Ajker Patrika

দর্শক সারিতে বসে শেষ হলো বেলের বার্নাব্যু অধ্যায়

দর্শক সারিতে বসে শেষ হলো বেলের বার্নাব্যু অধ্যায়

রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে কিছুই পাওয়ার ছিল না রিয়াল মাদ্রিদের। লিগ শিরোপা অনেক আগেই নিশ্চিত হয়ে গেছে লস ব্লাঙ্কোসদের। এবারের মৌসুমের লা লিগার গতকাল শেষ ম্যাচটা রিয়ালের জন্য ছিল চ্যাম্পিয়নস লিগ ফাইনালের প্রস্তুতি ম্যাচ।

গোলশূন্য ড্র হওয়া ম্যাচটা পয়েন্টের দিক গুরুত্বপূর্ণ না হলেও রিয়ালের তিন ফুটবলারের জন্য ম্যাচটা ছিল মহা আবেগের। রিয়ালের জার্সি গায়ে সান্তিয়াগো বার্নাব্যুকে বিদায় জানানোর উপলক্ষ ছিল মার্সেলো, ইসকো ও গ্যারেথ বেলের সামনে। প্রথম দুজন সেই সুযোগটা পেয়েছেন। বদলি হিসেবে নেমে শেষ সময় পর্যন্ত খেলেছেন। কিন্তু বেলকে সেই সুযোগটুকুও দেননি কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বের এককালের সবচেয়ে দামি ফুটবলারের তাই বার্নাব্যু অধ্যায় শেষ হলো দর্শক সারিতে বসেই।

রিয়াল সমর্থকদের আশার ভেলায় চড়িয়ে ২০১৩ সালে ১০১ মিলিয়ন ইউরোতে টটেনহাম থেকে মাদ্রিদে এসেছিলেন বেল। এই নয় বছরের অধিকাংশ সময়ই চোটের কারণে মাঠের বাইরে থেকেছেন। বাইরে থাকার কারণে সতীর্থদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছিল; বেল নিজেও কখনো তা কমানোর চেষ্টা করেননি বলে অভিযোগ আছে। স্প্যানিশ শিখতে অনাগ্রহ, নিজের মতো করে গলফ খেলে বেড়ানো ওয়েলস তারকার কাছ থেকে নিজেরাও যেন দূরে দূরে থাকতে পছন্দ করতেন রিয়াল ফুটবলাররা। এই নয় বছরে একাধিকবার ঝেড়ে ফেলতে চেয়েও বেলকে তাড়াতে পারেনি রিয়াল। অবশেষে ৩০ জুন আনুষ্ঠানিকভাবে শেষ হবে বেলের সঙ্গে রিয়ালের চুক্তি। কোনো পক্ষই চেষ্টা করেনি নতুন করে চুক্তি করার।

মাঠে যতটুকু সময়ই পেয়েছেন বেশির ভাগ সময়ই ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়া হয়ে। তবে এর মাঝেই নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন বেল। ২০১৮ সালে কিয়েভে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলের বিপক্ষে তাঁর বাইসাইকেল কিকে গোল এখনো মনে থাকার কথা রিয়াল সমর্থকদের। সেই সব স্মৃতি মনে রেখে বেতিস ম্যাচের আগে বেলকে দাঁড়িয়ে বিদায় সম্ভাষণ জানানোর অনুরোধ জানিয়ে রেখেছিলেন কোচ আনচেলত্তি।

কোচের কথার পর অনেকেই ভেবেছিলেন বেতিস ম্যাচে শেষবারের মতো বার্নাব্যুতে খেলার সুযোগ পাবেন বেল। কিন্তু ম্যাচের দল দেখে সেই আশায় গুঁড়েবালি। একাদশ তো দূরে থাক সাইডবেঞ্চেই বেলকে রাখেননি কোচ! বেলের জায়গা হয়েছে তাই দর্শকসারিতে। সেখান থেকেই দেখেছেন সতীর্থদের কুর্নিশে মার্সেলো আর ইসকোর বিদায়। ২৮ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আছে বটে, সেই ম্যাচে যে বেলকে হিসাবেই রাখছেন না আনচেলত্তি সেটা এখনই  বলে দেওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত