Ajker Patrika

সাকিবের আইপিএল অভিষেকের স্মৃতিচারণা করল কলকাতা 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৯: ১৭
Thumbnail image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিব আল হাসান অধিকাংশ সময়ই কাটিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আইপিএল ক্যারিয়ারের শুরু, শিরোপা—সবকিছুতেই সাকিবের সঙ্গে জড়িয়ে কলকাতা। বাংলাদেশের বাঁহাতি স্পিনারকে নিয়ে স্মৃতিচারণা করেছে কলকাতা।

২০১১ সালের ১৫ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে শুরু হয় সাকিবের আইপিএলে পথচলা। ১৪ বছর আগে সেই ম্যাচ হয় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে। বাংলাদেশের বাঁহাতি স্পিনারের আইপিএল অভিষেক নিয়ে স্মৃতিচারণা করেছে কলকাতা নাইট রাইডার্স। ওপরে মানবিন্দর বিসলার সঙ্গে সাকিবের উদ্‌যাপনের ছবি, নিচে শাহরুখ খানের সঙ্গে ট্রফি নিয়ে উদ্‌যাপন—এভাবে নিজেদের ফেসবুক পেজে ছবি দুটি যুক্ত করেছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশন দিয়েছে, ‘যেখানে আমরা আমাদের সাকিব দা কে পেয়েছিলাম ২০১১ সালে আজকের দিনে। বেগুনি ও সোনালি রঙের জার্সিতে অভিষেক হয় সাকিব আল হাসানের।’ পোস্ট শেষে বেগুনি ও হলুদ রঙের দুটি ইমোজি লাভ ইমোজি ব্যবহার করেছে কলকাতা ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশ সময় আজ বেলা ৩টায় ফেসবুকে পোস্ট দিয়েছে কলকাতা। পোস্ট দেওয়ার পর রিঅ্যাকশন হয়েছে ৬৫ হাজারেরও বেশি। মন্তব্য হয়েছে প্রায় চার হাজার।

উইকেট নেওয়ার পর সাকিব আল হাসানের (বাঁয়ে) উদ্‌যাপন। আইপিএলে এমন উপলক্ষ সাকিব পেয়েছেন অনেকবার।২০১২, ২০১৪—আইপিএল ইতিহাসে এই দুবারই শিরোপা জেতে কলকাতা। সাকিবও ফ্র্যাঞ্চাইজিটির দুবারের শিরোপা জয়ে অসামান্য অবদান রাখেন। এই দুই মৌসুম মিলে নিয়েছেন ২৩ উইকেট। ইকোনমিও ছিল ৭-এর নিচে। যেখানে ২০১৪ আইপিএলে ৩২.৪২ গড় ও ১৪৯.৩৪ স্ট্রাইকরেটে করেন ২২৭ রান। করেছেন ১ ফিফটি।

২০১১ সালের ১৫ এপ্রিল কলকাতার হয়েই সাকিবের আইপিএলে অভিষেক হয়। সাকিবকে নিয়ে এভাবেই স্মৃতিচারণা করেছে কলকাতা নাইট রাইডার্স।২০১১ থেকে ২০২১—১০ বছরের আইপিএল ক্যারিয়ারে সাকিব খেলেছেন ৭১ ম্যাচ। ২ ফিফটিতে করেন ৭৯৩ রান। গড় ও স্ট্রাইকরেট ১৯.৮৩ ও ১২৪.৪৯। ৭.৪৪ ইকোনমিতে নিয়েছেন ৬৩ উইকেট। কলকাতা ও সানরাইজার্স হায়দরাবাদ—এই দুই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। ২০২৩ আইপিএলে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে সাকিবকে কলকাতা নিয়েছিল ঠিকই। তবে বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার নিজের নাম প্রত্যাহার করে নেন। এবারের আইপিএলের নিলামের আগে কলকাতাই তাঁকে ছেড়ে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত