেছেন ম্যানেজার। বাংলাদেশে আসার আগে সিঙ্গাপুর গত বৃহস্পতিবার প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৪ জুন প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। গোল দুটি করেছেন হামজা চৌধুরী ও সোহেল রানা। প্রীতি ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে সব দলেরই ১ পয়েন্ট। মার্চে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। একই সমীকরণ নিয়ে মাঠ ছেড়েছিল হংকং-সিঙ্গাপুরও।
সিঙ্গাপুর ফুটবল দলের অনুশীলনের সূচি
৮ জুন
ভেন্যু: আর্মড পুলিশ ব্যাটালিয়ন ফিল্ড
বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত
৯ জুন
ভেন্যু: ঢাকা জাতীয় স্টেডিয়াম
বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত
১০ জুন
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ
ভেন্যু: ঢাকা জাতীয় স্টেডিয়াম
ম্যাচ শুরু: সন্ধ্যা ৭টা
বাংলাদেশের বিপক্ষে খেলতে অবশেষে চলেই এল সিঙ্গাপুর ফুটবল দল। বাংলাদেশ সময় গতকাল রাত ১১টা ৩০ মিনিটে ঢাকা বিমানবন্দরে নেমেছে দলটি। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে পরশু তারা মুখোমুখি হবে।
ঢাকায় পা রাখার সঙ্গে সঙ্গেই ব্যস্ততা শুরু সিঙ্গাপুর ফুটবল দলের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বিকেল ৪টায় উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন ফিল্ডে অনুশীলন শুরু করবে সফরকারীরা। সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলবে অনুশীলন। ম্যাচের ভেন্যুতে সিঙ্গাপুর ফুটবল দল অনুশীলন করবে আগামীকাল। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে অনুশীলন। এই ভেন্যুতে পরশু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে গতকাল রওনা দেওয়ার আগে চাঙ্গি বিমানবন্দরে সিঙ্গাপুর দলের একটি বহর ছবি তুলেছে।
রাত পৌনে ১১টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ৪৫ মিনিট দেরি হয়েছে। সিঙ্গাপুর দলে যোগ দেওয়ার কথা ফারহান জুলকিফলির। গতি, ড্রিবলিং ও প্লেমেকিং সক্ষমতা দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য আছে জুলফিকলির। সিঙ্গাপুরের হয়ে ছয় ম্যাচে করেছেন ১ গোল।
সিঙ্গাপুর দলের ম্যানেজারসহ দুজন পরশু রাতেই ঢাকায় এসেছেন। ঢাকার জাতীয় স্টেডিয়াম গতকাল পরিদর্শন করেছেন ম্যানেজার। বাংলাদেশে আসার আগে সিঙ্গাপুর গত বৃহস্পতিবার প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৪ জুন প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। গোল দুটি করেছেন হামজা চৌধুরী ও সোহেল রানা। প্রীতি ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে সব দলেরই ১ পয়েন্ট। মার্চে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। একই সমীকরণ নিয়ে মাঠ ছেড়েছিল হংকং-সিঙ্গাপুরও।
সিঙ্গাপুর ফুটবল দলের অনুশীলনের সূচি
৮ জুন
ভেন্যু: আর্মড পুলিশ ব্যাটালিয়ন ফিল্ড
বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত
৯ জুন
ভেন্যু: ঢাকা জাতীয় স্টেডিয়াম
বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত
১০ জুন
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ
ভেন্যু: ঢাকা জাতীয় স্টেডিয়াম
ম্যাচ শুরু: সন্ধ্যা ৭টা
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৬ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৬ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে