অঘটন একটা ঘটেই যাচ্ছিল গত রাতে গায়ানায়। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সমানে সমানে লড়াই করেছে পাপুয়া নিউগিনি (পিএনজি)। শেষ পর্যন্ত বেঁচে যায় উইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার রস্টন চেজ এখানে এনেছেন ক্রিকেট পরাশক্তি ভারত-অস্ট্রেলিয়ার প্রসঙ্গ।
টস হেরে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করে পাপুয়া নিউগিনি। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের যে বিধ্বংসী ব্যাটিং লাইন-আপ, সেখানে পিএনজিকে তো উড়িয়ে দেওয়ার কথা। তবে ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ ওভারে ৫ উইকেটে ৯৭ রান হয়ে যায় উইন্ডিজের। এমন পরিস্থিতিতে পাল্টা আক্রমণে ক্যারিবীয়রা ম্যাচ জেতে ১ ওভার হাতে রেখে। ২৭ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন চেজ। ৪টি চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্যারিবীয় অলরাউন্ডার বলেন, ‘আমরা কোনো দলকে হালকাভাবে নিতে চাই না। তারা (পাপুয়া নিউগিনি) এখানে যোগ্য দল হিসেবেই খেলতে এসেছে। একইভাবে আমরা খেলতে চাই, সেটা ভারত, অস্ট্রেলিয়া যে দলই হোক না কেন।’
নিয়মিত বিরতিতে উইকেট হারানোর সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের রান তোলার গতিও ধীর হয়ে যায়। চেজ নিজের প্রথম ২০ বলে করেন ১৮ রান। ম্যাচ যখন পেন্ডুলামের মতো দুলছে, তখনই হাত খুলে খেলেন তিনি। ১৮তম ওভারে পিএনজি অধিনায়ক আসাদ ভালার ওভার থেকে উইন্ডিজ নিয়েছে ১৮ রান। চেজ ২ চার ও ১ ছক্কা মেরেছেন। পরের ওভারে চেজ আরও ২টি চার মারলে ক্যারিবীয়দের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। ধীরগতিতে শুরু করে পরে কীভাবে চড়াও হয়েছেন, চেজ জানিয়েছেন ম্যাচ শেষে। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার বলেন, ‘জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরে ভালো লাগছে। জানতাম যে ব্যাটারদের জন্য কাজটা কঠিন ছিল। নিজেকে তাই সময় দিয়েছি এবং দক্ষতার ওপর বিশ্বাস রেখেছি। পাপুয়া নিউগিনির ব্যাটারদের লক্ষ্য করেছি। তারাও সময় নিয়েছে এবং যখনই তারা থিতু হয়েছে, স্কোর করা সহজ হয়ে গিয়েছিল।’
অঘটন একটা ঘটেই যাচ্ছিল গত রাতে গায়ানায়। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সমানে সমানে লড়াই করেছে পাপুয়া নিউগিনি (পিএনজি)। শেষ পর্যন্ত বেঁচে যায় উইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার রস্টন চেজ এখানে এনেছেন ক্রিকেট পরাশক্তি ভারত-অস্ট্রেলিয়ার প্রসঙ্গ।
টস হেরে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করে পাপুয়া নিউগিনি। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের যে বিধ্বংসী ব্যাটিং লাইন-আপ, সেখানে পিএনজিকে তো উড়িয়ে দেওয়ার কথা। তবে ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ ওভারে ৫ উইকেটে ৯৭ রান হয়ে যায় উইন্ডিজের। এমন পরিস্থিতিতে পাল্টা আক্রমণে ক্যারিবীয়রা ম্যাচ জেতে ১ ওভার হাতে রেখে। ২৭ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন চেজ। ৪টি চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্যারিবীয় অলরাউন্ডার বলেন, ‘আমরা কোনো দলকে হালকাভাবে নিতে চাই না। তারা (পাপুয়া নিউগিনি) এখানে যোগ্য দল হিসেবেই খেলতে এসেছে। একইভাবে আমরা খেলতে চাই, সেটা ভারত, অস্ট্রেলিয়া যে দলই হোক না কেন।’
নিয়মিত বিরতিতে উইকেট হারানোর সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের রান তোলার গতিও ধীর হয়ে যায়। চেজ নিজের প্রথম ২০ বলে করেন ১৮ রান। ম্যাচ যখন পেন্ডুলামের মতো দুলছে, তখনই হাত খুলে খেলেন তিনি। ১৮তম ওভারে পিএনজি অধিনায়ক আসাদ ভালার ওভার থেকে উইন্ডিজ নিয়েছে ১৮ রান। চেজ ২ চার ও ১ ছক্কা মেরেছেন। পরের ওভারে চেজ আরও ২টি চার মারলে ক্যারিবীয়দের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। ধীরগতিতে শুরু করে পরে কীভাবে চড়াও হয়েছেন, চেজ জানিয়েছেন ম্যাচ শেষে। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার বলেন, ‘জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরে ভালো লাগছে। জানতাম যে ব্যাটারদের জন্য কাজটা কঠিন ছিল। নিজেকে তাই সময় দিয়েছি এবং দক্ষতার ওপর বিশ্বাস রেখেছি। পাপুয়া নিউগিনির ব্যাটারদের লক্ষ্য করেছি। তারাও সময় নিয়েছে এবং যখনই তারা থিতু হয়েছে, স্কোর করা সহজ হয়ে গিয়েছিল।’
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১০ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১৩ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
১৪ ঘণ্টা আগে