Ajker Patrika

আস্থার প্রতিদান দিয়ে ১০ লাখের তেওয়াটিয়া এখন ৯ কোটি

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ভারতীয় ক্রিকেটারদের জন্য টাকা উপার্জনের দারুণ এক মঞ্চ (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) আইপিএল। জাতীয় দলের হয়ে অভিষেক না হলেও শুধু আইপিএল খেলেই কাড়াকাড়ি টাকা উপার্জন করা যায়। এই যেমন, রাহুল তেওয়াটিয়া কথায় ধরা যাক।

৭ বছর আগেও আইপিএলে হরিয়ানার এই বাঁহাতির যার দাম ছিল ১০ লাখ রুপি। কিন্তু এবারের আইপিএলের তাঁকে ৯ কোটি রূপিতে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটানস। ২০২২ আইপিএলে যে কজন তরুণ ক্রিকেটার আলো ছড়াচ্ছেন তার মধ্যে অন্যতম এই তেওয়াটিয়া। রান তাড়ায় দারুণ মুনশিয়ানা দেখাচ্ছেন গুজরাট টাইটানসের এই বাঁহাতি ব্যাটার। অন্তত ৩ ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তেওয়াটিয়া।

এখন পর্যন্ত ১০ ম্যাচে ৩৮ গড়ে করেছেন ১৯০ রান। চড়া দামের প্রতিদান কী দারুণভাবেই না দিচ্ছেন তেওয়াটিয়া! 
অথচ ২০১৪ আইপিএলে এই তেওয়াটিয়ার দাম ছিল ১০ লাখ রুপি। সেবার রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল অভিষেক হয়েছিল তার। পরের বছরও খেলেছেন রাজস্থানের হয়ে ওই একই দামে। ১ বছর পর ২০১৭ সালে পাঞ্জাব কিংস তেওয়াটিয়াকে দলে নিয়েছিল ২৫ লাখ রূপিতে।

STATপরের বছরই দিল্লি ক্যাপিটালসে নাম লেখালে লাখপতি থেকে কোটিপতি বনে যান তেওয়াটিয়া। এক লাফে দাম বেড়ে দাঁড়ায় ৩ কোটি। পরের তিন বছরও খেলে যান এই দামেই। কিন্তু এবারের আইপিএলে নিলামের টেবিল রীতিমতো গরম করে দেন তেওয়াটিয়া। তাকে দলে পেতে গুজরাট খরচ করে ৯ কোটি রুপি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত