Ajker Patrika

আবাহনীর হারে মোহামেডানের শিরোপার পথ আরও মসৃণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ মে ২০২৫, ২১: ৪০
আবাহনীকে হারিয়ে বসুন্ধরার দারুণ জয়। ছবি: সৌজন্য
আবাহনীকে হারিয়ে বসুন্ধরার দারুণ জয়। ছবি: সৌজন্য

দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই করেন বসুন্ধরার ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম। ম্যাচের একদম শেষ দিকে ফুটবল মাঠ উত্তপ্ত হয়ে ওঠে রেসলিংয়ের আবহে! দুই দলের খেলোয়াড়দের মধ্যে লেগে যায় হাতাহাতি।

লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বসুন্ধরার ডিফেন্ডার মোহাম্মদ সাদ উদ্দিন ও মিডফিল্ডার সোহেল রানা। আবাহনীর সেন্টার ডিফেন্ডার শাহিন আহাম্মদও দেখেন লাল কার্ড। বসুন্ধরার জয়ে লাভ হলো মোহামেডানেরই বেশি। দিনের অন্য ম্যাচে সানডে ইমানুয়্যেলের জোড়া ও মোজাফফর মোজাফফারবের গোলে পুলিশ এফসিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। মোহামেডান ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শিরোপার পথে মসৃণ করে রাখল। দুই নম্বরে থাকা আবাহনী (২৭) এই হারে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে পিছিয়ে পড়েছে ৭ পয়েন্টের ব্যবধানে। সমানসংখ্যক ম্যাচে তিন নম্বরে থাকা বসুন্ধরার পয়েন্ট ২৪ পয়েন্ট।

বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ আক্রমণ, প্রতি-আক্রমণে শুরু থেকে জমে ওঠা আবাহনী-বসুন্ধরার ম্যাচ। একাদশ মিনিটেই কয়েকজনকে কাটিয়ে একাই চেষ্টা করেন বসুন্ধরার রিমন হোসেন, কিন্তু তাঁর শট পোস্টের অনেক বাইরে দিয়ে অতিক্রম করে। ভালো জায়গায় থেকেও রিমনের কাছ থেকে বল না পেয়ে হতাশা প্রকাশ করেন কিংসের ফরোয়ার্ড রাকিব হোসেন। সেই আক্ষেপ অবশ্য মিনিট পাঁচেক পরই পুষিয়ে নিলেন দারুণ এক গোলে অবদান রেখে। রাকিবের কাছ থেকে পাস ধরে জাল খুঁজে নেন ফাহিম। বিরতি থেকে ফিরেই করেন দ্বিতীয় গোল।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু থেকে মোহামেডান ও পুলিশ এফসি খেলতে থাকে সাবধানী ফুটবল। প্রথামার্ধে কোনো দলই গোলের মুখ দেখেনি। দ্বিতীয়ার্ধেই হলো চার গোল। বিরতি থেকে ফিরে মেহেদী হাসান মিঠুর ক্রসে দূরের পোস্টে থাকা সানডে লাফিয়ে হেডে বল জালে জড়ান। ৬৫ মিনিটে স্পট কিকে পুলিশকে সমতায় ফেরান ব্রাজিলের দানিলো কুইপাপা। খেলা যখন ড্রয়ের ইঙ্গিত দিচ্ছিল তখনই পেনাল্টির আশীর্বাদ পায় মোহামেডান। গোলমুখে দিয়াবাতেকে ফাউল করে বসেন দানিলো। পেনাল্টিতে থেকে গোল করেন মোজাফফারব। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নিজের দ্বিতীয় লক্ষ্য ভেদ করেন সানডে। আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ১-০ গোলে হারিয়েছে ফর্টিস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত