নিজস্ব প্রতিবেদক
ঢাকা: সৌম্য সরকার–নাজমুল হোসেনদের রানখরা অব্যাহত আছে ডিপিএলে। এই লিগের শুরুতে তামিম–মুশফিকদের ব্যাট কিছুটা হাসলেও মিঠুন–সাইফরা আছেন নিজেদের ছায়া হয়ে। ব্যাটিংয়ে তো জাতীয় দলের ক্রিকেটারদের ছাপিয়ে গেছেন এখনো আন্তর্জাতিক আঙিনায় না আসা তরুণ খেলোয়াড়েরা।
ডিপিএলে এখন পর্যন্ত হয়েছে ১৮টি ম্যাচ। ১২ দল তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে। এ পর্যন্ত দুর্দান্ত খেলা ব্যাটসম্যানদের তালিকায় সৌম্য–নাজমুলরা পড়ে আছেন একেবারে তলানিতে। সেরা ৫০ ব্যাটসম্যানের তালিকাতেই জায়গা হয়নি দুজনের। তবে শেষ ম্যাচের দারুণ বোলিংয়ে তালিকার ওপরের দিকে চলে এসেছেন মোস্তাফিজুর–তাসকিনরা।
যে চার ব্যাটসম্যানের রান ১০০ পেরিয়েছে, তাঁদের কারও এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ৩ ম্যাচে ৭১ গড়ে ১৪২ রান করে তালিকার চূড়ায় পারটেক্স স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাসামুল হক। বোলিংয়েও পিছিয়ে নেই তাসামুল, দলকে নিয়মিত ব্রেক–থ্রু এনে দিয়ে পেয়েছেন ৩ উইকেট। এখন পর্যন্ত ব্যাটে–বলে ডিপিএলের সেরা পারফরমার ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার।
১৩২ রান করে দ্বিতীয় স্থানে আছেন ওল্ড ডিওএইচএসের রাকিন আহমেদ। সময়টা ভালো যাচ্ছে ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মিজানুর রহমানেরও। ১৪০–এর ওপর স্ট্রাইক রেটে এই ব্যাটসম্যান করেছেন ১২৫ রান।
তারকা ব্যাটসম্যানদের মধ্যে যিনি সবচেয়ে এগিয়ে, সেই তামিম ইকবালের অবস্থান এখন ছয়ে। ৩ ম্যাচে ৯৮ রান করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। মুশফিক, মিরাজ, নাঈম, মুমিনুল ও মাহমুদউল্লাহ—কেউ নেই সেরা দশে।
পরশু রাতের ম্যাচে দল হারলেও দারুণ বোলিং করেছেন প্রাইম ব্যাংকের মোস্তাফিজুর রহমান। টি–টোয়েন্টি সংস্করণটা যে কেন বাঁহাতি পেসারের এত প্রিয় সেটি বুঝিয়ে দিলেন মাত্র ১০ বলেই ৫ উইকেট তুলে নিয়ে। ৩ ম্যাচে ৮ উইকেট শিকার করে তালিকায় একেবারেই ওপরে তিনি। দারুণ বোলিং করছেন তানভীর ইসলাম। মাত্র ৩.৩৩ ইকোনমি রেটে তিন ম্যাচে ৭ উইকেট নিয়েছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের এই বাঁহাতি স্পিনার। তাসকিন আহমেদের দুই ম্যাচে শিকার ৫ উইকেট। সমান ৫ উইকেট নিয়ে সেরা দশে আছেন মাহমুদউল্লাহ (৬) ও সাকিব (১০)।
তারাদের নিষ্প্রভ থাকাটা যদি দুশ্চিন্তার হয়, নিয়মিত জ্বলছেন অচেনারা—দেশের ক্রিকেটের জন্য এটি অবশ্য ইতিবাচক।
ঢাকা: সৌম্য সরকার–নাজমুল হোসেনদের রানখরা অব্যাহত আছে ডিপিএলে। এই লিগের শুরুতে তামিম–মুশফিকদের ব্যাট কিছুটা হাসলেও মিঠুন–সাইফরা আছেন নিজেদের ছায়া হয়ে। ব্যাটিংয়ে তো জাতীয় দলের ক্রিকেটারদের ছাপিয়ে গেছেন এখনো আন্তর্জাতিক আঙিনায় না আসা তরুণ খেলোয়াড়েরা।
ডিপিএলে এখন পর্যন্ত হয়েছে ১৮টি ম্যাচ। ১২ দল তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে। এ পর্যন্ত দুর্দান্ত খেলা ব্যাটসম্যানদের তালিকায় সৌম্য–নাজমুলরা পড়ে আছেন একেবারে তলানিতে। সেরা ৫০ ব্যাটসম্যানের তালিকাতেই জায়গা হয়নি দুজনের। তবে শেষ ম্যাচের দারুণ বোলিংয়ে তালিকার ওপরের দিকে চলে এসেছেন মোস্তাফিজুর–তাসকিনরা।
যে চার ব্যাটসম্যানের রান ১০০ পেরিয়েছে, তাঁদের কারও এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ৩ ম্যাচে ৭১ গড়ে ১৪২ রান করে তালিকার চূড়ায় পারটেক্স স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাসামুল হক। বোলিংয়েও পিছিয়ে নেই তাসামুল, দলকে নিয়মিত ব্রেক–থ্রু এনে দিয়ে পেয়েছেন ৩ উইকেট। এখন পর্যন্ত ব্যাটে–বলে ডিপিএলের সেরা পারফরমার ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার।
১৩২ রান করে দ্বিতীয় স্থানে আছেন ওল্ড ডিওএইচএসের রাকিন আহমেদ। সময়টা ভালো যাচ্ছে ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মিজানুর রহমানেরও। ১৪০–এর ওপর স্ট্রাইক রেটে এই ব্যাটসম্যান করেছেন ১২৫ রান।
তারকা ব্যাটসম্যানদের মধ্যে যিনি সবচেয়ে এগিয়ে, সেই তামিম ইকবালের অবস্থান এখন ছয়ে। ৩ ম্যাচে ৯৮ রান করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। মুশফিক, মিরাজ, নাঈম, মুমিনুল ও মাহমুদউল্লাহ—কেউ নেই সেরা দশে।
পরশু রাতের ম্যাচে দল হারলেও দারুণ বোলিং করেছেন প্রাইম ব্যাংকের মোস্তাফিজুর রহমান। টি–টোয়েন্টি সংস্করণটা যে কেন বাঁহাতি পেসারের এত প্রিয় সেটি বুঝিয়ে দিলেন মাত্র ১০ বলেই ৫ উইকেট তুলে নিয়ে। ৩ ম্যাচে ৮ উইকেট শিকার করে তালিকায় একেবারেই ওপরে তিনি। দারুণ বোলিং করছেন তানভীর ইসলাম। মাত্র ৩.৩৩ ইকোনমি রেটে তিন ম্যাচে ৭ উইকেট নিয়েছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের এই বাঁহাতি স্পিনার। তাসকিন আহমেদের দুই ম্যাচে শিকার ৫ উইকেট। সমান ৫ উইকেট নিয়ে সেরা দশে আছেন মাহমুদউল্লাহ (৬) ও সাকিব (১০)।
তারাদের নিষ্প্রভ থাকাটা যদি দুশ্চিন্তার হয়, নিয়মিত জ্বলছেন অচেনারা—দেশের ক্রিকেটের জন্য এটি অবশ্য ইতিবাচক।
বোলিংয়ে সৈয়দ খালেদ আহমেদ ঝরিয়েছেন আগুন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিলেটে চোখে সর্ষেফুল দেখেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ব্যাটিংয়ে এরপর ঝোড়ো সেঞ্চুরি করেছেন নুরুল হাসান সোহান। তবে অধিনায়কের এমন বিস্ফোরক সেঞ্চুরির পরও দিনটা পুরোপুরি নিজের করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল।
১৫ মিনিট আগে২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হতে বাকি ১ ম্যাচ। ১১ জুন লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ফাইনালে জয়ী দল পাবে ৪০ কোটি টাকার বেশি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ এক বিবৃতিতে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালের অর্থ পুরস্কার ঘোষণা করেছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সিরিজ হতে আর বেশি দিন বাকি নেই। সিরিজ শুরুর ঠিক দুই দিন আগে দল ঘোষণা করল আমিরাত। মুহাম্মদ ওয়াসিমকে অধিনায়ক করে আমিরাত আজ দল ঘোষণা করেছে। বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করার কথা আজ এক অফিশিয়াল বিজ্ঞপ্তিতে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রভাব কাটিয়ে ফের সচল হতে চলেছে উপমহাদেশের ক্রিকেট। ১৭ মে থেকে আবার শুরু হচ্ছে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ—আইপিএল ও পিএসএল। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে দূর হয়েছে অনিশ্চয়তাও। পাকিস্তানে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সময়মতোই হতে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে