Ajker Patrika

বেফাঁস মন্তব্য করায় ভারতের সাবেক ক্রিকেটার নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ মে ২০২৫, ১৭: ১৮
তিন বছর নিষিদ্ধ হয়েছেন শ্রীশান্ত। ছবি: ক্রিকইনফো
তিন বছর নিষিদ্ধ হয়েছেন শ্রীশান্ত। ছবি: ক্রিকইনফো

খেলোয়াড়ি জীবনে অনেক কর্মকাণ্ড করে আলোচনায় এসেছেন শ্রীশান্ত। বিতর্ক পিছু ছাড়েনি ক্রিকেট ছাড়ার পরও। বেফাঁস মন্তব্য করায় কড়া শাস্তি পেয়েছেন ভারতের এই সাবেক ক্রিকেটার।

কেরালা ক্রিকেট সংস্থা (কেসিএ) সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে শ্রীশান্তকে তিন বছর নিষিদ্ধ করেছে। কেসিএ আজ শুক্রবার এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে। মিথ্যা ও অবমাননাকর মন্তব্য করায় এমন শাস্তি পেয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। কোচিতে পরশু তাদের এক বিশেষ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীশান্ত কেরালা ক্রিকেট লিগের কোল্লাম অ্যারাইজ নামের এক ফ্র্যাঞ্চাইজির সহস্বত্বাধিকারী। বিনোদ কুমার নামের কেসিএর এক কর্মকর্তা বলেন, ‘তার উত্তর সন্তোষজনক ছিল না। ভারতীয় দল থেকে সঞ্জুকে বাদ দেওয়ায় সে আমাদের দায়ী করেছিল।’

এ বছরের জানুয়ারিতে বিজয় হাজারে ট্রফিতে কেরালা থেকে বাদ দেওয়া হয়েছিল সঞ্জু স্যামসনকে। পরে স্যামসনের ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দলেও জায়গা হয়নি। এ ঘটনায় অসন্তুষ্ট শ্রীশান্ত পরে বিসিসিআইকে ধুয়ে দিয়েছিলেন। ভারতের সাবেক পেসার পরে মন্তব্য করেছিলেন, সঞ্জুর পর আর কোনো ক্রিকেটার কেসিএ প্রস্তুত করতে পারেনি।

শ্রীশান্তের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল কেসিএ। কেসিএ বলেছে, বিতর্কিত মন্তব্যের জেরে কেসিএ শ্রীশান্ত, ফ্র্যাঞ্চাইজি কোল্লাম অ্যারাইজ, ‘আলেপ্পে টিম লিড’-এর কনটেন্ট ক্রিয়েটর সাই কৃষ্ণান, আলেপ্পে রিপলসকে পাঠিয়েছে কারণ দর্শানোর নোটিশ। ফ্র্যাঞ্চাইজি নোটিশের সন্তোষজনক উত্তর দেওয়ায় আর কোনো পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি টিম ম্যানেজমেন্টে লোক নেওয়ার সময় বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে।

সঞ্জুর বাবা স্যামসন বিশ্বনাথের কাছেও নোটিশ গেছে। বিশ্বনাথ কী উত্তর দিয়েছেন, সেটা নিয়ে কেসিএ কাজ করছে। ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে, সঞ্জুর বাবার উত্তরেও কেসিএ খুশি না। তবে বিশ্বনাথের উত্তর শ্রীশান্তের মতো অতটা অবমাননাকর ছিল না।

২০০৫ থেকে ২০১১ পর্যন্ত ভারতের হয়ে ২৭ টেস্ট, ৫৩ ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলেছেন শ্রীশান্ত। আন্তর্জাতিক ক্রিকেটে ৯০ ম্যাচে নিয়েছেন ১৬৯ উইকেট। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলে ছিলেন তিনি। ভারতের শিরোপা জয়ের ক্যাচটি ধরেছিলেন এই পেসার। এর আগে ২০১৩ আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারির অভিযোগ ওঠায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে নিষিদ্ধ করেছিল। পরে ভারতের সুপ্রিম কোর্ট তাঁর (শ্রীশান্ত) শাস্তি মওকুফ করেছিলেন। এবার ভারতীয় পেসার কেরালা রাজ্য ক্রিকেটের কোনো কাজে তিন বছর থাকতে পারবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: সাবেক এমপিসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত