Ajker Patrika

বিসিবি থেকে দুর্জয়ের পদত্যাগ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ২৪
বিসিবি থেকে দুর্জয়ের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন নাঈমুর রহমান দুর্জয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। তিনি ক্যাটাগরি–১ ঢাকা বিভাগ থেকে নির্বাচিত পরিচালক ছিলেন। 

দুর্জয় ২০১৩ ও ২০১৭—দুবারই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরিচালক হয়েছিলেন বিসিবির। শুরুতে ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব সামলালেও গত ৮ বছর তিনি হাই পারফরম্যান্স (এইচপি) প্রোগ্রামের প্রধানের দায়িত্বে ছিলেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক। 

এর আগে বিসিবির পরিচালক ও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস ও নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল। সরিয়ে দেওয়া হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় মনোনীত পরিচালক বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববিকে। 

সরকার পতনের পর থেকে দৃশ্যপটে নেই বিসিবির বেশ কয়েকজন পরিচালকই। বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়লেও, পরিচালক পদে এখনো আছেন নাজমুল হাসান পাপন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত