বিশ্ব ক্রিকেটে তাঁর নামই হয়ে গেছে ‘আইস কুলার’। ম্যাচের সবচেয়ে কঠিন মুহূর্তেও মাথা ঠান্ডা রাখতে পারার অনন্য ক্ষমতা আছে কেন উইলিয়ামসনের। সেই উইলিয়ামসই কি না রাগে-হতাশায় নিজের হাত কেটে ফেলতে চেয়েছিলেন! হ্যাঁ, এটাই সত্যি।
লম্বা সময় ধরে কনুইয়ের চোটের সঙ্গে লড়াই করছিলেন উইলিয়ামসন। বিরক্তির উদ্রেক ঘটা স্বাভাবিকই ছিল। সেটা ঘটেছেও। চোট কাটিয়ে মাঠে ফিরতে গেলেই ফের সেটা মাথাচাড়া দিয়ে ওঠে। এই করতে করতে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন অনেক দিন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচও ঠিকঠাক খেলতে পারেননি কনুইয়ের চোটের কারণে।
বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে সিরিজ খেলতে যায় নিউজিল্যান্ড। সেখানে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন উইলিয়ামসন। গত নভেম্বরে কানপুরে হওয়া প্রথম টেস্টে মাঠে ফিরলেও চোট পিছু ছাড়েনি। এরপর থেকেই মাঠের বাইরে আছেন। খেলেননি ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও।
চোটের সঙ্গে লড়াই করতে করতে হতাশা ঘিরে ধরেছিল উইলিয়ামসনকে। বিরক্তি এতটাই চেপে বসেছিল যে, নিজের হাতই কেটে ফেলতে চেয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক। গতকাল চোট নিয়ে কথা বলতে গিয়ে উইলিয়ামসন নিজেই জানালেন, ‘এটা (হাত) কেটে ফেলা...এমনটা আমি কয়েকবার ভেবেছি। এই ধরনের চোটের সঙ্গে লড়াই করা প্রত্যেকের গল্প আলাদা। শুরুতে আমি অবশ্যই আশাবাদী ছিলাম। কিন্তু এখন আর পারছি না। সত্যি বলতে, দিনের পর দিন এটা সহ্য করে যাওয়া খুবই কঠিন।’
চোট থেকে ফেরার প্রক্রিয়ার অংশ হিসেবে দুজনের সঙ্গে কথা বলেছেন উইলিয়ামসন। তবে এখনো পর্যন্ত নিজের জন্য কার্যকরী কোনো উপায় খুঁজে পাননি তিনি। উইলিয়ামসন বলেন, ‘আমি এমন অনেকের গল্প শুনেছি যারা এই চোটের মধ্য দিয়ে গেছে এবং শুরুতে তাদের কথা অনুপ্রেরণাদায়ক ছিল। আমার এই লড়াইয়ের শেষ কোথায়, তা জানতে আমি কৌতূহলী।’
বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতি দুই দিনে ব্যাটিং করছেন ২০-২৫ মিনিট করে। ব্যথানাশক ওষুধের দরকার হচ্ছে না এখন। আগামী মার্চে নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের ক্রিকেট দিয়ে ফেরার আশা উইলিয়ামসনের।
বিশ্ব ক্রিকেটে তাঁর নামই হয়ে গেছে ‘আইস কুলার’। ম্যাচের সবচেয়ে কঠিন মুহূর্তেও মাথা ঠান্ডা রাখতে পারার অনন্য ক্ষমতা আছে কেন উইলিয়ামসনের। সেই উইলিয়ামসই কি না রাগে-হতাশায় নিজের হাত কেটে ফেলতে চেয়েছিলেন! হ্যাঁ, এটাই সত্যি।
লম্বা সময় ধরে কনুইয়ের চোটের সঙ্গে লড়াই করছিলেন উইলিয়ামসন। বিরক্তির উদ্রেক ঘটা স্বাভাবিকই ছিল। সেটা ঘটেছেও। চোট কাটিয়ে মাঠে ফিরতে গেলেই ফের সেটা মাথাচাড়া দিয়ে ওঠে। এই করতে করতে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন অনেক দিন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচও ঠিকঠাক খেলতে পারেননি কনুইয়ের চোটের কারণে।
বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে সিরিজ খেলতে যায় নিউজিল্যান্ড। সেখানে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন উইলিয়ামসন। গত নভেম্বরে কানপুরে হওয়া প্রথম টেস্টে মাঠে ফিরলেও চোট পিছু ছাড়েনি। এরপর থেকেই মাঠের বাইরে আছেন। খেলেননি ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও।
চোটের সঙ্গে লড়াই করতে করতে হতাশা ঘিরে ধরেছিল উইলিয়ামসনকে। বিরক্তি এতটাই চেপে বসেছিল যে, নিজের হাতই কেটে ফেলতে চেয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক। গতকাল চোট নিয়ে কথা বলতে গিয়ে উইলিয়ামসন নিজেই জানালেন, ‘এটা (হাত) কেটে ফেলা...এমনটা আমি কয়েকবার ভেবেছি। এই ধরনের চোটের সঙ্গে লড়াই করা প্রত্যেকের গল্প আলাদা। শুরুতে আমি অবশ্যই আশাবাদী ছিলাম। কিন্তু এখন আর পারছি না। সত্যি বলতে, দিনের পর দিন এটা সহ্য করে যাওয়া খুবই কঠিন।’
চোট থেকে ফেরার প্রক্রিয়ার অংশ হিসেবে দুজনের সঙ্গে কথা বলেছেন উইলিয়ামসন। তবে এখনো পর্যন্ত নিজের জন্য কার্যকরী কোনো উপায় খুঁজে পাননি তিনি। উইলিয়ামসন বলেন, ‘আমি এমন অনেকের গল্প শুনেছি যারা এই চোটের মধ্য দিয়ে গেছে এবং শুরুতে তাদের কথা অনুপ্রেরণাদায়ক ছিল। আমার এই লড়াইয়ের শেষ কোথায়, তা জানতে আমি কৌতূহলী।’
বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতি দুই দিনে ব্যাটিং করছেন ২০-২৫ মিনিট করে। ব্যথানাশক ওষুধের দরকার হচ্ছে না এখন। আগামী মার্চে নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের ক্রিকেট দিয়ে ফেরার আশা উইলিয়ামসনের।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৭ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৮ ঘণ্টা আগে