Ajker Patrika

বোলারদের ‘কৃপণ’ হওয়ার পরামর্শ দিলেন বুমরা

আপডেট : ০৬ জুন ২০২৪, ১৪: ১০
বোলারদের ‘কৃপণ’ হওয়ার পরামর্শ দিলেন বুমরা

সর্বশেষ আইপিএলে রানের বন্যা বয়ে গেছে। ব্যাটাদের তাণ্ডবে দিশেহারা ছিলেন বোলাররা। তবে ব্যতিক্রম ছিলেন জাসপ্রিত বুমরা। অন্যরা ১০ ছুঁই ছুঁই ইকোনমিতে রান খরচ করলেও ভারতীয় পেসার ছিলেন বেশ কৃপণ। ১৩ ম্যাচে ২০ উইকেট নেওয়ার পথে রান দিয়েছেন ৬.৪৮ ইকোনমিতে।

আইপিএলের দুর্দান্ত সেই ছন্দটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে ধরে রেখেছেন বুমরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে দেওয়ার রাতে ৬ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। ৩ ওভারের একটি আবার মেডেন ছিল। বুমরার এমন দুর্দান্ত বোলিংয়ের জন্যই ভারতের হয়ে ২৭ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার হয়েও ম্যাচসেরার স্বীকৃতি জোটেনি হার্দিক পান্ডিয়ার কপালে। ম্যাচে ৪ ওভার করে ভারতীয় অলরাউন্ডারও একটি মেডেন নিয়েছিলেন।

ম্যাচ-সেরার পুরস্কার নেওয়ার সময় বোলিংয়ে কৃপণতার রহস্যের কথা জানিয়েছেন বুমরা। তিনি বলেছেন, ‘যখন পিচ বোলারদের কিছুটা বাউন্স এবং গতির সঙ্গে চারপাশে বল ঘোরানোর সুযোগ করে দেবে, তখন আমি কখনোই অভিযোগ করব না। তবে এই সংস্করণে কন্ডিশনের সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে। আপনাকে সক্রিয় থাকতে হবে।

সঙ্গে অন্য বোলারদের উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে পরিকল্পনা বাস্তবায়নের পরামর্শও দিয়েছেন বুমরা। ২৮ বছর বয়সী ভারতীয় পেসার বলেছেন, ‘পরিকল্পনা বাস্তবায়নে লেগে থাকতে হবে এবং আপনার জন্য যা ভালো সেটা করার চেষ্টা থাকতে হবে। উইকেট বুঝে সব কন্ডিশনে বল করার জন্য প্রস্তুত থাকতে হবে। আজ (গতকাল) আমি তা করতে পারায় ভীষণ খুশি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত