Ajker Patrika

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বাজবে না গান, হবে দোয়া-মাহফিল

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১১: ৫৬
বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি দুর্ঘটনায় হতাহতদের উৎসর্গ করা হয়েছে। ছবি: বিসিবি
বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি দুর্ঘটনায় হতাহতদের উৎসর্গ করা হয়েছে। ছবি: বিসিবি

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় গতকাল থেকেই শোকে মুহ্যমান বাংলাদেশ। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে মা-বাবার সন্তান হারানোর বেদনার গল্প। মিরপুর শেরেবাংলায় আজ হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্মরণ করা হবে বিমান দুর্ঘটনায় হতাহতদের।

বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি। বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথা গত রাতে জানিয়েছে বিসিবি। রাষ্ট্রীয় শোক দিবস হওয়ায় মিরপুরসহ দেশের সব বিসিবি ভেন্যুতে জাতীয় পতাকা আজ অর্ধনিমিত রাখা হবে। আহত-নিহতদের জন্য দোয়া-মাহফিলের আয়োজন করবে বিসিবি। দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। দুই দলের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট এবং ম্যাচ অফিশিয়ালরা পরবেন কালো আর্মব্যান্ড। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ম্যাচ চলার সময় স্টেডিয়ামে কোনো গানবাজনা হবে না।

বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজের প্রোফাইল পিকচার বদলে ফেলেছে। শোকের প্রতীক হিসেবে কালো ব্যাজ ও বিসিবির লোগো রয়েছে। বোর্ড এক বিবৃতিতে গত রাতে লিখেছে, ‘মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন, তাদের আগামীকালের (বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি) উৎসর্গ করা হবে। বাঘেরা এই শোকের সময় জাতির পাশে থাকবে।’ আজ সকালে ম্যাচটি মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের উৎসর্গ করার কথা নিশ্চিত করেছে। বিসিবি লিখেছে, ‘দুই দল। নীরবতার প্রশ্নে সবাই এক। কাঁদছে এক জাতি।’

বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান গতকাল বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। পুলিশ জানিয়েছে, দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছাকাছি এলাকায় বিকট শব্দে বিমান বিধ্বস্ত হওয়ার পর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত