Ajker Patrika

রোমাঞ্চকর ম্যাচে এভাবেই জ্বলে উঠলেন নামিবিয়ার অলরাউন্ডার

আপডেট : ০৬ জুন ২০২৪, ১৪: ১৩
রোমাঞ্চকর ম্যাচে এভাবেই জ্বলে উঠলেন নামিবিয়ার অলরাউন্ডার

২০০ রান করেও টি-টোয়েন্টিতে জয় নিয়ে অনেক দল নিশ্চিত থাকতে পারে না। সেখানে বার্বাডোজে আজ সকালে অনুষ্ঠিত ওমান-নামিবিয়া ম্যাচটি ছিল সম্পূর্ণ বিপরীত। ম্যাচটি যাঁরা দেখেছেন, তাঁরা বুঝেছেন যে টি-টোয়েন্টির লো-স্কোরিং থ্রিলার কেমন হয়। আসল সময়েই জ্বলে উঠলেন নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ভিজে। 

টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ওমান ১৯.৪ ওভারে ১০৯ রানে অলআউট হয়েছে। ভিজে ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট। রান তাড়া করতে নেমে নামিবিয়া যখন ৬ উইকেটে ১০৯ রানে আটকে যায়, ম্যাচ গড়ায় সুপার ওভারে। নিজেকে চেনাতে সুযোগের সদ্ব্যবহার করলেন ভিজে। নামিবিয়া সুপার ওভারে করেছে ২১ রান, যার মধ্যে ১৩ রানই করেছেন তিনি। ১টি করে চার ও ছক্কা মেরেছেন নামিবিয়ার এই অলরাউন্ডার। বোলিংয়ে ১০ রানে নিয়েছেন ১ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ-সেরার পুরস্কার জেতেন ভিজে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘মনে হচ্ছিল ম্যাচে কিছু একটা করব। ভেবেছিলাম যদি সুপার ওভারে কয়েকটা বল মেরে খেলতে পারি...তারপর বোলিংয়ে আসার পর মনে হলো বল হাতে নিয়েছি এবং ঠিকমতো কাজে লাগিয়েছি।’ 

১১০ রান তাড়া করতে নেমে ওভারপ্রতি ৬ রান কখনোই আজ তুলতে পারেনি নামিবিয়া। শেষ ওভারে হাতে ৬ উইকেট ও ৫ রানের সমীকরণও মেলাতে পারেনি তারা। ওমানের উইকেটরক্ষক নাসিম খুশি যদি রানআউট ঠিকমতো করতে পারতেন, তাহলেই তো ম্যাচ হাতছাড়া হতো নামিবিয়ার। শেষ পর্যন্ত নামিবিয়া জিতলেও ব্যাটিং নিয়ে কথা বলেছেন ভিজে। নামিবিয়ার অলরাউন্ডার বলেন, ‘পিচ একটু কঠিন ছিল। যেভাবে ভেবেছি, সেভাবে খেলতে পারিনি। তবে ভালোমতো মানিয়ে নিয়েছি। যখন ১৮০ রান তাড়া করবেন, তখন খেলতে হবে ভিন্নভাবে। তবে তারা (ওমান) যেভাবে বোলিং করেছে, তেমন সুযোগ যদি দিয়ে থাকেন, তাহলে তো আপনিই তাদের ম্যাচে ফেরালেন। এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত