Ajker Patrika

‘এখনো জিম্বাবুয়েই এগিয়ে’

ক্রীড়া ডেস্ক    
তৃতীয় দিন ৩ উইকেট নিয়েছেন ব্লেসিং মুজারাবানি। ছবি: এএফপি
তৃতীয় দিন ৩ উইকেট নিয়েছেন ব্লেসিং মুজারাবানি। ছবি: এএফপি

তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে স্বাগতিকেরা। বাংলাদেশ ঘুরে দাঁড়ালেও এখনো নিজেদের এগিয়ে রাখছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি।

তৃতীয় দিন খেলা হয়েছে ৪৪ ওভার। মুমিনুল হকের ৪৭ আর ৬০ রানে অপরাজিত থাকা নাজমুল হোসেন শান্তর সঙ্গে দিনটা ভালো গেছে মুজারাবানিও। বাংলাদেশের ৪ উইকেটের তিনটি নিয়েছেন এ পেসার। তাঁর বলে ক্যাচও হাতছাড়া হয়েছে কয়েকটি। তাঁর বাউন্সে খাবি খেয়েছেন ব্যাটাররা। তবে বাংলাদেশ লড়াইয়ে ফিরলেও সংবাদ সম্মেলনে নিজেদেরই এগিয়ে রেখেছেন মুজারাবানি, ‘দিনটা আমাদের জন্য কঠিন ছিল। বাংলাদেশ খুব ভালো লড়াই করেছে। তবে যা হয়েছে খারাপ না। আমরাও ভালোভাবেই লড়াইয়ে আছি। তবে টেস্টে প্রতিটি দিনই খেলায় থাকতে হয়। আমাদের বিশ্বাস আমরাই এখনো এগিয়ে।’

আগের দিন মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, জিম্বাবুয়েকে ৩০০-৩৫০ রানের লক্ষ্য ছুড়ে দিতে চান তাঁরা। কিন্তু জিম্বাবুয়ে চায় লক্ষ্যটা ২০০-এর মধ্যে আটকে রাখতে। বাংলাদেশের বাকি ৬ উইকেট দ্রুতই ফেলে দেওয়ার কথা বললেন মুজারাবানি, ‘ভালো হয় লক্ষ্যটা দুই শর নিচে রাখতে পারলে। তবে বাংলাদেশের রানের কথা না ভেবে আমাদের উইকেটের কথা ভাবা উচিত। বাংলাদেশের বাকি উইকেটগুলো নেওয়া সহজ হবে না। আমাদের অনেক বেশি নিখুঁত থাকতে হবে।’

কঠিন দিন পার করার পর মুজারাবানি অপেক্ষায় কাল নতুন দিনে দারুণ কিছু করতে। নাজমুল হোসেন শান্তর প্রশংসা করে এ পেসার বললেন, ‘সে এখন খুব ভালো খেলছে। কিন্তু ক্রিকেটে এমনটা হতেই পারে। আমরা আগামীকালের জন্য অপেক্ষা করছি, নতুন একটি দিনের আশায়। আশা করি আমরা ভালো একটা অবস্থান থেকে শুরু করতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত