নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজিল্যান্ড সফরে সাদা বলের ক্রিকেটে কখনোই না জেতা বাংলাদেশের এবারের সফরও শুরু হার দিয়েই। গত পরশু ডানেডিনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটার দৈর্ঘ্য ৩০ ওভারে নেমে আসায় টি-টোয়েন্টি মেজাজে খেলতে হয়েছে দুই দলকেই। তবে আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রতিযোগিতায় পিছিয়ে থাকা বাংলাদেশ যথারীতি খাবি খেয়েছে কিউইদের বিপক্ষে। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা শান্তরা ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে কাল পৌঁছেছেন নেলসনে।
বাংলাদেশ ক্রিকেটে সুখবর এনে দিচ্ছে অনূর্ধ্ব-১৯ দল আর নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা সফরে থাকা নারী দলের সামনে এখন ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। বাংলাদেশ যুব দল কাল এশিয়া কাপ জিতে দেশে ফিরেছে বীরের বেশে। রাজসিক না হলেও বর্ণিল অভ্যর্থনাই হয়েছে যুবাদের। সেখানে জাতীয় পুরুষ দল একটু ব্যাকফুটে। বিশ্বকাপ ভরাডুবির পর সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতলেও মিরপুরে হার। নিউজিল্যান্ডে ফিরতি সফর শুরু হয়েছে হার দিয়েই।
বাংলাদেশের হারে সাধারণত ব্যাটারদের কাঠগড়ায় উঠতে হয়। বিশেষ করে টপ অর্ডারের ব্যাটারদের। ওপরের পজিশনে ব্যাটিং করা কোনো ব্যাটার যদি সেট হয়েও বড় রান না করতে পারেন, তার খেসারত দিতে হয় পুরো দলকেই। এই চিত্র পুরো বিশ্বকাপে দেখা গেছে। নিউজিল্যান্ড সফরেও এর ব্যতিক্রম হয়নি। ৩০-৪০ রানের জুটি বেশি লম্বা করা যায়নি। এ নিয়ে পরে আফসোস ঝরেছে দলের সর্বোচ্চ ৪৩ রান করা এনামুল হক বিজয়ের। পরশু তিনি নিজেই বললেন, সবার দায়িত্ব নিতে হবে বড় ইনিংস খেলার। বুঝতে পারছেন, কিন্তু বাংলাদেশের ব্যাটাররা সেটি করে দেখাতে ব্যর্থ হচ্ছেন ম্যাচে। আগামীকাল একই দৃশ্যের পুনরাবৃত্তি হলে আরেকটি সিরিজ পরাজয় নিশ্চিত হবে এক ম্যাচ বাকি থাকতেই।
ডানেডিন থেকে নেলসনে যাওয়ার পথে লিটন দাসের মুখে যে হাসি দেখা গেল, সেটা ম্যাচেও ধরে রাখতে হলে তাঁর ব্যাটেও হাসি ফোটাতে হবে। অবশ্য নেলসনেও কখনো বাংলাদেশ হাসতে পারেনি জয়ের হাসিতে। ২০১৬ সালে এই ভেন্যুতে খেলা দুটি ওয়ানডের দুটিতেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। নেলসনে ম্যাচ খেলার অভিজ্ঞতা এই দলে শুধু মোস্তাফিজুর রহমানের আছে। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর খেলা ম্যাচটাতে ৮ উইকেটে হারলেও ৩.৪২ ইকোনমিতে ২ উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন মোস্তাফিজ। বাঁহাতি পেসার নিশ্চয়ই কিছু উপায় বাতলে দেবেন তাঁর সতীর্থ বোলারদের।
নিউজিল্যান্ড সফরে সাদা বলের ক্রিকেটে কখনোই না জেতা বাংলাদেশের এবারের সফরও শুরু হার দিয়েই। গত পরশু ডানেডিনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটার দৈর্ঘ্য ৩০ ওভারে নেমে আসায় টি-টোয়েন্টি মেজাজে খেলতে হয়েছে দুই দলকেই। তবে আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রতিযোগিতায় পিছিয়ে থাকা বাংলাদেশ যথারীতি খাবি খেয়েছে কিউইদের বিপক্ষে। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা শান্তরা ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে কাল পৌঁছেছেন নেলসনে।
বাংলাদেশ ক্রিকেটে সুখবর এনে দিচ্ছে অনূর্ধ্ব-১৯ দল আর নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা সফরে থাকা নারী দলের সামনে এখন ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। বাংলাদেশ যুব দল কাল এশিয়া কাপ জিতে দেশে ফিরেছে বীরের বেশে। রাজসিক না হলেও বর্ণিল অভ্যর্থনাই হয়েছে যুবাদের। সেখানে জাতীয় পুরুষ দল একটু ব্যাকফুটে। বিশ্বকাপ ভরাডুবির পর সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতলেও মিরপুরে হার। নিউজিল্যান্ডে ফিরতি সফর শুরু হয়েছে হার দিয়েই।
বাংলাদেশের হারে সাধারণত ব্যাটারদের কাঠগড়ায় উঠতে হয়। বিশেষ করে টপ অর্ডারের ব্যাটারদের। ওপরের পজিশনে ব্যাটিং করা কোনো ব্যাটার যদি সেট হয়েও বড় রান না করতে পারেন, তার খেসারত দিতে হয় পুরো দলকেই। এই চিত্র পুরো বিশ্বকাপে দেখা গেছে। নিউজিল্যান্ড সফরেও এর ব্যতিক্রম হয়নি। ৩০-৪০ রানের জুটি বেশি লম্বা করা যায়নি। এ নিয়ে পরে আফসোস ঝরেছে দলের সর্বোচ্চ ৪৩ রান করা এনামুল হক বিজয়ের। পরশু তিনি নিজেই বললেন, সবার দায়িত্ব নিতে হবে বড় ইনিংস খেলার। বুঝতে পারছেন, কিন্তু বাংলাদেশের ব্যাটাররা সেটি করে দেখাতে ব্যর্থ হচ্ছেন ম্যাচে। আগামীকাল একই দৃশ্যের পুনরাবৃত্তি হলে আরেকটি সিরিজ পরাজয় নিশ্চিত হবে এক ম্যাচ বাকি থাকতেই।
ডানেডিন থেকে নেলসনে যাওয়ার পথে লিটন দাসের মুখে যে হাসি দেখা গেল, সেটা ম্যাচেও ধরে রাখতে হলে তাঁর ব্যাটেও হাসি ফোটাতে হবে। অবশ্য নেলসনেও কখনো বাংলাদেশ হাসতে পারেনি জয়ের হাসিতে। ২০১৬ সালে এই ভেন্যুতে খেলা দুটি ওয়ানডের দুটিতেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। নেলসনে ম্যাচ খেলার অভিজ্ঞতা এই দলে শুধু মোস্তাফিজুর রহমানের আছে। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর খেলা ম্যাচটাতে ৮ উইকেটে হারলেও ৩.৪২ ইকোনমিতে ২ উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন মোস্তাফিজ। বাঁহাতি পেসার নিশ্চয়ই কিছু উপায় বাতলে দেবেন তাঁর সতীর্থ বোলারদের।
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৮ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
৯ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
১২ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১৫ ঘণ্টা আগে