গাস আটকিনসনও হয়তো বুঝতে পারেননি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম হ্যাটট্রিক করা বোলারই তিনি। না হয় উদ্যাপনের মাত্রা আরেকটু বেশি হওয়ারই কথা ছিল! ইনিংসের ৩৫তম ওভারে পরপর নিউজিল্যান্ডের শেষ তিন ব্যাটারকে ড্রেসিংরুমে ফেরান এ ইংলিশ পেসার। ১৯৩০ সাল থেকে টেস্ট হয়ে আসছে ওয়েলিংটনে। কিউইরা সবচেয়ে বেশি টেস্টও খেলেছে এই মাঠে। কত কিংবদন্তিরা সেখানে বোলিং করেছেন, কিন্তু হ্যাটট্রিক করতে পারেননি কেউ। সেই অপূর্ণতা ঘুচিয়ে আটকিনসন প্রথম হ্যাটট্রিক করে গড়লেন ইতিহাস।
ব্রাইডন কার্স-আটকিনসনদের তোপে প্রথম ইনিংসে ১২৫ রানেই অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড। আগের দিনের ৫ উইকেটে ৮৬ রান থেকে দ্বিতীয় দিন আবারও ব্যাটিংয়ে নামে স্বাগতিকেরা। আজ কেবল ৮.৫ ওভারে বাকি ৫ উইকেটও হারায় তারা। ৩৫তম ওভারের তৃতীয় বলে দারুণ এক ডেলিভারিতে আটকিনসন বোল্ড করেন নাথান স্মিথকে (১৪)। চতুর্থ বলে ম্যাট হেনরি (০) গালিতে বেন ডাকেটকে ক্যাচ দিয়ে ফেরেন। পঞ্চম বলে এলবিডব্লিউর ফাঁদে টিম সাউদিকে (০) ড্রেসিংরুমে ফেরান আটকিনসন।
১৫৫ রানে এগিয়ে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে খেলল স্বভাবসুলভ বাজবল। দলীয় ৯ রানে ওপেনার জ্যাক ক্রাউলির (৮) উইকেট হারায় তারা। তারপর দ্বিতীয় উইকেটে ১৮৭ রানের দারুণ এক জুটি গড়েন জ্যাকব বেথেল ও বেন ডাকেট। ফিফটি করে দুজন হাঁটছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু আক্ষেপে পুড়েছেন দুজনই, ফিরলেন নড়বড়ে নব্বইতে গিয়ে। ১১২ বলে ৬ চার ও ১ ছক্কায় ৯২ রানে সাউদির বলে বোল্ড হন ডাকেট। ১১৮ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৯৬ রানে সাউদির আরেক শিকার বেথেল।
চতুর্থ উইকেটে হ্যারি ব্রুক ও জো রুট ৯৫ রানের আরেকটি দারুণ জুটি গড়েন। ৬১ বলে ৫৫ রানে ফেরেন ব্রুক। তারপর ওলি পোপ আউট হয়েছেন ১০ রানে। দিন শেষে ৫ উইকেটে ৩৭৮ রান তুলেছে ইংল্যান্ড। রুট ৭৩ ও বেন স্টোকস ৩৫ রানে অপরাজিত আছেন। এরই মধ্যে তাদের লিড দাঁড়াল ৩৫৫ রান।
গাস আটকিনসনও হয়তো বুঝতে পারেননি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম হ্যাটট্রিক করা বোলারই তিনি। না হয় উদ্যাপনের মাত্রা আরেকটু বেশি হওয়ারই কথা ছিল! ইনিংসের ৩৫তম ওভারে পরপর নিউজিল্যান্ডের শেষ তিন ব্যাটারকে ড্রেসিংরুমে ফেরান এ ইংলিশ পেসার। ১৯৩০ সাল থেকে টেস্ট হয়ে আসছে ওয়েলিংটনে। কিউইরা সবচেয়ে বেশি টেস্টও খেলেছে এই মাঠে। কত কিংবদন্তিরা সেখানে বোলিং করেছেন, কিন্তু হ্যাটট্রিক করতে পারেননি কেউ। সেই অপূর্ণতা ঘুচিয়ে আটকিনসন প্রথম হ্যাটট্রিক করে গড়লেন ইতিহাস।
ব্রাইডন কার্স-আটকিনসনদের তোপে প্রথম ইনিংসে ১২৫ রানেই অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড। আগের দিনের ৫ উইকেটে ৮৬ রান থেকে দ্বিতীয় দিন আবারও ব্যাটিংয়ে নামে স্বাগতিকেরা। আজ কেবল ৮.৫ ওভারে বাকি ৫ উইকেটও হারায় তারা। ৩৫তম ওভারের তৃতীয় বলে দারুণ এক ডেলিভারিতে আটকিনসন বোল্ড করেন নাথান স্মিথকে (১৪)। চতুর্থ বলে ম্যাট হেনরি (০) গালিতে বেন ডাকেটকে ক্যাচ দিয়ে ফেরেন। পঞ্চম বলে এলবিডব্লিউর ফাঁদে টিম সাউদিকে (০) ড্রেসিংরুমে ফেরান আটকিনসন।
১৫৫ রানে এগিয়ে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে খেলল স্বভাবসুলভ বাজবল। দলীয় ৯ রানে ওপেনার জ্যাক ক্রাউলির (৮) উইকেট হারায় তারা। তারপর দ্বিতীয় উইকেটে ১৮৭ রানের দারুণ এক জুটি গড়েন জ্যাকব বেথেল ও বেন ডাকেট। ফিফটি করে দুজন হাঁটছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু আক্ষেপে পুড়েছেন দুজনই, ফিরলেন নড়বড়ে নব্বইতে গিয়ে। ১১২ বলে ৬ চার ও ১ ছক্কায় ৯২ রানে সাউদির বলে বোল্ড হন ডাকেট। ১১৮ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৯৬ রানে সাউদির আরেক শিকার বেথেল।
চতুর্থ উইকেটে হ্যারি ব্রুক ও জো রুট ৯৫ রানের আরেকটি দারুণ জুটি গড়েন। ৬১ বলে ৫৫ রানে ফেরেন ব্রুক। তারপর ওলি পোপ আউট হয়েছেন ১০ রানে। দিন শেষে ৫ উইকেটে ৩৭৮ রান তুলেছে ইংল্যান্ড। রুট ৭৩ ও বেন স্টোকস ৩৫ রানে অপরাজিত আছেন। এরই মধ্যে তাদের লিড দাঁড়াল ৩৫৫ রান।
সহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৮ মিনিট আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১ ঘণ্টা আগে১৩৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে শরীফুল-সাকিবদের অগ্নিঝরা বোলিংয়ে রীতিমতো পুড়ছে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। ৫ ওভারে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম দুজনই ২টি করে উইকেট নিয়েছেন।
২ ঘণ্টা আগেসিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৩৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ দল। শুরুতে দ্রুত উইকেট হারালেও জাকের আলী অনিকের ফিফটি ও শেখ মেহেদীর কার্যকর এক ইনিংসের সৌজন্যে লড়াইয়ের স্কোর গড়ে তারা। শেষ বলে আউট হওয়ার আগে ৪৮ বলে ৫৫ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন জাকের। ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয় বাংল
২ ঘণ্টা আগে