নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরশু শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হারারে টেস্ট। এখানো হারারে স্পোর্টস ক্লাবের উইকেট দেখতে পারেননি সাকিব–মুশফিকেরা। দেখবেনই বা কী করে? মাঠকর্মীরা উইকেটের পাশেই নাকি ঘেঁষতে দিচ্ছে না বাংলাদেশ দলকে!
হারারের উইকেট কেমন হতে পারে—এ প্রশ্নে আজ বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে মাঠকর্মীরা আমাদের এখনো উইকেট দেখতে দেয়নি। তারা দেখতে দিচ্ছে না। বিকেলে তাদের সঙ্গে আমরা তর্ক করেছি, কেন পিচ দেখতে দিচ্ছেন না!’ তবে বাংলাদেশ কোচ আশাবাদী, টেস্ট শুরুর আগে উইকেটের দেখা পাবেন। তখন বুঝে নিতে পারবেন উইকেটের চরিত্রও, ‘আজ অথবা কাল যখন উইকেট দেখব, তখন বোলিং আক্রমণ নিয়ে আরও ধারণা পাব।’
২০১৩ সালে সর্বশেষ যখন জিম্বাবুয়ে সফরে গিয়েছিল, টেস্ট সিরিজটা ড্র করেছিল বাংলাদেশ। অবশ্য সেই বাংলাদেশের চেয়ে এই বাংলাদেশ আরও এগিয়ে। গত পাঁচ বছরে ঘরের মাঠে কোনো টেস্ট জিততে না পারা জিম্বাবুয়ে হয়তো উন্মুখ হয়ে আছেবাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টটি জিততে। উইকেট নিয়ে জিম্বাবুয়ের এত লুকোচুরি হতে পারে সে কারণেও!
‘জিম্বাবুয়ের মাঠে জিম্বাবুয়ে কঠিন’—সফরে রওনা দেওয়ার আগেই বলেছিলেন নির্বাচক আবদুর রাজ্জাক আর অধিনায়ক মুমিনুল হক। সেটি আজ আরও একবার মনে করিয়ে দিয়ে রাসেল ডমিঙ্গো বললেন, ‘হারারেতে খুব ধৈর্য ধরে খেলতে হয়। কয়েকবার এসেছি এখানে। ব্যাটিং বা বোলিং, যেটাই করুন না কেন, লম্বা সময় ধরে চাপ ধরে রাখতে হবে উইকেট পেতে।’
হারারের উইকেটে সুযোগ সব সময় আসে না বলে মনে করেন ডমিঙ্গো, ‘তারা (জিম্বাবুয়ে) খুবই স্মার্ট। আমাদের নিশ্চিত করতে হবে যাতে ধৈর্য ধরি। সুশৃঙ্খল ক্রিকেট খেলি। আর সুযোগ এলে যেন কাজে লাগাতে পারি। কারণ এই উইকেটে সুযোগ সব সময় আসবে না।’
লম্বা সময় পরে সাকিব আল হাসান টেস্ট দলে ফেরায় দলের ভারসাম্য বেড়েছে। দলের সেরা তারকাকে পাওয়ায় হাসি ফুটেছে ডমিঙ্গোর মুখেও, ‘প্রতিটি দলই এমন খেলোয়াড় পেতে উন্মুখ থাকে। তাকে ফিরে পাওয়াটা দারুণ। মিডল অর্ডারে ব্যাটিং করে আবার প্রথম সারির বোলার। দলের ভারসাম্য বেড়ে যায়। আর সাকিব নিজেও টেস্ট খেলতে উন্মুখ হয়ে আছে।’
জিম্বাবুয়েতে জয় ছাড়া কিছু ভাবছে না বাংলাদেশ। সেটিই জানালেন ডমিঙ্গো, ‘যে ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই সেদিকে যদি আমরা নজর দিতে পারি আর মৌলিক বিষয়গুলো ঠিকঠাক করতে পারি–আশা করি ফল আমাদের পক্ষে আসবে।’
পরশু শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হারারে টেস্ট। এখানো হারারে স্পোর্টস ক্লাবের উইকেট দেখতে পারেননি সাকিব–মুশফিকেরা। দেখবেনই বা কী করে? মাঠকর্মীরা উইকেটের পাশেই নাকি ঘেঁষতে দিচ্ছে না বাংলাদেশ দলকে!
হারারের উইকেট কেমন হতে পারে—এ প্রশ্নে আজ বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে মাঠকর্মীরা আমাদের এখনো উইকেট দেখতে দেয়নি। তারা দেখতে দিচ্ছে না। বিকেলে তাদের সঙ্গে আমরা তর্ক করেছি, কেন পিচ দেখতে দিচ্ছেন না!’ তবে বাংলাদেশ কোচ আশাবাদী, টেস্ট শুরুর আগে উইকেটের দেখা পাবেন। তখন বুঝে নিতে পারবেন উইকেটের চরিত্রও, ‘আজ অথবা কাল যখন উইকেট দেখব, তখন বোলিং আক্রমণ নিয়ে আরও ধারণা পাব।’
২০১৩ সালে সর্বশেষ যখন জিম্বাবুয়ে সফরে গিয়েছিল, টেস্ট সিরিজটা ড্র করেছিল বাংলাদেশ। অবশ্য সেই বাংলাদেশের চেয়ে এই বাংলাদেশ আরও এগিয়ে। গত পাঁচ বছরে ঘরের মাঠে কোনো টেস্ট জিততে না পারা জিম্বাবুয়ে হয়তো উন্মুখ হয়ে আছেবাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টটি জিততে। উইকেট নিয়ে জিম্বাবুয়ের এত লুকোচুরি হতে পারে সে কারণেও!
‘জিম্বাবুয়ের মাঠে জিম্বাবুয়ে কঠিন’—সফরে রওনা দেওয়ার আগেই বলেছিলেন নির্বাচক আবদুর রাজ্জাক আর অধিনায়ক মুমিনুল হক। সেটি আজ আরও একবার মনে করিয়ে দিয়ে রাসেল ডমিঙ্গো বললেন, ‘হারারেতে খুব ধৈর্য ধরে খেলতে হয়। কয়েকবার এসেছি এখানে। ব্যাটিং বা বোলিং, যেটাই করুন না কেন, লম্বা সময় ধরে চাপ ধরে রাখতে হবে উইকেট পেতে।’
হারারের উইকেটে সুযোগ সব সময় আসে না বলে মনে করেন ডমিঙ্গো, ‘তারা (জিম্বাবুয়ে) খুবই স্মার্ট। আমাদের নিশ্চিত করতে হবে যাতে ধৈর্য ধরি। সুশৃঙ্খল ক্রিকেট খেলি। আর সুযোগ এলে যেন কাজে লাগাতে পারি। কারণ এই উইকেটে সুযোগ সব সময় আসবে না।’
লম্বা সময় পরে সাকিব আল হাসান টেস্ট দলে ফেরায় দলের ভারসাম্য বেড়েছে। দলের সেরা তারকাকে পাওয়ায় হাসি ফুটেছে ডমিঙ্গোর মুখেও, ‘প্রতিটি দলই এমন খেলোয়াড় পেতে উন্মুখ থাকে। তাকে ফিরে পাওয়াটা দারুণ। মিডল অর্ডারে ব্যাটিং করে আবার প্রথম সারির বোলার। দলের ভারসাম্য বেড়ে যায়। আর সাকিব নিজেও টেস্ট খেলতে উন্মুখ হয়ে আছে।’
জিম্বাবুয়েতে জয় ছাড়া কিছু ভাবছে না বাংলাদেশ। সেটিই জানালেন ডমিঙ্গো, ‘যে ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই সেদিকে যদি আমরা নজর দিতে পারি আর মৌলিক বিষয়গুলো ঠিকঠাক করতে পারি–আশা করি ফল আমাদের পক্ষে আসবে।’
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে