Ajker Patrika

নিশানকার ঝোড়ো ব্যাটিংয়ের পরও বিপদে শ্রীলঙ্কা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২১: ৫০
নিশানকার ঝোড়ো ব্যাটিংয়ের পরও বিপদে শ্রীলঙ্কা

প্রথম দুই টেস্ট হেরে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে শ্রীলঙ্কার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে প্রথম ইনিংস শুরু করেও বিপদে পড়েছে লঙ্কানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে ১৫০ রান করেছে সফরকারী দল। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা (২৩) ও কামিন্দু মেন্ডিস (৩৫)। 

৩ উইকেটে ২২১ রান নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করে ইংল্যান্ড। তার সঙ্গে আর ১০৪ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারায় স্বাগতিকেরা। নিয়মিত অধিনায়ক বেন স্টোকসের পরিবর্তে ওভাল টেস্টে নেতৃত্ব দেওয়া ওলি পোপ করেন ১৫৬ বলে ১৫৪ রানে। ১০৩ রান নিয়ে দিন শুরু করেছিলেন তিনি। প্রথম দিনে সেঞ্চুরি করে বিরল এক কীর্তি গড়েছিলেন পোপ। টেস্টের ১৪২ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নিজের প্রথম ৭ সেঞ্চুরি করেছেন ভিন্ন ভিন্ন সাত দলের বিপক্ষে। 

আজ প্রথম ইনিংস শুরু করে ১ ওভার ব্যাটিংয়ে পর মধ্যাহ্নভোজে যায় শ্রীলঙ্কা। ফেরার পর বেশ মেরেই খেলেছেন ওপেনার পাতুম নিশানকা (৫১ বলে ৬৪ রান)। তবে ইংলিশ পেসারদের তোপের সামনে অন্য প্রান্তে তাঁর সতীর্থরা ছিলেন আসা-যাওয়ায়। ৯৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে লঙ্কানরা। এরপর ষষ্ঠ উইকেটে ৪৯ রানের জুটি গড়ে চা বিরতিতে যান ধনাঞ্জয়া-কামিন্দু। ইংল্যান্ডের হয়ে ২ উইকেট নিয়েছেন পেসার ওলি স্টোন। তার আগে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংস ৩২৫ রানে থামান লঙ্কান পেসার মিলন রত্নানায়েকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত