নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বকাপে বাংলাদেশের জন্য শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিতে। জয় না পেলেও হারটা যেন কম ব্যবধানের হয়, এটি ছিল বাংলাদেশের সামনে সমীকরণের একটি অংশ। তবে ব্যাটিং পেয়ে অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়ে কিছুটা স্বস্তিতেই বাংলাদেশ। যদিও মিচেল মার্শের সেঞ্চুরিতে ম্যাচ জেতার আভাস দিচ্ছে অস্ট্রেলিয়া।
কিন্তু তাতেও বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি খেলার ব্যাপারে একটু স্বস্তি পাচ্ছেই। কারণ, সমীকরণ ছিল অস্ট্রেলিয়া যদি ২২.৪ ওভারে বাংলাদেশের ৩০৬ রান তাড়া করে, তাহলে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি খেলার আশা শেষ হয়ে যাবে। তবে বাংলাদেশের বোলাররা অজিদের ওই রকম কিছু করার সুযোগ দেননি পুনেতে।
ইতিমধ্যে ৩৬.৪ ওভারের খেলা শেষ হয়েছে। ২ উইকেটে ২৩৫ রান তুলেছে অস্ট্রেলিয়া। মার্শ ১৩০ ও স্টিভেন স্মিথ ৪০ রানে অপরাজিত আছেন। এর আগে ৫৩ রানের ইনিংস খেলে আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার। অসাধারণ ব্যাটিংয়ে মার্শ তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।
তবে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা হবে কি না, তার জন্য আরও একটু সময় অপেক্ষা করতে হবে বাংলাদেশকে। বিশ্বকাপের রাউন্ড রবিন লিগে কাল শেষ ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে নেদারল্যান্ডস। ডাচরা এখন পয়েন্ট টেবিলের ১০ নম্বর আছে। ভারতের বিপক্ষে তারা হারলে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে আর কোনো বাধা থাকবে না।
ডাচরা যদি ভারতকে হারিয়ে অঘটনা ঘটায় কিংবা বৃষ্টির কারণ পয়েন্ট ভাগাভাগি করে, সে ক্ষেত্রে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি খেলার আশা শেষ হয়ে যাবে। ভারত-নেদারল্যান্ডসের ম্যাচ হবে বেঙ্গালুরুতে। সেখান এবার বেশ কয়বার বৃষ্টির বাগড়া দিয়েছিল। তবে আশার কথা কোনো ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়নি।
পুনেতে টপ অর্ডার বাংলাদেশকে এনে দিয়েছিল দারুণ শুরু। যার সৌজন্যে স্কোরটা ৩৫০ রানের ইঙ্গিত দিয়েও অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ভালো শুরুর পরও ফিনিশিংটা ভালো হয়নি।
মিডল অর্ডারে তাওহীদ হৃদয়ের বিশ্বকাপের প্রথম ফিফটি, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমও খেলেছেন ছোটখাটো দুটি ইনিংস। শেষ দিকে মেহেদী হাসান মিরাজও রাখলেন অবদান। ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৬ রানে থামে বাংলাদেশের ইনিংস।
বিশ্বকাপে বাংলাদেশের জন্য শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিতে। জয় না পেলেও হারটা যেন কম ব্যবধানের হয়, এটি ছিল বাংলাদেশের সামনে সমীকরণের একটি অংশ। তবে ব্যাটিং পেয়ে অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়ে কিছুটা স্বস্তিতেই বাংলাদেশ। যদিও মিচেল মার্শের সেঞ্চুরিতে ম্যাচ জেতার আভাস দিচ্ছে অস্ট্রেলিয়া।
কিন্তু তাতেও বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি খেলার ব্যাপারে একটু স্বস্তি পাচ্ছেই। কারণ, সমীকরণ ছিল অস্ট্রেলিয়া যদি ২২.৪ ওভারে বাংলাদেশের ৩০৬ রান তাড়া করে, তাহলে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি খেলার আশা শেষ হয়ে যাবে। তবে বাংলাদেশের বোলাররা অজিদের ওই রকম কিছু করার সুযোগ দেননি পুনেতে।
ইতিমধ্যে ৩৬.৪ ওভারের খেলা শেষ হয়েছে। ২ উইকেটে ২৩৫ রান তুলেছে অস্ট্রেলিয়া। মার্শ ১৩০ ও স্টিভেন স্মিথ ৪০ রানে অপরাজিত আছেন। এর আগে ৫৩ রানের ইনিংস খেলে আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার। অসাধারণ ব্যাটিংয়ে মার্শ তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।
তবে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা হবে কি না, তার জন্য আরও একটু সময় অপেক্ষা করতে হবে বাংলাদেশকে। বিশ্বকাপের রাউন্ড রবিন লিগে কাল শেষ ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে নেদারল্যান্ডস। ডাচরা এখন পয়েন্ট টেবিলের ১০ নম্বর আছে। ভারতের বিপক্ষে তারা হারলে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে আর কোনো বাধা থাকবে না।
ডাচরা যদি ভারতকে হারিয়ে অঘটনা ঘটায় কিংবা বৃষ্টির কারণ পয়েন্ট ভাগাভাগি করে, সে ক্ষেত্রে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি খেলার আশা শেষ হয়ে যাবে। ভারত-নেদারল্যান্ডসের ম্যাচ হবে বেঙ্গালুরুতে। সেখান এবার বেশ কয়বার বৃষ্টির বাগড়া দিয়েছিল। তবে আশার কথা কোনো ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়নি।
পুনেতে টপ অর্ডার বাংলাদেশকে এনে দিয়েছিল দারুণ শুরু। যার সৌজন্যে স্কোরটা ৩৫০ রানের ইঙ্গিত দিয়েও অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ভালো শুরুর পরও ফিনিশিংটা ভালো হয়নি।
মিডল অর্ডারে তাওহীদ হৃদয়ের বিশ্বকাপের প্রথম ফিফটি, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমও খেলেছেন ছোটখাটো দুটি ইনিংস। শেষ দিকে মেহেদী হাসান মিরাজও রাখলেন অবদান। ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৬ রানে থামে বাংলাদেশের ইনিংস।
স্কোরকার্ড দেখে সব সময় কোনো ম্যাচের পুরোটা বোঝা যায় না। এই যেমন পার্ক দে প্রিন্সেসে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগের পিএসজি-লিভারপুল ম্যাচ। গত রাতে ম্যাচটি লিভারপুল জিতেছে ১-০ গোলে। এই ম্যাচটিই দারুণ রোমাঞ্চ ছড়িয়েছে।
৮ মিনিট আগেমেয়েদের আইপিএলে আজ মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ানস-ইউপি ওয়ারিয়র্জ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ইউরোপা লিগে রাতে মাঠে নামছে রিয়াল সোসিয়েদাদ ও ম্যানচেস্টার ইউনাইটেড। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৪১ মিনিট আগেটানা ৪ ম্যাচ জিতে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে ভারত। যার মধ্যে রয়েছে দুবাইয়ে এ সপ্তাহের রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ৪৪ রানের জয়। এই হারের প্রতিশোধ নিতে যেন তর সইছে না কিউইদের।
২ ঘণ্টা আগেসামাজিক মাধ্যমে গত রাতে হঠাৎ করেই এক পোস্টে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। তাঁর (মুশফিক) অবসরের পর ফেসবুকে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্তরা আবেগী বার্তা দিয়েছেন। ওয়ানডেকে বিদায় বলা মুশফিককে...
৩ ঘণ্টা আগে