Ajker Patrika

আফসোস করতে চান না রনি

আফসোস করতে চান না রনি

২০২৪ ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান হয়েছে রানার্সআপ। দলটির পেসার আবু হায়দার রনি নিয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট। লিগের দুই সেরা পারফরমারের সঙ্গে কথা বলেছেন আজকের পত্রিকার লাইছ ত্বোহা

টুর্নামেন্টসেরা না হতে পারলেও আফসোস নেই সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ উইকেটশিকারি আবু হায়দার রনির। ৪.৯২ ইকোনমিতে ৩১ উইকেটের সঙ্গে তিনি রান করছেন ২৫০। এবার মোহামেডানের রানার্সআপ হতে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাঁহাতি পেসারের। 

ডিপিএলের পারফরম্যান্স নিয়ে রনির চোখেমুখে তৃপ্তির আভা, ‘খুবই ভালো লাগছে। ভালো করতে থাকলে, ভালো করলে সব সময় ভালো লাগে। এ সময়টা এখন উপভোগ করছি।’ সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার প্রতিক্রিয়ায় বললেন, ‘শুরু থেকে এ রকম কোনো লক্ষ্য রাখিনি। সব সময় চিন্তা করেছি, নিজের যে দক্ষতা আছে, নিজের যে প্রক্রিয়াটা আছে ওটা ধরে রাখতে। জানতাম, যদি প্রক্রিয়া ঠিক থাকে, টুর্নামেন্টটা ভালো যাবে। আমার কাজ ছিল চেষ্টা করে যাব, কঠোর পরিশ্রম করে যাব। দলের চাওয়া অনুযায়ী খেলার চেষ্টা করব। ব্যর্থ হলেও বলতে পারব, সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। সাফল্য আসবে।’ 

বোলিংয়ে গত এক বছর ধারাবাহিক, ব্যাট হাতে মোহামেডানকে কয়েক ম্যাচে জিতিয়েছেনও। নিজের অলরাউন্ডার-সত্তা নিয়ে রনির ব্যাখ্যা, ‘বোলিংয়ে দুইটা বিষয়ে কাজ করেছি। প্রথমে বাংলা টাইগার্সের কোচ নাজমুল হোসেন ভাইয়ের সঙ্গে করেছিলাম। বোলিং রানআপটা একটু ফাস্ট করা, দৌড়ের গতি বাড়ানো। বিপিএল রংপুরের বোলিং কোচ তারিক আজিজ ভাইয়ের সঙ্গে লেন্থ-সুইং নিয়ে কাজ হয়েছে। আমার মনে হয়, ওই দুটি বিষয়ে উন্নতি হওয়ার পর বোলিংয়ে পরিবর্তন এসেছে।’ আর ব্যাটিংয়ে উন্নতি নিয়ে বললেন, ‘আগে শুধু একটাই পরিকল্পনা থাকত—শুধু মারব। পরিস্থিতি সব সময় মারাটা ডিমান্ড করে না। পরিস্থিতি বুঝে সিঙ্গেল খেলা, দায়িত্ব নিয়ে খেলা, উইকেটে পড়ে থাকার দরকার হয়ে পড়ে। বাংলা টাইগার্সে মিজানুর রহমান বাবুল স্যার, জেমি সিডন্সের সঙ্গে কাজ করেছি, তখন ওভাবেই নিজেকে তৈরি করেছি। দ্রুত রান তোলা এবং দায়িত্ব নিয়ে খেলা—দুই বিষয়ে কাজ করে ফল পেয়েছি।’ 

 ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক রনির। ৮ বছরে খেলা হয়েছে ২ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি। বিসিএল, বিপিএলের পর ডিপিএলেও ছন্দ ধরে রাখা রনির চোখে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন, ‘অবশ্যই জাতীয় দলে খেলার স্বপ্ন দেখি। এ স্বপ্ন না দেখলে আর ক্রিকেট খেলা হতো না। তবে আফসোসের কিছু নেই। আফসোস করলে পারফরম্যান্স কমে যাবে। ভালো খেললে সুযোগ আসবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত