Ajker Patrika

পাকিস্তানে সাকিব, মাঠে নামছেন কবে

ক্রীড়া ডেস্ক    
লাহোর কালান্দর্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। ছবি: ফেসবুক
লাহোর কালান্দর্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। ছবি: ফেসবুক

পাঁচ মাসের বেশি সময় ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান। সবশেষ গত বছর নভেম্বরে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ছাড়পত্র পান। তবে সাকিবকে আবার মাঠে কবে দেখা যাবে, এই অপেক্ষায় হয়তো ভক্তরা।

সেই অপেক্ষা দ্রুতই ফুরাতে চলেছে। পিএসএল খেলতে সাকিব এখন পাকিস্তানে। নিলামে দল না পেলেও টুর্নামেন্টের বাকি অংশের জন্য লাহোর কালান্দার্স দলে নিয়েছে তাঁকে। আগামীকালই হয়তো ব্যাটে-বলে দেখা যেতে পারে সাকিবকে। কাল পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে লাহোর। সবকিছু ঠিক থাকলে সাকিবকে দেখা যেতে পারে একাদশে।

সাকিব আল হাসানের পিএসএল ক্যাম্পে যোগ দেওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্টের মাধ্যমে জানায় লাহোর কালান্দার্স। সাকিবসহ নতুন যোগ দেওয়া কয়েকজন বিদেশি ক্রিকেটারকে স্বাগত জানিয়ে ক্যাপশনে লিখেছে, ‘কুশল পেরেরা, সাকিব আল হাসান এবং ভানুকা রাজাপক্ষে পৌঁছে গেছেন ইসলামাবাদে—তারা এসেছেন নিজেদের সেরাটা দিতে! কালান্দার্স পরিবার, আপনারা প্রস্তুত তো?’

ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ হওয়ার পর আজ থেকে আইপিএল ও পিএসএল চালু হচ্ছে আবার। এরই মধ্যে বিদেশি ক্রিকেটাররা ছেড়ে গেছেন ভারত-পাকিস্তান। জাতীয় দলের ডিউটি থাকায় কেউ কেউ আবার আইপিএল-পিএসএলের বাকি অংশ খেলতে পারবেন না। দু’দেশেরই ফ্র্যাঞ্চাইজিগুলো পড়েছে বিদেশি খেলোয়াড় সংকটে। সেই ঘাটতি পূরণে ক্লাবগুলো বিকল্প খোঁজে ছোটে। সাকিব পেয়েছেন পিএসএলে দল, মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস।

পিএসএলে সাকিবের অভিষেক হয়েছিল ২০১৬ সালে, করাচি কিংসের হয়ে। এর আগেও লাহোরের হয়ে খেলেছেন। খেলেছেন পেশোয়ার জালমির হয়েও। টুর্নামেন্টে সব মিলিয়ে ১৪ ম্যাচে তার সংগ্রহ ১৮১ রান ও ৮ উইকেট। চলতি পিএসএলে লিগ পর্বে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৯ পয়েন্ট অর্জন করেছে লাহোর। টেবিলের ৪ নম্বরে তারা। বাকি আছে আরও একটি ম্যাচ। সুযোগ আছে শেষ চার নিশ্চিত করার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত