ক্রীড়া ডেস্ক
মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় গতকাল থেকেই শোকে মুহ্যমান বাংলাদেশ। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে মা-বাবার সন্তান হারানোর বেদনার গল্প। মিরপুর শেরেবাংলায় আজ হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্মরণ করা হবে বিমান দুর্ঘটনায় হতাহতদের।
বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি। বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথা গত রাতে জানিয়েছে বিসিবি। রাষ্ট্রীয় শোক দিবস হওয়ায় মিরপুরসহ দেশের সব বিসিবি ভেন্যুতে জাতীয় পতাকা আজ অর্ধনিমিত রাখা হবে। আহত-নিহতদের জন্য দোয়া-মাহফিলের আয়োজন করবে বিসিবি। দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। দুই দলের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট এবং ম্যাচ অফিশিয়ালরা পরবেন কালো আর্মব্যান্ড। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ম্যাচ চলার সময় স্টেডিয়ামে কোনো গানবাজনা হবে না।
বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজের প্রোফাইল পিকচার বদলে ফেলেছে। শোকের প্রতীক হিসেবে কালো ব্যাজ ও বিসিবির লোগো রয়েছে। বোর্ড এক বিবৃতিতে গত রাতে লিখেছে, ‘মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন, তাদের আগামীকালের (বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি) উৎসর্গ করা হবে। বাঘেরা এই শোকের সময় জাতির পাশে থাকবে।’ আজ সকালে ম্যাচটি মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের উৎসর্গ করার কথা নিশ্চিত করেছে। বিসিবি লিখেছে, ‘দুই দল। নীরবতার প্রশ্নে সবাই এক। কাঁদছে এক জাতি।’
বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান গতকাল বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। পুলিশ জানিয়েছে, দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছাকাছি এলাকায় বিকট শব্দে বিমান বিধ্বস্ত হওয়ার পর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় গতকাল থেকেই শোকে মুহ্যমান বাংলাদেশ। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে মা-বাবার সন্তান হারানোর বেদনার গল্প। মিরপুর শেরেবাংলায় আজ হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্মরণ করা হবে বিমান দুর্ঘটনায় হতাহতদের।
বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি। বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথা গত রাতে জানিয়েছে বিসিবি। রাষ্ট্রীয় শোক দিবস হওয়ায় মিরপুরসহ দেশের সব বিসিবি ভেন্যুতে জাতীয় পতাকা আজ অর্ধনিমিত রাখা হবে। আহত-নিহতদের জন্য দোয়া-মাহফিলের আয়োজন করবে বিসিবি। দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। দুই দলের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট এবং ম্যাচ অফিশিয়ালরা পরবেন কালো আর্মব্যান্ড। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ম্যাচ চলার সময় স্টেডিয়ামে কোনো গানবাজনা হবে না।
বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজের প্রোফাইল পিকচার বদলে ফেলেছে। শোকের প্রতীক হিসেবে কালো ব্যাজ ও বিসিবির লোগো রয়েছে। বোর্ড এক বিবৃতিতে গত রাতে লিখেছে, ‘মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন, তাদের আগামীকালের (বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি) উৎসর্গ করা হবে। বাঘেরা এই শোকের সময় জাতির পাশে থাকবে।’ আজ সকালে ম্যাচটি মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের উৎসর্গ করার কথা নিশ্চিত করেছে। বিসিবি লিখেছে, ‘দুই দল। নীরবতার প্রশ্নে সবাই এক। কাঁদছে এক জাতি।’
বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান গতকাল বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। পুলিশ জানিয়েছে, দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছাকাছি এলাকায় বিকট শব্দে বিমান বিধ্বস্ত হওয়ার পর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ভারত-পাকিস্তান ম্যাচের কাহিনি যেন শেষ হয়েও হলো না শেষ। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) ম্যাচটার কথাই ধরা যাক। ম্যাচ বাতিল হলেও রেশটা এখনো রয়ে গেছে। বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে ভারত-পাকিস্তানের ডব্লিউসিএলের ম্যাচটা নিয়ে।
২ ঘণ্টা আগেমিরপুরে পরশু প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। একই মাঠে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে নামবে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ম্যাচ। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতবে বাংলাদেশ।
২ ঘণ্টা আগেসাকিব আল হাসান আবারও ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছেন। টি-টোয়েন্টি হোক বা টি-টেন—ইনিংস বড় করতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন তিনি। এবার ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান নামে টি-টেন টুর্নামেন্টে শুরু হয়েছে সাকিবের রানখরা।
৩ ঘণ্টা আগেটি-টোয়েন্টি ক্রিকেট মানেই তো চার-ছক্কার ফুলঝুরি। খেলাটা যত কম ওভারের হয়, ততই যেন সেটা ব্যাটারদের খেলা হয়ে ওঠে। আর দর্শকেরা মাঠেই আসেন রানের বন্যা দেখতে।
৩ ঘণ্টা আগে