Ajker Patrika

বাবর-রিজওয়ান-শাহিনের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিল ভারত

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ মে ২০২৫, ২০: ৪০
বাবর-রিজওয়ান-শাহিনের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিল ভারত। ছবি: ফাইল ছবি
বাবর-রিজওয়ান-শাহিনের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিল ভারত। ছবি: ফাইল ছবি

কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, পাকিস্তানের তিন তারকা ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ভারত সরকার নিষিদ্ধ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলা হয়েছে, পেহেলগামের ঘটনা ইস্যুতে ভারত সরকার ‘আইনি অনুরোধে’ পাকিস্তানি তারকা ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি তাদের দেশে সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম, উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতের অভ্যন্তরে আর প্রবেশযোগ্য নয়।

তালিকায় এরই মধ্যে রয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার, শহীদ আফ্রিদি, বাসিত আলি, রশিদ লতিফও। তাঁদের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ও সোশ্যাল অ্যাকাউন্ট ভারতে ব্লক। ভারতীয় ব্যবহারকারীরা এই অ্যাকাউন্টগুলো দেখতে গিয়ে নিচের বার্তাটি পাচ্ছেন, এই অ্যাকাউন্ট ভারতে পাওয়া যাবে না। একটি আইনি অনুরোধ অনুযায়ী এই সামগ্রী সীমিত করা হয়েছে।

নিষিদ্ধ হওয়া ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে রয়েছে ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ, জিও নিউজ, বল নিউজ, রফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, জিএনএন, উজাইর ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনীব ফারুক, শুনো নিউজ এইচডি, রাজি নামা ও ইর্শাদ ভাট্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত