ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে ছিটকে গেছে বার্সেলোনা। তবু মৌসুমটা তাদের দুর্দান্তই কাটছে। দুটি শিরোপা জেতা হয়ে গিয়েছিল আগেই। বার্সেলোনা অপেক্ষায় ছিল লা লিগার। এস্পানিওলের মাঠে জিতে লিগ শিরোপাও নিশ্চিত হয়ে যায় কাতালানদের। তারপরই বড় আকারে উদ্যাপনের প্রস্তুতি। ঘরোয়া ট্রেবল জিতে ছাদখোলা বাসেই সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন লামিন ইয়ামাল-রাফিনিয়ারা।
স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে ও লা লিগা—স্পেনের তিন শিরোপাই ঘরে তুলেছে বার্সেলোনা। ইউরোপিয়ান ট্রেবল জিততে না পারলেও ঘরোয়া ট্রেবল জিতে নতুন রেকর্ড গড়েছে কাতালানরা। এই ট্রেবল জয়ের আনন্দ ভক্ত-সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করে নিতেই ছাদখোলা বাসে প্যারেডের আয়োজন করে বার্সেলোনার ক্লাব কর্তৃপক্ষ।
ছাদখোলা বাসে ট্রেবলের তিন ট্রফি নিয়ে উদ্যাপনে মেতে ওঠে বার্সা। এই বাস কাতালান অঞ্চলের মূল কিছু সড়কে কয়েক ঘণ্টা ধরে প্রদক্ষিণ করেছে। এই সময়ে হাজারো বার্সা সমর্থক নেচে গেয়ে ট্রেবল জয় উদ্যাপন করে। ইয়ামাল-পেদ্রিরা উচ্ছ্বাসে ভাসিয়েছেন সমর্থকদের। বাসে বিশেষ জার্সি পরে উপস্থিত সমর্থকদের সঙ্গে আনন্দে যোগ দেন বার্সা ফুটবলার, কোচ হান্সি ফ্লিক ও কোচিং স্টাফের সদস্যরা।
নাচা গানে মেতেছেন বার্সার ফুটবলার-সমর্থকেরা। এই মৌসুমে বার্সার ম্যাচ বাকি আর দুটি। লা লিগার এই দুই ম্যাচ খেলেই লম্বা বিশ্রামে যাবে কাতালানরা।
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে ছিটকে গেছে বার্সেলোনা। তবু মৌসুমটা তাদের দুর্দান্তই কাটছে। দুটি শিরোপা জেতা হয়ে গিয়েছিল আগেই। বার্সেলোনা অপেক্ষায় ছিল লা লিগার। এস্পানিওলের মাঠে জিতে লিগ শিরোপাও নিশ্চিত হয়ে যায় কাতালানদের। তারপরই বড় আকারে উদ্যাপনের প্রস্তুতি। ঘরোয়া ট্রেবল জিতে ছাদখোলা বাসেই সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন লামিন ইয়ামাল-রাফিনিয়ারা।
স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে ও লা লিগা—স্পেনের তিন শিরোপাই ঘরে তুলেছে বার্সেলোনা। ইউরোপিয়ান ট্রেবল জিততে না পারলেও ঘরোয়া ট্রেবল জিতে নতুন রেকর্ড গড়েছে কাতালানরা। এই ট্রেবল জয়ের আনন্দ ভক্ত-সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করে নিতেই ছাদখোলা বাসে প্যারেডের আয়োজন করে বার্সেলোনার ক্লাব কর্তৃপক্ষ।
ছাদখোলা বাসে ট্রেবলের তিন ট্রফি নিয়ে উদ্যাপনে মেতে ওঠে বার্সা। এই বাস কাতালান অঞ্চলের মূল কিছু সড়কে কয়েক ঘণ্টা ধরে প্রদক্ষিণ করেছে। এই সময়ে হাজারো বার্সা সমর্থক নেচে গেয়ে ট্রেবল জয় উদ্যাপন করে। ইয়ামাল-পেদ্রিরা উচ্ছ্বাসে ভাসিয়েছেন সমর্থকদের। বাসে বিশেষ জার্সি পরে উপস্থিত সমর্থকদের সঙ্গে আনন্দে যোগ দেন বার্সা ফুটবলার, কোচ হান্সি ফ্লিক ও কোচিং স্টাফের সদস্যরা।
নাচা গানে মেতেছেন বার্সার ফুটবলার-সমর্থকেরা। এই মৌসুমে বার্সার ম্যাচ বাকি আর দুটি। লা লিগার এই দুই ম্যাচ খেলেই লম্বা বিশ্রামে যাবে কাতালানরা।
অবশেষে ফুরোলো অপেক্ষা। ২৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও আজ মাঠে নামেনি তারা। তবে নিজেদের কাজটা সেরে রেখেছিল গতকালই। আজ আবাহনী লিমিটেডের হারে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়েছে সাদা-কালোদের।
৪১ মিনিট আগেএক মাসের ব্যবধানে ফের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হাজির হলো দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি চার সদস্যের অনুসন্ধান দল। এবার তাদের নজরে রয়েছে বিসিবির গঠনতন্ত্র সংশোধন, তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের দল বাছাই প্রক্রিয়া এবং বোর্ডের ফিক্সড ডিপোজিট (এফডিআর) ভেঙে অর্থ স্থানান্তরের স্বচ্ছতা।
১ ঘণ্টা আগেআর কিছু সময় ব্যাটিং করতে পারলে ম্যাচ হতো ড্র। কিন্তু আদিত্য অশোক ও জায়ডেন লেনক্সের দুর্দান্ত ঘূর্ণি জাদুর সামনে খেই হারায় বাংলাদেশের ব্যাটিং অর্ডার। সিলেটে চার দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৭০ রানে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
১ ঘণ্টা আগেভুটানে মেয়েদের লিগ সময়মতো হলে হয়তো প্রস্তুতি আরও জোরালো হতো। দেরিতে শুরু হওয়ার কারণে এক ম্যাচ খেলেই ঢাকায় ফিরতে হয়েছে। জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলার জন্য জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন পাঁচ ফুটবলার—ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, রুপনা চাকমা, মনিকা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র।
২ ঘণ্টা আগে