Ajker Patrika

বাংলাদেশ টেস্টে নতুন কী কী রেকর্ড গড়তে পারেন অশ্বিন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ২০
বাংলাদেশ টেস্টে নতুন কী কী রেকর্ড গড়তে পারেন অশ্বিন

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের অলরাউন্ড নৈপুণ্যে ২৮০ রানের বিশাল জয় পেল ভারত। ‘ঘরের ছেলে’ অশ্বিন চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সেঞ্চুরির পাশাপাশি বোলিংয়েও দেখালেন ভেলকি। ম্যাচ-সেরার পুরস্কারও জিতেছেন তিনি। 

চেন্নাইয়ের পর বাংলাদেশ-ভারত দুই ক্রিকেট দল এখন অবস্থান করছে কানপুরে। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ১০টায় কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। এই টেস্টে অশ্বিনকে হাতছানি দিয়ে ডাকছে একগাদা রেকর্ড। এবার তাহলে দেখে নেওয়া যাক ভারতীয় এই স্পিনার কী কী রেকর্ড গড়তে পারেন—

চতুর্থ ইনিংসে ১০০ উইকেট
টেস্টের চতুর্থ ইনিংসে ১ উইকেট পেলেই উইকেটের সেঞ্চুরি করবেন অশ্বিন। ভারতের প্রথম বোলার হিসেবে গড়বেন এই কীর্তি। টেস্ট ইতিহাসের ষষ্ঠ বোলার হিসেবে চতুর্থ ইনিংসে করবেন উইকেটের সেঞ্চুরি। এই সেঞ্চুরির সম্ভাবনা বেশি করে নির্ভর করছে টসের ওপর। যদি বাংলাদেশ প্রথমে ব্যাটিং পায়, তাহলে অশ্বিনের অপেক্ষা বাড়বে। 

ওয়ার্নকে ছাড়িয়ে যাওয়া
কানপুর টেস্টে যেকোনো এক ইনিংসে ৫ উইকেট পেলেই অশ্বিন ছাড়িয়ে যাবেন শেন ওয়ার্নকে। টেস্টে অশ্বিন, ওয়ার্ন-দুজনেই ইনিংসে ৩৭ বার করে ৫ উইকেট পেয়েছেন। প্রয়াত কিংবদন্তি ওয়ার্ন ১৪৫ টেস্টে ২৭৩ ইনিংসে বোলিং করেছিলেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অশ্বিন বোলিং করেছেন ১৯১ ইনিংসে। 

বোথামকে ছুঁয়ে ফেলা
স্যার ইয়ান বোথামকে ছুঁতে হলে অশ্বিনকে ব্যাটে-বলে সমান তালে জ্বলে উঠতে হবে কানপুরে বাংলাদেশের বিপক্ষে। যদি অশ্বিন সেঞ্চুরি ও ইনিংসে ৫ উইকেট—দুটিই একসঙ্গে করতে পারেন, তাহলে টেস্ট ইতিহাসে পাঁচবার এই ‘ডাবলের’ কীর্তি গড়বেন। বোথামও এমন কীর্তি টেস্টে ৫ বার গড়েছেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেট
 ২০১৯ থেকে শুরু হয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ৫ বছরে আইসিসির এই টেস্ট ইভেন্টে ১৮৭ উইকেট নিয়ে শীর্ষে নাথান লায়ন। অস্ট্রেলিয়ার স্পিনারকে ছাড়িয়ে যেতে কানপুরে অশ্বিনকে নিতে হবে ৮ উইকেট। ১৮০ উইকেট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে দুইয়ে অবস্থান করছেন অশ্বিন। লায়ন ও অশ্বিন এই ইভেন্টে খেলেছেন ৪৩ ও ৩৬ ম্যাচ। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র চলছে। 

২০১১ থেকে শুরু করে এখন পর্যন্ত ১৩ বছরের টেস্ট ক্যারিয়ারে অশ্বিন খেলেছেন ১০১ ম্যাচ। ১৯১ ইনিংসে বোলিং করে ৫২২ উইকেট নিয়েছেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী অশ্বিন। এই তালিকায় তাঁর (অশ্বিন) ওপরে থাকা অনিল কুম্বলে ক্রিকেটের রাজকীয় সংস্করণে নিয়েছেন ৬১৯ উইকেট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

নিয়োগে অনিয়ম প্রমাণিত, তবু শিক্ষককে যোগদানের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত