অনলাইন ডেস্ক
মিরপুরে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে শেষ ওয়ানডেতেও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। ৯ উইকেটের এই জয়ে আমিরাত দলকে ধবলধোলাই করেছে যুবারা। যদিও সিরিজটি ছিল পাঁচ ওয়ানডের। কিন্তু রাজশাহীতে প্রথম দুটি ম্যাচ টসের আগেই পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচে নেমে এসেছিল সিরিজ। মিরপুরে টানা তিন ম্যাচের তিনটিতেই জিতলেন যুবারা।
টসে জিতে ব্যাট করতে নেমে সফরকারী দল বাংলাদেশের বোলারদের সমন্বিত আক্রমণের সামনে সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়েছে তারা। ফলে ৪০.৩ ওভারেই ১৩৭ রানে অলআউট তারা। ইনিংস সর্বোচ্চ ২৯ রান করে উদ্দিস সূরি।
তাঁকে ফিরিয়েছেন লেগ স্পিনার দেবাশীষ সরকার। চলতি সিরিজেই দুর্দান্ত পারফর্ম করা দেবাশীষ গতকালও বল হাতে ছিলেন আপন মহিমায় উদ্ভাসিত; নিয়েছেন ৪ উইকেট। আর রান খরচে ভারী কিপ্টেমি করেছেন, দিয়েছেন মাত্র ৪ রান। তাঁর বোলিং বিশ্লেষণ—৪.৩-১-৪-৪!
লক্ষ্য এমনিতেই ছোট ছিল। তারওপর ওপেনিংয়ে যাওয়াদ আবরারকে নিয়ে অধিনায়ক কালাম সিদ্দিকী আলিন ৬৯ রানের জুটি গড়লে আর পেছন ফিরে তাকাতে হয়নি বাংলাদেশ দলকে। ৩টি চার ও ৩টি ছয়ে ৪৬ বলে ৪১ রান করে আবরার আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আলিন। আরবারের বিদায়ে উইকেটে আসেন শাহরিয়ার আজমির তুর্য। দ্বিতীয় উইকেটে তারা ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লে ২০.৪ ওভারেই জিতে যায় বাংলাদেশ। ৪২ বলে ৬টি চারে ৪১ করে অপরাজিত থাকেন আলিন। তুর্য ৩৭ বলে করেন ৩৯। ৪টি চার ও ২টি ছক্বায় সাজানো তাঁর ইনিংস।ম্যাচসেরা হয়েছেন যাওয়াদ আবরার ।
মিরপুরে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে শেষ ওয়ানডেতেও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। ৯ উইকেটের এই জয়ে আমিরাত দলকে ধবলধোলাই করেছে যুবারা। যদিও সিরিজটি ছিল পাঁচ ওয়ানডের। কিন্তু রাজশাহীতে প্রথম দুটি ম্যাচ টসের আগেই পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচে নেমে এসেছিল সিরিজ। মিরপুরে টানা তিন ম্যাচের তিনটিতেই জিতলেন যুবারা।
টসে জিতে ব্যাট করতে নেমে সফরকারী দল বাংলাদেশের বোলারদের সমন্বিত আক্রমণের সামনে সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়েছে তারা। ফলে ৪০.৩ ওভারেই ১৩৭ রানে অলআউট তারা। ইনিংস সর্বোচ্চ ২৯ রান করে উদ্দিস সূরি।
তাঁকে ফিরিয়েছেন লেগ স্পিনার দেবাশীষ সরকার। চলতি সিরিজেই দুর্দান্ত পারফর্ম করা দেবাশীষ গতকালও বল হাতে ছিলেন আপন মহিমায় উদ্ভাসিত; নিয়েছেন ৪ উইকেট। আর রান খরচে ভারী কিপ্টেমি করেছেন, দিয়েছেন মাত্র ৪ রান। তাঁর বোলিং বিশ্লেষণ—৪.৩-১-৪-৪!
লক্ষ্য এমনিতেই ছোট ছিল। তারওপর ওপেনিংয়ে যাওয়াদ আবরারকে নিয়ে অধিনায়ক কালাম সিদ্দিকী আলিন ৬৯ রানের জুটি গড়লে আর পেছন ফিরে তাকাতে হয়নি বাংলাদেশ দলকে। ৩টি চার ও ৩টি ছয়ে ৪৬ বলে ৪১ রান করে আবরার আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আলিন। আরবারের বিদায়ে উইকেটে আসেন শাহরিয়ার আজমির তুর্য। দ্বিতীয় উইকেটে তারা ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লে ২০.৪ ওভারেই জিতে যায় বাংলাদেশ। ৪২ বলে ৬টি চারে ৪১ করে অপরাজিত থাকেন আলিন। তুর্য ৩৭ বলে করেন ৩৯। ৪টি চার ও ২টি ছক্বায় সাজানো তাঁর ইনিংস।ম্যাচসেরা হয়েছেন যাওয়াদ আবরার ।
ওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
৭ মিনিট আগেজ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।
৩৯ মিনিট আগেডিপ মিড উইকেটে শামীম হোসেন পাটোয়ারী ক্যাচটা ধরতেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শোনা যায় গর্জন। মিরপুরে দর্শকদের এই উচ্ছ্বাস যে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের উচ্ছ্বাস। সেই সিরিজ জয়টাও এল এক ম্যাচ হাতে রেখেই। তবে জাকের আলী অনিক এখানেই থামতে চান না।
১ ঘণ্টা আগেটি-টোয়েন্টি তো দূরে থাক। আন্তর্জাতিক ক্রিকেটেই এ বছরে বাংলাদেশের শুরুটা হয়েছিল বেশ বাজে। জিততেই যেন ভুলে গিয়েছিল দলটি। মাত্র এক মাসের মধ্যেই বদলে গেল দলটি। যে টি-টোয়েন্টিতেই বাংলাদেশ অনেক পিছিয়ে, সেই সংস্করণে এখন নিয়মিত ম্যাচ জিতছে তারা।
২ ঘণ্টা আগে